কোচবিহারে ইতিমধ্যেই একাধিক নতুন নিয়ম চালু করা হয়েছিল টোটো গাড়িকে কেন্দ্র করে। এই সমস্ত নিয়মের কারণে বেশ অনেকটাই সুবিধা হয়েছে সাধারণ মানুষের।এবার অটো গাড়িকে কেন্দ্র করেও শুরু হল একাধিক বিশেষ নিয়ম। এই নিয়মগুলি শুরু হওয়ার ফলে বেশ অনেকটাই সুবিধা হবে অটল চলাচল করা যাত্রীদের এবং পথচারীদের। এছাড়াও যানজট অনেকটাই কমানো সম্ভব হবে বলে মনে করছেন জেলা প্রশাসনের আধিকারিকেরা।

ভাইরাল এই ‘টোটো’, কেন জানেন? টোটোর এমন পরিবর্তন ভাবতে পারবেন না!

একটি টোটো গাড়িকে রেনোভেট করে ফুডকার্ট বানিয়েছেন এক ব্যবসায়ী। যা রীতিমতো নজর কেড়েছে শহরবাসীর। এই ফুডকার্টে মিলছে লোভনীয় সব চাটের আইটেম, পুরোপুরি ভেজ। ‌পুরুলিয়ার সাহেব বাঁধের পাড়ে হরিপদ সাহিত্য মন্দিরের সামনেই দেখা মিলছে এই অভিনব ফুড ভ্যানের।