বৃষ্টি বহাল রয়েছে উত্তরে।‌ উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা জলপাইগুড়ি , আলিপুরদুয়ার , কোচবিহার , দার্জিলিং , কালিম্পং , জলপাইগুড়িতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Kolkata Rain Alert: ভাসবে কলকাতা? তুমুল ভারী বৃষ্টি কোন কোন জেলায়? এল এই মুহূর্তের বড় আপডেট

সকাল থেকেই বৃষ্টি শুরু শহর কলকাতায়? বৃষ্টির আপডেট দিল আলিপুর। আবহাওয়া দফতর জানাচ্ছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভিজবে কলকাতা। দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যু‍‍ৎ-সহ বৃষ্টি। ৩০-৫০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা। বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, তা নিম্নচাপে পরিণত হয়েছে শুক্রবার। তার জেরেই সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টি বেড়েছে। শুক্রবার ও শনিবারের পর রবিতেও ভিজবে দক্ষিণবঙ্গ। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।