Worlds Tallest Man

Worlds Tallest Man:তিনি দোতলা বাড়ির সমান লম্বা, এক-একটা হাতের পাতা প্রায় ১১ ইঞ্চির, চিনে নিন বিশ্বের সবচেয়ে লম্বা মানুষটিকে

বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ তুর্কির এক ছোট্ট শহর মার্দিন-এর বাসিন্দা বছর ৩৯-এর সুলতান কোসেন। সুলতানের উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি অর্থাৎ ২৫১ সেন্টিমিটার। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ বিশ্বের সবথেকে লম্বা মানুষ হিসাবে তিনি নাম লিখিয়ে ফেলেছেন।
বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ তুর্কির এক ছোট্ট শহর মার্দিন-এর বাসিন্দা বছর ৩৯-এর সুলতান কোসেন। সুলতানের উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি অর্থাৎ ২৫১ সেন্টিমিটার। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ বিশ্বের সবথেকে লম্বা মানুষ হিসাবে তিনি নাম লিখিয়ে ফেলেছেন।
বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ তুর্কির এক ছোট্ট শহর মার্দিন-এর বাসিন্দা বছর ৩৯-এর সুলতান কোসেন। সুলতানের উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি অর্থাৎ ২৫১ সেন্টিমিটার। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ বিশ্বের সবথেকে লম্বা মানুষ হিসাবে তিনি নাম লিখিয়ে ফেলেছেন।
বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ তুর্কির এক ছোট্ট শহর মার্দিন-এর বাসিন্দা বছর ৩৯-এর সুলতান কোসেন। সুলতানের উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি অর্থাৎ ২৫১ সেন্টিমিটার। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ বিশ্বের সবথেকে লম্বা মানুষ হিসাবে তিনি নাম লিখিয়ে ফেলেছেন।
সুলতান বিশ্বরেকর্ডের অধিকারি হলেও তাঁর বিরম্বনার শেষ নেই। সাধারণ বাস-গাড়িতে যাতায়াত করতে পারেন না। কার-ও বাড়ি যেতে পারেন না। কারণ, সাধারণ মাপের দরজা দিয়ে তিনি ঢুকতে পারেন না।
সুলতান বিশ্বরেকর্ডের অধিকারি হলেও তাঁর বিরম্বনার শেষ নেই। সাধারণ বাস-গাড়িতে যাতায়াত করতে পারেন না। কার-ও বাড়ি যেতে পারেন না। কারণ, সাধারণ মাপের দরজা দিয়ে তিনি ঢুকতে পারেন না।
সাধারণ জামা-কাপড়-জুতো সুলতানের শরীরে আঁটে না। বিমানে যাতায়াত করতে গেলে তাঁকে কাটতে হয় ফার্স্ট ক্লাসের টিকিট।
সাধারণ জামা-কাপড়-জুতো সুলতানের শরীরে আঁটে না। বিমানে যাতায়াত করতে গেলে তাঁকে কাটতে হয় ফার্স্ট ক্লাসের টিকিট।
১৯৮২ সালে সুলতানের জন্ম। কী কারণে তিনি এতটা লম্বা? জানা যায়, তাঁর মস্তিষ্কের পিট্যুইটারি গ্ল্যান্ডে একটি ছোট্ট টিউমার রয়েছে। এই টিউমারের কারণেই তাঁর এহেন দৈত্যাকার আকৃতি।
১৯৮২ সালে সুলতানের জন্ম। কী কারণে তিনি এতটা লম্বা? জানা যায়, তাঁর মস্তিষ্কের পিট্যুইটারি গ্ল্যান্ডে একটি ছোট্ট টিউমার রয়েছে। এই টিউমারের কারণেই তাঁর এহেন দৈত্যাকার আকৃতি।
ক্রমবর্ধমান উচ্চতাকে আটকে রাখতে তিনি আমেরিকা-ও যান চিকিৎসা করাতে।
ক্রমবর্ধমান উচ্চতাকে আটকে রাখতে তিনি আমেরিকা-ও যান চিকিৎসা করাতে।
তবে, সুলতানের জীবনে কষ্ট-ও কিন্তু কম নয়! এহেন উচ্চতার জন্য ছোট থেকে কেউ তাঁর সঙ্গে বন্ধুত্ব করত না। খাটে ঘুমোলে পা বাইরে ঝুলে থাকত। ছোট থেকেই সহজে কোথাও যাতায়াত করতে পারতেন না, কারণ তিনি কোন-ও গাড়িতেই আঁটতেন না। তবে হার মানেননি সুলতান। পৃথিবীর ১২৮টা দেশ ঘুরে ফেলেছেন ইতিমধ্যেই।
তবে, সুলতানের জীবনে কষ্ট-ও কিন্তু কম নয়! এহেন উচ্চতার জন্য ছোট থেকে কেউ তাঁর সঙ্গে বন্ধুত্ব করত না। খাটে ঘুমোলে পা বাইরে ঝুলে থাকত। ছোট থেকেই সহজে কোথাও যাতায়াত করতে পারতেন না, কারণ তিনি কোন-ও গাড়িতেই আঁটতেন না। তবে হার মানেননি সুলতান। পৃথিবীর ১২৮টা দেশ ঘুরে ফেলেছেন ইতিমধ্যেই।
জীবনসঙ্গিনী খুঁজে পেতেও কম বেগ পেতে হয়নি সুলতানকে। উচ্চতার জন্য কেউ তাঁকে বিয়ে করতে চাইতেন না।
জীবনসঙ্গিনী খুঁজে পেতেও কম বেগ পেতে হয়নি সুলতানকে। উচ্চতার জন্য কেউ তাঁকে বিয়ে করতে চাইতেন না।
শেষমেশ যিনি সুলতানকে স্বামী হিসাবে বাছলেন, তিনি কেবল আরবি ভাষায় কথা বলতে পারেন। তুর্কি ভাষা না বোঝেন, না বলেন।
শেষমেশ যিনি সুলতানকে স্বামী হিসাবে বাছলেন, তিনি কেবল আরবি ভাষায় কথা বলতে পারেন। তুর্কি ভাষা না বোঝেন, না বলেন।