Rachana Banerjee: প্রথম বার লোকসভায়, সংসদে পা দিয়েই ‘শিক্ষক’ হিসেবে কাকে বাছলেন রচনা?

নয়াদিল্লি: এবারই প্রথম লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়৷ সাংসদ হিসেবে মঙ্গলবার শপথ নিয়েছেন তিনি৷ কিন্তু সংসদের জটিল নিয়মকানুন, খুঁটিনাটিও মন দিয়ে শিখতে চান রচনা৷ তাই শিক্ষক হিসেবে বেছে নিয়েছেন তৃণমূল সাংসদদের মধ্যে অভিজ্ঞতার দিক দিয়ে সবথেকে সিনিয়র সুদীপ বন্দ্যোপাধ্যায়কে৷

রচনা নিজেই জানিয়েছেন, লোকসভায় সাংসদ হিসেবে দায়িত্বপালন করতে গেলে কী কী নিয়মকানুন রয়েছে, সংসদে প্রশ্নই বা করতে হয় কীভাবে, এসব শেখানোর জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছেই আবদার করেছেন তিনি৷ আর এমন আগ্রহী ছাত্রী পেয়ে খুশি সুদীপও৷

রচনা যে তাঁর কাছে এই আবদার করেছেন, তা স্বীকার করে নিয়েছেন সুদীপ৷ তৃণমূলের লোকসভার দলনেতার কথায়, এই যে আগ্রহটা ওর মধ্যে রয়েছে, ‘ও প্রথম থেকে শেখার চেষ্টা করছে, এটা ভাল৷ যাঁদের মধ্যে এটা থাকে, তারা সফল হয়৷’

আরও পড়ুন: রেলে PNR-এর মানে কী? ফুল ফর্ম বলতে পারবেন না অধিকাংশ মানুষই

তবে সুদীপের অতীত অভিজ্ঞতা অবশ্য ভাল নয়৷ কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ নিজেই জানিয়েছেন, গতবার মিমি চক্রবর্তী, নুসরত জাহানরাও তাঁর কাছে সংসদের নিয়মাবলী শিখতে চেয়েছিলেন, কিন্তু তার পরে আর সেভাবে আগ্রহ দেখাননি তাঁরা৷ সুদীপের কথায়, ‘নুসরতও বলেছিল শিখবে, পরে আর আসেনি৷  রচনা সেটা করবে না৷ সংসদ তো মাত্র তিন মাস হয়, খুব বেশি হলে সারা বছরে হয়তো একশো দিন চলে৷ না আসার তো কিছু নেই৷’

হুগলির সাংসদ রচনার কথায়, ‘আমার একশো শতাংশ ইচ্ছে আছে কাজ করার, শেখার৷ হুগলি জেলা আমার উপরে ভরসা রেখেছে, আমার সেই ভরসার মর্যাদা রাখতে হবে৷ আমি নতুন এসেছি, একটাই লক্ষ্য কাজ করতে হবে৷’

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে রচনা বলেন, ‘আজকে দাদা যা বক্তব্য রাখলেন, সবাই মোহিত হয়ে গিয়েছে৷ ওনার যা অভিজ্ঞতা, সেটাই স্বাভাবিক৷ তাই আমি সুদীপদার কাছ থেকেই শিখতে চাই৷’