চলছে আষাঢ় মাস৷ বর্ষাঋতুর এই মাসেই পালিত হয় অম্বুবাচী, রথযাত্রা মতো উৎসব৷ বাংলা ক্যালেন্ডারের এই মাসের অমাবস্যাও অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

Ashada Amavasya Rituals 2024: আসছে আষাঢ় অমাবস্যা! কত ক্ষণ থাকবে এই তিথি? অর্থ ও সৌভাগ্য লাভে সন্ধ্যায় প্রদীপ জ্বালুন এই গাছের নীচে, ভুলেও পরবেন না এই জিনিস

চলছে আষাঢ় মাস৷ বর্ষাঋতুর এই মাসেই পালিত হয় অম্বুবাচী, রথযাত্রা মতো উৎসব৷ বাংলা ক্যালেন্ডারের এই মাসের অমাবস্যাও অত্যন্ত গুরুত্বপূর্ণ৷
চলছে আষাঢ় মাস৷ বর্ষাঋতুর এই মাসেই পালিত হয় অম্বুবাচী, রথযাত্রা মতো উৎসব৷ বাংলা ক্যালেন্ডারের এই মাসের অমাবস্যাও অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

 

এ বছর আষাঢ় অমাবস্যা পড়েছে ৫ জুলাই, শুক্রবার৷ সেদিন ভোর ৪.৫৭ মিনিটে শুরু হবে অমাবস্যা৷
এ বছর আষাঢ় অমাবস্যা পড়েছে ৫ জুলাই, শুক্রবার৷ সেদিন ভোর ৪.৫৭ মিনিটে শুরু হবে অমাবস্যা৷

 

অমাবস্যা তিথি থাকবে পরের দিন, শনিবার, ৬ জুলাই, ভোর ৪.২৬ মিনিট পর্যন্ত৷
অমাবস্যা তিথি থাকবে পরের দিন, শনিবার, ৬ জুলাই, ভোর ৪.২৬ মিনিট পর্যন্ত৷

 

সনাতনী মতে বিশ্বাসীদের কাছে আষাঢ় অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ ও পুণ্যদায়ী তিথি৷ এই দিনে বিশেষ কিছু রীতিনীতি পালনীয়৷
সনাতনী মতে বিশ্বাসীদের কাছে আষাঢ় অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ ও পুণ্যদায়ী তিথি৷ এই দিনে বিশেষ কিছু রীতিনীতি পালনীয়৷

 

বলা হয় এই আচার আচরণগুলি পালন করলে জীবনে ধনসম্পদ, শ্রী ও সৌভাগ্যের বর্ষণ কোনও দিন বন্ধ হয় না৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা৷
বলা হয় এই আচার আচরণগুলি পালন করলে জীবনে ধনসম্পদ, শ্রী ও সৌভাগ্যের বর্ষণ কোনও দিন বন্ধ হয় না৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা৷

 

এই তিথিতে খুব ভোরে ব্রহ্ম মুহূর্তে স্নান করুন পুণ্যনদীতে৷ যদি নদীতে সম্ভব না হয় তাহলে পুকুর বা অন্য জলাশয়েও স্নান করতে পারেন৷
এই তিথিতে খুব ভোরে ব্রহ্ম মুহূর্তে স্নান করুন পুণ্যনদীতে৷ যদি নদীতে সম্ভব না হয় তাহলে পুকুর বা অন্য জলাশয়েও স্নান করতে পারেন৷

 

স্নানের পর সূর্যদেবকে পুষ্পার্ঘ্য নিবেদন করুন৷ তার পর পিণ্ডদান করুন স্বর্গত পূর্বজদের প্রতি৷
স্নানের পর সূর্যদেবকে পুষ্পার্ঘ্য নিবেদন করুন৷ তার পর পিণ্ডদান করুন স্বর্গত পূর্বজদের প্রতি৷

 

এই তিথিতে যথাসম্ভব দানধ্যান করুন৷ তাহলে পুণ্যসঞ্চয়ের পথ সুগম হয়৷ নতুন বস্ত্র, অলঙ্কার এই তিথিতে পরবেন না৷ শুরু করবেন না কোনও শুভ কাজ৷
এই তিথিতে যথাসম্ভব দানধ্যান করুন৷ তাহলে পুণ্যসঞ্চয়ের পথ সুগম হয়৷ নতুন বস্ত্র, অলঙ্কার এই তিথিতে পরবেন না৷ শুরু করবেন না কোনও শুভ কাজ৷

 

অমাবস্যা তিথির উপবাস করলে সেটা ভঙ্গ করুন সাত্তিক আহারে৷ পালন করুন অমাবস্যার উপবাস সংক্রান্ত অন্যান্য রীতিনীতি৷
অমাবস্যা তিথির উপবাস করলে সেটা ভঙ্গ করুন সাত্তিক আহারে৷ পালন করুন অমাবস্যার উপবাস সংক্রান্ত অন্যান্য রীতিনীতি৷

 

এই তিথির সন্ধ্যায় অশ্বত্থগাছের নীচে সরষের তেলের প্রদীপ প্রজ্বলন করুন৷ পূর্বজদের স্মরণ করে অশ্বত্থগাছের চারদিকে ৭ বার প্রদক্ষিণ করুন৷
এই তিথির সন্ধ্যায় অশ্বত্থগাছের নীচে সরষের তেলের প্রদীপ প্রজ্বলন করুন৷ পূর্বজদের স্মরণ করে অশ্বত্থগাছের চারদিকে ৭ বার প্রদক্ষিণ করুন৷