Vastu Tips for Money: ঘরের এই দিকে আয়না আছে নাকি? ওই জন্যেই হাতে থাকে না টাকা…জলের মতো হয় খরচ, জানুন কোন দিকে রাখা শুভ

বাস্তুশাস্ত্র মতে, বাড়িতে সঠিক দিকে, সঠিক জায়গায় নির্দিষ্ট কিছু জিনিস পত্র না রাখলে তা বাড়ির সার্বিক পরিবেশের ভারসাম্যকে নষ্ট করে৷ যেমন ঘরের কোন দিকে বিছানা রাখা উচিত, কোনদিকে হওয়া উচিত ঠাকুরঘর, কোনদিকে তুলসী গাছ রাখা উচিত, কোথায়ই বা রাখা উচিত জুতো রাখার জায়গা, এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ ঠিক তেমনই ভাবেই বাড়িতে ঠিক কোনখানে, কোন দিকে আয়না রাখা শুভ, তা-ও জানা উচিত আমাদের৷
বাস্তুশাস্ত্র মতে, বাড়িতে সঠিক দিকে, সঠিক জায়গায় নির্দিষ্ট কিছু জিনিস পত্র না রাখলে তা বাড়ির সার্বিক পরিবেশের ভারসাম্যকে নষ্ট করে৷ যেমন ঘরের কোন দিকে বিছানা রাখা উচিত, কোনদিকে হওয়া উচিত ঠাকুরঘর, কোনদিকে তুলসী গাছ রাখা উচিত, কোথায়ই বা রাখা উচিত জুতো রাখার জায়গা, এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ ঠিক তেমনই ভাবেই বাড়িতে ঠিক কোনখানে, কোন দিকে আয়না রাখা শুভ, তা-ও জানা উচিত আমাদের৷
ভারতে বাস্তুশাস্ত্র খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ বিভিন্ন বিষয়েই বাস্তু নিয়ম মেনে চলে। বাস্তু সূত্র অনুসারে, ঘরে আয়না রাখারও একটি বিশেষ স্থান রয়েছে।
ভারতে বাস্তুশাস্ত্র খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ বিভিন্ন বিষয়েই বাস্তু নিয়ম মেনে চলে। বাস্তু সূত্র অনুসারে, ঘরে আয়না রাখারও একটি বিশেষ স্থান রয়েছে।
যদি সঠিক ভাবে আয়না রাখা হয় তবে, তা সংসারে সমৃদ্ধি এবং সম্পদ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। কিন্তু ঘরে সঠিক জায়গায় আয়না না রাখলে তৈরি হতে পারে নেতিবাচক শক্তি। তাহলে চলুন জেনে নেওয়া যাক বাস্তু সূত্র অনুসারে ঘরের কোন দিকে আয়না লাগাতে হবে। এই বিষয়ে আমাদের জানাচ্ছেন জ্যোতিষ বিশারদ তথা বাস্তু পরামর্শদাতা হিতেন্দ্র কুমার শর্মা৷
যদি সঠিক ভাবে আয়না রাখা হয় তবে, তা সংসারে সমৃদ্ধি এবং সম্পদ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। কিন্তু ঘরে সঠিক জায়গায় আয়না না রাখলে তৈরি হতে পারে নেতিবাচক শক্তি। তাহলে চলুন জেনে নেওয়া যাক বাস্তু সূত্র অনুসারে ঘরের কোন দিকে আয়না লাগাতে হবে। এই বিষয়ে আমাদের জানাচ্ছেন জ্যোতিষ বিশারদ তথা বাস্তু পরামর্শদাতা হিতেন্দ্র কুমার শর্মা৷
আয়নার নিয়ম: বাস্তুশাস্ত্র বলে যে, দু’টি আয়না কখনওই একে অপরের মুখোমুখি রাখা উচিত নয়। কারণ, এটি নেতিবাচক শক্তিকে দ্বিগুণ করে। আয়না মেঝে থেকে চার বা পাঁচ ফুট উঁচুতে রাখতে হয়। ঘুমোনোর সময় আয়নায় আপনার প্রতিফলন যাতে দেখতে না পান, তা নিশ্চিত করতে হবে।
আয়নার নিয়ম: বাস্তুশাস্ত্র বলে যে, দু’টি আয়না কখনওই একে অপরের মুখোমুখি রাখা উচিত নয়। কারণ, এটি নেতিবাচক শক্তিকে দ্বিগুণ করে। আয়না মেঝে থেকে চার বা পাঁচ ফুট উঁচুতে রাখতে হয়। ঘুমোনোর সময় আয়নায় আপনার প্রতিফলন যাতে দেখতে না পান, তা নিশ্চিত করতে হবে।
আয়না বিছানার দিকে মুখ করে রাখা কখনওই উচিত নয়। তবে বাস্তুশাস্ত্র পরামর্শ দেয় যে, বিছানার পাশে একটি বড় ড্রেসিং টেবিল বা পাশের টেবিল রাখা ভাল, যা সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। তবে শুয়ে থাকা অবস্থায় শরীরের কোনও অংশ যেন আয়নায় না দেখা যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।
আয়না বিছানার দিকে মুখ করে রাখা কখনওই উচিত নয়। তবে বাস্তুশাস্ত্র পরামর্শ দেয় যে, বিছানার পাশে একটি বড় ড্রেসিং টেবিল বা পাশের টেবিল রাখা ভাল, যা সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। তবে শুয়ে থাকা অবস্থায় শরীরের কোনও অংশ যেন আয়নায় না দেখা যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।
আয়নায় প্রতিফলনঃ ঘরের বাইরে সুন্দর দৃশ্য থাকলে আয়নায় যেন সেই দৃশ্য প্রতিফলিত হয় তা নিশ্চিত করে আয়না স্থাপন করা শুভ। এটা বিশ্বাস করা হয় যে, এটি করলে ঘরে ইতিবাচক শক্তি আসে এবং ঘরে সুখও বৃদ্ধি পায়। একইভাবে ঘরে কোনও নেতিবাচক শক্তি থাকলে সেই বস্তুর সামনে একটি আয়না রাখতে হবে। এভাবে বলা হয় যে, আয়না সেই নেতিবাচক শক্তি শোষণ করে।
আয়নায় প্রতিফলনঃ ঘরের বাইরে সুন্দর দৃশ্য থাকলে আয়নায় যেন সেই দৃশ্য প্রতিফলিত হয় তা নিশ্চিত করে আয়না স্থাপন করা শুভ। এটা বিশ্বাস করা হয় যে, এটি করলে ঘরে ইতিবাচক শক্তি আসে এবং ঘরে সুখও বৃদ্ধি পায়। একইভাবে ঘরে কোনও নেতিবাচক শক্তি থাকলে সেই বস্তুর সামনে একটি আয়না রাখতে হবে। এভাবে বলা হয় যে, আয়না সেই নেতিবাচক শক্তি শোষণ করে।
আয়নার আকৃতি: বাস্তুশাস্ত্র অনুসারে, চারকোণা বা আয়তক্ষেত্রের মতো আয়না বেছে নেওয়া ভাল। এই আকারগুলি সৌভাগ্য নিয়ে আসে। বৃত্তাকার আয়না বা অন্যান্য আকৃতির আয়না কেনা এড়িয়ে চলুন।
আয়নার আকৃতি: বাস্তুশাস্ত্র অনুসারে, চারকোণা বা আয়তক্ষেত্রের মতো আয়না বেছে নেওয়া ভাল। এই আকারগুলি সৌভাগ্য নিয়ে আসে। বৃত্তাকার আয়না বা অন্যান্য আকৃতির আয়না কেনা এড়িয়ে চলুন।
মনে রাখবেন: আয়না নিয়মিত পরিষ্কার করা উচিত। বাড়ির উত্তর-পূর্ব বা উত্তর কোণে আয়না রাখা করা উচিত। এই দিকগুলি সমৃদ্ধি এবং ভাগ্যকে আকর্ষণ করে বলে বিশ্বাস করা হয়। এছাড়াও দক্ষিণ বা পশ্চিম দেয়ালে যে কোনো কারণে আয়না রাখা উচিত নয়। এতে সমস্যার সৃষ্টি হয়। আয়না শিশুদের বিভ্রান্ত করতে পারে। তাদের অধ্যয়নের টেবিলের পাশে আয়না রাখা উচিত নয়৷ কারণ, এটি তাদের একাগ্রতাকে ব্যাহত করতে পারে।
মনে রাখবেন: আয়না নিয়মিত পরিষ্কার করা উচিত। বাড়ির উত্তর-পূর্ব বা উত্তর কোণে আয়না রাখা করা উচিত। এই দিকগুলি সমৃদ্ধি এবং ভাগ্যকে আকর্ষণ করে বলে বিশ্বাস করা হয়। এছাড়াও দক্ষিণ বা পশ্চিম দেয়ালে যে কোনো কারণে আয়না রাখা উচিত নয়। এতে সমস্যার সৃষ্টি হয়। আয়না শিশুদের বিভ্রান্ত করতে পারে। তাদের অধ্যয়নের টেবিলের পাশে আয়না রাখা উচিত নয়৷ কারণ, এটি তাদের একাগ্রতাকে ব্যাহত করতে পারে।
বাড়ির প্রতিটি আয়না যেন চার বা পাঁচ ফুট উঁচুতে থাকে সেদিকে খেয়াল রাখুন। এই উচ্চতা শুভ বলে মনে করা হয়। স্বচ্ছ জানালা এবং দরজার সামনে আয়না রাখা উচিত নয়। শোবার ঘরে বা বাথরুমের চেয়ে ডাইনিং রুমে আয়না রাখা ভালো। যাতে পরিবার যখন খাবার টেবিলে খেতে বসে, তখন তা আয়নায় প্রতিফলিত হয় যা সুখ ও সমৃদ্ধি বাড়ায়।
বাড়ির প্রতিটি আয়না যেন চার বা পাঁচ ফুট উঁচুতে থাকে সেদিকে খেয়াল রাখুন। এই উচ্চতা শুভ বলে মনে করা হয়। স্বচ্ছ জানালা এবং দরজার সামনে আয়না রাখা উচিত নয়। শোবার ঘরে বা বাথরুমের চেয়ে ডাইনিং রুমে আয়না রাখা ভালো। যাতে পরিবার যখন খাবার টেবিলে খেতে বসে, তখন তা আয়নায় প্রতিফলিত হয় যা সুখ ও সমৃদ্ধি বাড়ায়।
 Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ নিশ্চিত করে না৷ জ্যোতিষ বিশারদের মন্তব্য তাঁর নিজস্ব৷ প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ নিশ্চিত করে না৷ জ্যোতিষ বিশারদের মন্তব্য তাঁর নিজস্ব৷ প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷