বাংলা থেকে সিকিম যাওয়ার পথে ধস নামায় বন্ধ করে দেওয়া হয়েছে ১০ নং জাতীয় সড়ক। যার জেরে বিপাকে পড়েছেন পর্যটকরা। প্রতীকী ছবি।

Sikkim Weather Forecast: রাতভর ভারী থেকে অতিভারী বৃষ্টি…! পাহাড়ে ফের ধস… ক্রমেই জটিল হচ্ছে আবহাওয়া

বন্যায় ব্যাপকভাবে বিধ্বস্ত সিকিম। একাধিক জায়গায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। পুনরুদ্ধারের কাজে হাত লাগিয়েছে সেনাবাহিনী।
বন্যায় ব্যাপকভাবে বিধ্বস্ত সিকিম। একাধিক জায়গায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। পুনরুদ্ধারের কাজে হাত লাগিয়েছে সেনাবাহিনী।
অবিরাম বৃষ্টির জেরে ফের ধস পাহাড়ে। কালিম্পংয়ের ২৯ মেইল ও গেইলখোলার মাঝে ধস। বন্ধ বাংলা-সিকিম লাইফ লাইন ১০ নং জাতীয় সড়ক।ঘুরপথে চলছে গাড়ি। শিলিগুড়ি-সেবক-ডুয়ার্স-লাভা-আলগাড়া-কালিম্পং এবং কালিম্পং থেকে মঙসঙ হয়ে রংপো-গ্যাংটক... আপাতত এটাই রুট।
অবিরাম বৃষ্টির জেরে ফের ধস পাহাড়ে। কালিম্পংয়ের ২৯ মেইল ও গেইলখোলার মাঝে ধস। বন্ধ বাংলা-সিকিম লাইফ লাইন ১০ নং জাতীয় সড়ক।ঘুরপথে চলছে গাড়ি। শিলিগুড়ি-সেবক-ডুয়ার্স-লাভা-আলগাড়া-কালিম্পং এবং কালিম্পং থেকে মঙসঙ হয়ে রংপো-গ্যাংটক… আপাতত এটাই রুট।
নতুন করে ধস ১০ নম্বর জাতীয় সড়কে। সেলফিধারায় জাতীয় সড়কের একাংশ তিস্তার গ্রাসে।
নতুন করে ধস ১০ নম্বর জাতীয় সড়কে। সেলফিধারায় জাতীয় সড়কের একাংশ তিস্তার গ্রাসে।
এর আগে প্রবল বৃষ্টিতে ধস নেমে দক্ষিণ সিকিমের ইয়ানগাংয়ের মাজুয়া বস্তির তিনজন মারা যান।
এর আগে প্রবল বৃষ্টিতে ধস নেমে দক্ষিণ সিকিমের ইয়ানগাংয়ের মাজুয়া বস্তির তিনজন মারা যান।
ভূমিধসের জেরে যেমন একাধিক রাস্তা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, তেমনই জলের স্রোতে বেশ কয়েকটি সেতু উড়ে গিয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল উত্তর সিকিমের সঙ্গে।
ভূমিধসের জেরে যেমন একাধিক রাস্তা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, তেমনই জলের স্রোতে বেশ কয়েকটি সেতু উড়ে গিয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল উত্তর সিকিমের সঙ্গে।
নতুন নির্মিত বেইলি ব্রিজ সেই যোগাযোগ নতুন করে স্থাপন করল। গ্যাংটকের ডিকচু-সংকলং রোডে এত কম সময়ে ৭০ ফুটের বেইলি ব্রিজ বানিয়ে দিয়ে নজির গড়লেন সেনা জওয়ানরা।
নতুন নির্মিত বেইলি ব্রিজ সেই যোগাযোগ নতুন করে স্থাপন করল। গ্যাংটকের ডিকচু-সংকলং রোডে এত কম সময়ে ৭০ ফুটের বেইলি ব্রিজ বানিয়ে দিয়ে নজির গড়লেন সেনা জওয়ানরা।