আলিপুরেও ইডি-র তল্লাশি৷

ED raid in Kolkata: হাজার হাজার কোটির তছরুপ, সকাল থেকে কলকাতায় ইডি-র অভিযান! তল্লাশি আলিপুর, সাউথ সিটিতে

কলকাতা: চিট ফান্ড কাণ্ডের তদন্তে ফের শহরে সকাল থেকে ইডি অভিযান৷ দক্ষিণ কলকাতার আলিপুর, সাউথ সিটি, লেকটাউন সহ শহরের একাধিক জায়গায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট৷ ব্যবসায়ী আনন্দ কোঠারির সংস্থার সঙ্গে যুক্ত আরও চার ব্যবসায়ী এবার ইডি স্ক্যানারে৷

প্রাইম পার্লস মামলায় কয়েকশো কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে এই সংস্থার বিরুদ্ধে৷ ইডি-র আগে সিবিআই-ও এই সংস্থার বিরুদ্ধে তদন্তে নেমেছিল৷

আরও পড়ুন: মহারাষ্ট্রেও চালু হল লক্ষ্মীর ভাণ্ডার মডেল! প্রতি মাসে কত টাকা পাবেন মহিলারা?

এ দিন সকাল থেকেই সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে অভিযানে বের হয় ইডি-র একাধিক দল৷ এর মধ্যে একটি দল যায় আলিপুরের এক ব্যবসায়ীর ফ্ল্যাটে৷ ২০২১ সালের এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়৷

অভিযোগ, বাজার থেকে নিয়ম বহির্ভূতভাবে কয়েক হাজার কোটি টাকা তোলে ওই সংস্থা৷ পঞ্জাব, হরিয়ানা, ভুবনেশ্বর, চণ্ডীগড় এবং দিল্লি থেকেও টাকা তোলা হয়৷ সেই মামলার তদন্তের সূত্রেই এ দিন কলকাতায় তল্লাশি অভিযান শুরু হয়৷