Tag Archives: Enforcement Directorate

ED raid in Kolkata: হাজার হাজার কোটির তছরুপ, সকাল থেকে কলকাতায় ইডি-র অভিযান! তল্লাশি আলিপুর, সাউথ সিটিতে

কলকাতা: চিট ফান্ড কাণ্ডের তদন্তে ফের শহরে সকাল থেকে ইডি অভিযান৷ দক্ষিণ কলকাতার আলিপুর, সাউথ সিটি, লেকটাউন সহ শহরের একাধিক জায়গায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট৷ ব্যবসায়ী আনন্দ কোঠারির সংস্থার সঙ্গে যুক্ত আরও চার ব্যবসায়ী এবার ইডি স্ক্যানারে৷

প্রাইম পার্লস মামলায় কয়েকশো কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে এই সংস্থার বিরুদ্ধে৷ ইডি-র আগে সিবিআই-ও এই সংস্থার বিরুদ্ধে তদন্তে নেমেছিল৷

আরও পড়ুন: মহারাষ্ট্রেও চালু হল লক্ষ্মীর ভাণ্ডার মডেল! প্রতি মাসে কত টাকা পাবেন মহিলারা?

এ দিন সকাল থেকেই সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে অভিযানে বের হয় ইডি-র একাধিক দল৷ এর মধ্যে একটি দল যায় আলিপুরের এক ব্যবসায়ীর ফ্ল্যাটে৷ ২০২১ সালের এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়৷

অভিযোগ, বাজার থেকে নিয়ম বহির্ভূতভাবে কয়েক হাজার কোটি টাকা তোলে ওই সংস্থা৷ পঞ্জাব, হরিয়ানা, ভুবনেশ্বর, চণ্ডীগড় এবং দিল্লি থেকেও টাকা তোলা হয়৷ সেই মামলার তদন্তের সূত্রেই এ দিন কলকাতায় তল্লাশি অভিযান শুরু হয়৷

ED Raids in Jharkhand: কোটি কোটি নগদ টাকা উদ্ধার ঝাড়খণ্ডের মন্ত্রীর পরিচারকের বাড়ি থেকে! ফাঁস গোপন চিঠি

ঝাড়খণ্ড: টানা ১২ ঘণ্টা ধরে ঝাড়খণ্ডের মন্ত্রীর পরিচারকের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা গুনল ইডি। ৬টি টাকা গোনার মেশিন আনা হয়েছিল। ইডি আধিকারিকরা জানিয়েছেন, মন্ত্রী আলমগীর আলমের গৃহ পরিচারিকার বাড়ি থেকে নগদ ৩৫.২৩ কোটি টাকা উদ্ধার হয়েছে। শুধু বিপুল নগদ নয়, ‘গোপনীয় চিঠি’-ও উদ্ধার হয়েছে।

মজার বিষয় হল, অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে যে চিঠি ঝাড়খণ্ড সরকারকে ইডি-ই পাঠিয়েছিল, সেই চিঠিরই একটি অনুলিপি অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয়েছে। ইডি-র এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, সরকারি চিঠিটি অত্যন্ত ‘সংবেদনশীল’ এবং ‘গোপনীয়’। রাজ্য সরকারের সংবেদনশীল নথি ফাঁস হওয়ার ইঙ্গিত রয়েছে।

ঠিক একবছর আগের ঘটনা। ২০২৩ সালের ৫ মে ঝাড়খণ্ড সরকারের মুখ্য সচিবকে চিঠি পাঠায় ইডি। পিএমএল অ্যাক্ট ২০২২-এর ধারা ৬৬(২)-এর আওতায় রুরাল ডেভেলপমেন্ট স্পেশাল জোন এবং পল্লী পূর্ত বিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কুমার রামের বিষয়ে তথ্য দেওয়া হয়। চিঠিয়ে ইডি রাজ্য সরকারকে বিভাগীয় ‘দুর্নীতি’ সম্পর্কে অবহিত করে এবং আইপিএসি এবং দুর্নীতি প্রতিরোধ আইনে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়।

আরও পড়ুন-  অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

ইডি অভিযানে অভিযুক্তের বাড়ি থেকেই সেই চিঠির একটি অনুলিপি উদ্ধার হয়েছে। এই ঘটনা থেকে ইডি মনে করছে, ঝড়খণ্ড সরকার অভিযুক্তকে সাহায্য করার জন্য চিঠিটা ফাঁস করে দিয়েছে। তাঁদের দাবি, এটা ‘ইচ্ছাকৃতভাবে; ফাঁস।

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

চিঠিতে ইডি জানিয়েছিল, “বীরেন্দ্র কুমার রাম এবং অন্যদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০০২-এর অধীনে তদন্ত চালানো হবে। দুর্নীতি দমন ব্যুরো, জামশেদপুর এবং চূড়ান্ত রিপোর্টে দুর্নীতি প্রতিরোধ (পিসি) আইন, ২০১৮-এর ধারা ৭(এ) -এর অধীনে ১৩ নভেম্বর ২০১৯ তারিখে এফআইআর নং ১৩/১৯-এর ভিত্তিতে বিষয়টি তদন্ত শুরু করা হয়েছিল। রিপোর্ট নং ০১/২০২০ তারিখ ১১ জানুয়ারি এসিবি জামশেদপুর জমা দিয়েছে।” ইডি আরও জানিয়েছে, পিএমএলএ তদন্তের সময়, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ৩০ জায়গায় তল্লাশি চালিয়ে যানবাহন, নগদ, গয়না এবং অন্যান্য অপরাধমূলক নথি উদ্ধার হয়েছিল। দুর্নীতি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এই সমস্ত সম্পত্তি অর্জন করেছেন বীরেন্দ্র কুমার রাম।

ED Raid in Jharkhand: ভোটের মাঝেই ঝাড়খণ্ডে উদ্ধার ‘নোটের পাহাড়’! কোন কাণ্ডে মন্ত্রী ঘনিষ্ঠের বাড়িতে ইডির তল্লাশি? এ নিয়ে কী-ই বা বললেন মোদি…

রাঁচী: ঝাড়খণ্ডে ইডি-র তল্লাশি৷ উদ্ধার কোটি কোটি টাকা৷ আর সেই টাকা উদ্ধারকে সাক্ষী করেই আরও একবার দুর্নীতি দমনে কেন্দ্রের বিজেপি সরকারের ভূমিকা নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সোমবার ঝাড়খণ্ডের গ্রামীণ উন্নয়নমন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারকের বাড়িতে তল্লাশি চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আধিকারিকেরা৷ তল্লাশিতে উদ্ধার হয় কমপক্ষে ২০ কোটি টাকা৷ তারপর থেকেই হিমন্ত সোরেন ও তাঁর দলের নেতৃত্বাধীন সরকারকে নিশানা করছেন বিজেপি রাজ্য তথা কেন্দ্রীয় নেতারা৷

এদিন ওড়িশার নবরঙ্গপুরে একটি প্রচারসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রচারসভায় বক্তৃতার সময় তাঁর মুখে উঠে আসে ঝাড়খণ্ডের টাকা উদ্ধার প্রসঙ্গ৷

আরও পড়ুন:‘মেয়েদের প্ল্যান করে অপমান করেছে,’ সন্দেশখালি নিয়ে ফের তোপ! NRC প্রসঙ্গেও মানুষের মতামত জানতে চাইলেন মমতা

মোদি বলেন, ‘‘আজ ঝাড়খণ্ড মে নোটো কা পাহাড়া মিল রাহা হ্যায়৷ মোদি ইস টেকিং অ্যাকশন এগেইস্ট কোরাপশন৷ (আজ ঝাড়খণ্ডে নোটের পাহাড় উদ্ধার হচ্ছে৷ দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মোদি৷)’’

ঝাড়খণ্ডের গোদার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ইডি রেইডের একটি ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘৩০ কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে, কাউন্টিং এখনও চলছে৷ আজ, ঝাড়খণ্ডের কোরাপশন কিং হিমন্ত সোরেনের সরকারের মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে বড় পদক্ষেপ করল ইডি৷’’

আরও পড়ুন: ‘মাত্র ২০০০ টাকায় বিক্রি করেছে…,’ সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে এবার বিস্ফোরক অভিষেক, যা বললেন

যদিও আলমগীর আলমের দাবি, তাঁর কাছে এ বিষয়ে কোনও সরকারি তথ্য নেই৷ তিনি টেলিভিশন দেখেই যা জেনেছেন৷ তবে সঞ্জীব লাল তাঁর প্রশাসন নিযুক্ত আপ্ত সহায়ক৷ তিনি জানান, সঞ্জীব লাল একজন সরকারি কর্মী, তাঁর আগে আরও দুই মন্ত্রীর সচিব ছিলেন তিনি৷

জানা গিয়েছে, বিভিন্ন গ্রামীণ উন্নয়নমূলক প্রকল্পে আর্থিক দুর্নীতি এবং লুটের অভিযোগে গত বছরের ফেব্রুয়ারিতেই এক সরকারি ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করে ইডি৷ সেই সূত্রেই এদিনের এই তল্লাশি৷

ED Raid: ওয়াশিং মেশিনে ধোয়া হচ্ছিল কোটি কোটি টাকা? চোখ কপালে ওঠার মতো ঘটনা…ইডি-র তল্লাশিতে ফাঁস সব কারসাজি

নয়াদিল্লি: কলকাতা, মুম্বই, হায়দরাবাদ এমনকি, হরিয়াণার কুরুক্ষেত্র পর্যন্ত৷ সারা দেশের বিভিন্ন জায়গায় একযোগে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি৷ এই দফা তল্লাশি মোট ২.৫৪ কোটি টাকা বাজেয়াপ্ত করেছেন আধিকারিকেরা৷ কিন্তু, তল্লাশি নয়, একটি বিশেষ কারণে এই খবর সংবাদ শিরোনামে এসেছে এই তল্লাশির খবর৷

একটি জায়গায় ওয়াশিং মেশিনের ভিতর থেকেই উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দিল্লি, হায়দরাবাদ, মুম্বই এবং কলকাতায় চালানো এই তল্লাশি অভিযানের তারিখ ও স্থান উল্লেখ করেনি৷

গ্যালাক্সি শিপিং, লজিস্টিক্স পিটিই লিমিটেড, হরাইজেন শিপিং ইত্যাদি সংস্থার প্রায় ১৮০০ কোটি টাকার ফরেন এক্সচেঞ্জ ট্র্যানস্যাকশন নিয়ে বিরাট গরমিলে খবর সামনে এসেছিল৷ সেই সংক্রান্ত বিষয়েই এই তল্লাশি চালানো হয়েছিল বলে সূত্রের খবর৷

আরও পড়ুন: নরেন্দ্র মোদি থেকে যোগী আদিত্যনাথ! জায়গা পেলেন কি দিলীপ ঘোষ? এবার প্রকাশ্যে বিজেপির তারকা প্রচারকের তালিকা

আরও পড়ুন: তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার ব্রিজ..বীভৎস ঘটনা আমেরিকায়! এখনও খোঁজ নেই ৬ নির্মাণকর্মীর, দেখুন সেই ভিডিও

সিঙ্গাপুরের সংস্থায় পণ্য পাঠানোর ভুয়ো হিসাব দেখিয়ে জালিয়াতি চলত বলে অভিযোগ। প্রতারণার কাজে মোট ৭টি সংস্থার যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এই সব সংস্থার উপরেই কড়া নজর রয়েছে ইডির। তল্লাশির সময় প্রচুর নথিপত্রের সঙ্গে অনেক ডিজিটাল ডিভাইস ও ২.৫৪ কোটি টাকা নগদ উদ্ধার হয়। খোঁজ মিলেছে ৪৭টি ব্যাঙ্ক অ্য়াকাউন্টেরও। ক্যাপ্রিকর্নিয়ান শিপিং অ্যান্ড লজিস্টিকস প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টরের দায়িত্বে রয়েছেন বিজয় কুমার শুক্লা এবং সঞ্জয় গোস্বামী। Capricornian Shipping & Logistics এর সহযোগী হিসাবে কাজ করা সংস্থা হিসাবে উঠে এসেছে আরও বেশ কয়েকটি সংস্থার নাম। সেই সংস্থাগুলির ডাইরেক্টরাও বর্তমানে রয়েছেন ইডি-র র‌্যাডারে।

Chandranath Sinha: মন্ত্রী চন্দ্রনাথের বাড়িতে মিলল নগদ ৪১ লক্ষ, বাজেয়াপ্ত করল ইডি! দাবি সূত্রের

কলকাতা: রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে ইডি সূত্রে দাবি করা হল৷ গতকালই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সূত্রে হানা দেয় ই়ডি-র একটি দল৷ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে শুক্রবার সকাল থেকে প্রায় ১৪ ঘণ্টা তল্লাশি চলে৷ ইডি সূত্রে দাবি, সেই তল্লাশিতেই ৪১ লক্ষ নগদ টাকা উদ্ধার হয়৷

ইডি সূত্রে দাবি, কেন এই বিপুল পরিমাণ টাকা তাঁর বাড়িতে ছিল সে বিষয়ে যথাযথ উত্তর দিতে পারেননি রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা৷ এর পরেই ওই টাকা বাডেয়াপ্ত করে ইডি৷ নগদ টাকা ছাড়াও মন্ত্রীর ফোন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও বাজেয়াপ্ত করেছেন ইডি আধিকারিকরা৷ যদিও কেন তাঁর বাড়িতে এত টাকা ছিল, তা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি চন্দ্রনাথ সিনহা৷

আরও পড়ুন: সাত সকালে তোলপাড় বঙ্গ-রাজনীতি! আচমকা মহুয়া মৈত্রের বাবার আবাসনে হানা দিল সিবিআই

গতকালই ইডি তল্লাশি শুরু হওয়ার পর মন্ত্রী চন্দ্রনাথ সিনহা দাবি করেছিলেন, কেন তাঁর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা তল্লাশিতে এসেছেন, তা তাঁর কাছে স্পষ্ট নয়৷ তবে তদন্তে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন চন্দ্রনাথ৷

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নগদ উদ্ধারের ঘটনা অবশ্য নতুন কিছু নয়৷ এর আগে ২০২২ সালে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করে ইডি৷

বিস্তারিত আসছে…

KCR Daughter Arrested: ভোটের মুখে ইডির হাতে গ্রেফতার তেলঙ্গানার নেতা, কেসিআর কন্যা কবিতা, আনা হচ্ছে দিল্লি

নয়াদিল্লি: দিল্লি মদ কেলেঙ্কারিতে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার তেলঙ্গানার ভারত রাষ্ট্রীয় সমিতির প্রধান কেসিআর-এর কন্যা কবিতা৷ সূত্রের খবর, তাঁকে গ্রেফতার করে আজই দিল্লিতে নিয়ে আসা হয়েছে৷ উল্লেখ্য, এই সময়েই হায়দরাবাদে একটি নির্বাচনে প্রচারে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর উল্টো দিকে, আগামিকাল, অর্থাৎ শনিবারই ঘোষণা করা হবে নির্বাচনের নির্ঘণ্ট৷ তার আগেই এই ঘটনা যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করছেন অনেকে৷

ইডি শুক্রবারই কবিতার বাড়িতে হানা দেয়৷ বাসভবনে তল্লাশি করা হয়৷ সেই সময়ে কবিতার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয় তাঁর স্বামী অনিল কুমারকেও৷ সূত্রের খবর, তাঁর বাড়িতে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়েই হাজির হয়েছিলেন ইডি অফিসারেরা৷

ইডির সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে মদের বিষয়ে বিশেষ যে নীতি তৈরি করা হয়েছিল, সেই বিষয়েই এই গ্রেফতারি৷ এর আগেও একাধিক বার কবিতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল ইডি৷ খবর মিলেছে, শুক্রবার কম করে ১০ ইডি অফিসার কবিতা ও তাঁর স্বামী অনিল কুমারের উপস্থিতিতে তল্লাশি চালান তাঁদের বাসভবনে৷ দিল্লি এক্সাইজ পলিসি – ২০২১-২২ -এর ক্ষেত্রে একটি দক্ষিণভারতীয় গোষ্ঠীর সঙ্গে কবিতার যোগ পাওয়ার অভিযোগ উঠেছে, যে খানে বলা হয়েছে, সেই গোষ্ঠী এই ক্ষেত্রে অনৈতিক ভাবে বড় একটি ভূমিকা গ্রহণের চেষ্টা চালাচ্ছিল৷

ED seizes TMC fund: ভোটের মুখে তৃণমূলের বড় ধাক্কা, তহবিল থেকে ১০ কোটি সাময়িক ভাবে বাজেয়াপ্ত করল ইডি

কলকাতা: অ্যালকেমিস্ট মামলার তদন্তে নেমে তৃণমূল কংগ্রেসের ১০ কোটি ২৯ লক্ষ টাকা সাময়িক ভাবে বাজেয়াপ্ত বা অ্যাটাচ করল ইডির দিল্লির জোনাল অফিস৷ এ দিন ইডির পক্ষ থেকে ট্যুইট করে এ কথা জানানো হয়েছে৷ তৃণমূলের তহবিল থেকে ডিমান্ড ড্রাফট আকারে ওই টাকা বাজেয়াপ্ত করেছে ইডি৷

কয়েকদিন আগেই এই অ্যালকেমিস্ট মামলাতেই দলের তৎকালীন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসকে তলব করেছিল ইডি৷ এই মামলায় দিন কয়েক আগে মুকুল রায়কেও জিজ্ঞাসাবাদ করে ইডি৷

আরও পড়ুন: সিএএ বিজ্ঞপ্তি জারি, ভোটের আগেই দেশ জুড়ে লাগু হল নাগরিকত্ব সংশোধনী আইন

অ্যালকেমিস্টের বিরুদ্ধে সাধারণ মানুষকে প্রতারণা করে ১৮০০ কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে৷ এই মামলায় অ্যালকেমিস্টের কর্ণধার এবং প্রাক্তন তৃণমূল সাংসদ কে ডি সিং-কে আগেই গ্রেফতার করেছে ইডি৷

তৃণমূলের তহবিল থেকে এই টাকা বাজেয়াপ্ত হওয়ার খবর সামনে আসতেই ইডি-র পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘অ্যালকেমিস্ট গ্রুপের মামলায় তোলামূল দলের ১০ কোটি ২৯ লক্ষ টাকা সাময়িক ভাবে বাজেয়াপ্ত করার ইডি-র পদক্ষেপকে আমি স্বাগত জানাই৷ তবে আমার মতে, একে হিমশৈলের চূড়াও বলা চলে না৷ এটা শুধুমাত্র একটি আইস কিউব৷ ঠিক মতো চেপে ধরলে এই অঙ্কটা আরও অন্তত দশ হাজার গুন বাড়বে৷’

Teacher Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রসন্ন রায়কে ৭ দিনের ইডি হেফাজত

কলকাতা: সকালে সিজিও কমপ্লেক্সের ইডির দফতরে ব্যবসায়ী প্রসন্ন রায়কে তলব করা হয়েছিল। তদন্তে অসহযোগিতা ও তথ্য গোপন-সহ একাধিক অভিযোগ ছিল প্রসন্ন রায়ের বিরুদ্ধে। এরপরই গ্রেফতার করা হয় ব্যবসায়ী প্রসন্ন রায়কে। আজ মঙ্গল বার প্রসন্ন রায়কে নগর দায়রা আদালতে পেশ করল ইডি।

এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ব্যবসায়ী প্রসন্ন রায়কে গ্রেফতার করেছিল সিবিআই। কিছুদিন আগে সুপ্রিমকোর্ট থেকে জামিনে ছাড়া পান তিনি।

আরও পড়ুন: রাজ্যে নতুন ৩ মেডিক্যাল কলেজ উদ্বোধন মমতার! প্রচুর সরকারি সাহায্য, সিউড়ি থেকে বিরাট ঘোষণা

মামলা চলাকালীন প্রসন্ন রায়ের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা বলেন, প্রসন্ন একজন ব্যবসায়ী এবং তিনি ইনকাম ট্যাক্স জমা দেন ৮ থেকে ১০ কোটি টাকা। প্রসন্নর ৫০ টিরও বেশি কোম্পানি আছে। ইডি যে টাকার কথা বলছে সেটার থেকেও একজনের ফান্ডামেন্টাল রাইট গুরুত্ত্বপূর্ণ। এবং জামিনের আবেদন করে তারা।

পরবর্তীতে জামিনের বিরোধিতা করে ইডির তরফে বলা হয়েছে, নবম দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলালায় গ্রেফতার প্রসন্ন। ইডির দাবি, ৯০ টি কোম্পানির হদিশ পাওয়া গিয়েছিল তার থেকে। যার ডিরেক্টর প্রসন্নর পরিবারের সদস‍্য।

অযোগ্য চাকরি প্রার্থীদের টাকা নিয়ে ভুয়ো অ‍্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছে। ইডির আরও দাবি, ১০০ কোটি টাকার বেশি দুর্নীতি প্রচুর সম্পতীর হদিশ পাওয়া গেছে যার রেজিস্ট্রশন করা হয়েছে বাজার দর থেকে অনেক কম দামে।

পাশাপাশি জানা গিয়েছে, ২০০টিরও বেশি ব্যাংক অ্যাকাউন্টসে প্রচুর টাকা জমা পড়েছে প্রচুর অর্থ লেনদেন হয়েছে। টাকা ব্যাবহার করা হয়েছে দুর্নীতির ক্ষেত্রে। মূলত প্রসন্ন এখানে মিডিলম্যান হিসাবে কাজ করত।পরবর্তীতে দু’পক্ষের সওয়াল জবাব শুনে সাত দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় নগর দায়রা আদালত। মামলার পরবর্তী শুনানি ২৮ শে ফেব্রুয়ারি।

ED Raid: শ্রমিকদের টাকা প্রতারণা মামলার তদন্ত, সকাল হতেই শহরের একাধিক জায়গায় ইডির হানা

রৌনক দত্ত চৌধুরী, কলকাতা: শ্রমিকদের টাকা প্রতারণা মামলায় তদন্তে নামল ইডি। শহর কলকাতার একাধিক জায়গায় সকাল হতেই হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।

ডেল্টা জুটমিলের শ্রমিকদের পিএফের প্রায় ২০ কোটি টাকা প্রতারণার অভিযোগকে সামনে রেখে তদন্তে নেমেছে ইডি। শহরের ৪বি কাউন্সিল হাউস স্ট্রিটের অফিস এবং মালিক সুনীল ঝুনঝুনওয়ালার বাড়িতে ইতিমধ্যেই পৌঁছেছে ইডি।

আরও পড়ুন-রাতের তাপমাত্রা অনেকটাই বাড়ল, আজ মেঘলা আকাশ, বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়? জেনে নিন

আগে এই জুট মিলের বিরুদ্ধে শ্রমিকদের কুড়ি কোটি টাকার আর্থিক প্রতারণার মামলা উঠেছিল বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। কর্তৃপক্ষের বিরুদ্ধে কোম্পানি আইনের ৪৪৭ ধারায় তদন্তকারী এসএফআইও আধিকারিকদের অভিযোগ দায়ের করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতির নির্দেশ ছিল পুলিশের এফআইআর-এর ভিত্তিতে বিষয়টির তদন্ত করবে ইডি।

আরও পড়ুন– বহু পরিচালককেই ফেলেছেন বিপাকে; কিংবদন্তি এই গায়কের মেজাজের কাছে তুচ্ছ রাজ কুমার কিংবা রাজেশ খান্নার মতো তারকারাও

এই কোম্পানির বিরুদ্ধে পিএফের টাকা চোট যাওয়ার অভিযোগ দায়ের করেছিলেন কোম্পানির শ্রমিকরা। প্রায় ২০ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ ছিল এই বিষয়কে সামনে রেখেই শুরু হয় তদন্ত। পরবর্তীতে বিচারপতির নির্দেশ মেনে তদন্তের হাল ধরল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ED investigation: একশো দিনের কাজে দুর্নীতি মামলায় তৎপর ইডি! এবার ডেপুটি মেজিস্ট্রেট সঞ্চয়ন পানকে তলব  

কলকাতা: একশো দিনের কাজে দুর্নীতি মামলায় এবার ডেপুটি মেজিস্ট্রেট সঞ্চয়ন পানকে তলব করল ইডি। আগামী সপ্তাহে তাঁকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। বিডিও থাকাকালীন তাঁর গোচরেই ১০০ দিনের কাজে লিস্ট তৈরি হত বলে অভিযোগ৷ কোটি কোটি টাকা কী করে গিয়েছিল এইসব ভুয়ো অ্যাকাউন্টে? সেই বিষয়টাই এখন জানতে চায় ইডি।

গত মঙ্গলবার সঞ্চয়ন পানের বাড়িতে ও সল্টলেকের ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল ইডি। ‘মনরেগা’র একশো দিনের কাজের প্রকল্পে দুর্নীতির তদন্তে এবার কোমর বেঁধে নেমেছে ইডি। শিক্ষক নিয়োগ, রেশন দুর্নীতি, পুরসভা দুর্নীতি মামলার পর এবার একশো দিনের কাজে দুর্নীতি মামলায় তৎপর ইডি।

ব্লক ডেভেলপমেন্ট অফিসার সঞ্চয়ন পানের সল্টলেকের ফ্ল্যাটে অভিযান চালায় ইডির আধিকারিকদের একটি দল। ইডি ও কেন্দ্রীয় বাহিনীর দল মিলে তল্লাশি করে। বিদ্যাসাগর সমবায় আবাসন সমিতি আবাসনে ইডির টিম অভিযান চালায়।

আরও পড়ুন:‘হুইলচেয়ারে করে এসেছিলেন ভোট দিতে…,’ আর হবেন না সাংসদ..মনমোহনের ভূয়সী প্রশংসায় মোদি

হুগলি ধনেখালিতে বিডিও থাকাকালীন একশো দিনের কাজের টাকা নয়ছয় হয়েছে কি না, তা খতিয়ে দেখতে ইডির অভিযান। সল্টলেকে দু’টো ফ্ল্যাটে ইডি ঢোকে। ইডি সূত্রে খবর, বেলডাঙা ২০১৯  সালে দু’টি এফআইআর হয় অক্টোবর ও নভেম্বর মাসে।

এর পাশাপাশি ধনেখালিতে একটি এফআইআর দায়ের করা হয়। সব মিলে একটি ইসিআইআর করে ইডি। অভিযোগ, ভুয়ো একাউন্ট খুলে যাঁরা ১০০ দিনের কাজ করেনি, তাঁদের অ্যাকাউন্টয়ে মনরেগা টাকা ঢুকেছে। এই স্ক্যাম বা দুর্নীতিতে ১০০ দিনের কাজে টাকা ফেক অ্যাকাউন্ট যাওয়ার পেছনে সরকারি অধিকারীকরা যুক্ত দাবি ইডির।

আরও পড়ুন: ‘হুইলচেয়ারে করে এসেছিলেন ভোট দিতে…,’ আর হবেন না সাংসদ..মনমোহনের ভূয়সী প্রশংসায় মোদি

যদিও তল্লাশি চলাকালীন ফ্ল্যাটে ছিলেন না সঞ্চয়ন পান। ইডির আধিকারিকেরা দীর্ঘ কয়েক ঘণ্টা তল্লাশি অভিযান করেন। প্রিন্টার-সহ বেশ কিছু নথি নিয়ে সেই ফ্ল্যাটে ঢোকেন ইডি-র আধিকারিকেরা। বর্তমানে সঞ্চয়নের ব্যাঙ্কিং নথি, ক’টা অ্যাকাউন্ট, লেনদেন খতিয়ে দেখছে ইডি। মুর্শিদাবাদ বহরমপুর , চুঁচুড়া, ঝাড়গ্রাম, সল্টলেকে দুটি ফ্ল্যাট সহ ৬ টি জায়গায় মনরেগা স্ক্যাম ১০০ দিনের কাজে দুর্নীতি নিয়ে তল্লাশি করে ইডি মঙ্গলবার। এবার তৎকালীন বিডিওর ভূমিকা নিয়ে জানতে চায় ইডি।

ARPITA HAZRA