ভয়ঙ্কর দিল্লি

Delhi: ভয়ঙ্কর! ৪ শিশু সহ ১১ জনের ভয়াবহ মৃত্যু! দিল্লিতে কী এমন ঘটল? পরিস্থিতি আরও খারাপের সম্ভাবনা

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লি। আগামী চার দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে মৌসম ভবন। এখনও দিল্লির বহু এলাকা জলমগ্ন। গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ জনের। তাঁদের মধ্যে ছ’জনের মৃত্যু হয়ে বৃষ্টির জমা জলে ডুবে। মৃতদের মধ্যে কয়েক জন শিশুও রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লি। আগামী চার দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে মৌসম ভবন। এখনও দিল্লির বহু এলাকা জলমগ্ন। গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ জনের। তাঁদের মধ্যে ছ’জনের মৃত্যু হয়ে বৃষ্টির জমা জলে ডুবে। মৃতদের মধ্যে কয়েক জন শিশুও রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
শনিবারের বৃষ্টিতে নতুন করে প্লাবিত হয়েছে রোহিণী, বুরারি এবং মধ্য দিল্লির বহু এলাকা। সফদরজঙে শনিবার বৃষ্টি হয়েছে ৮.৯ মিলিমিটার। লোঢী রোডে বৃষ্টি হয়েছে ১২.৬ মিলিমিটার। রবিবার এবং সোমবারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শনিবারের বৃষ্টিতে নতুন করে প্লাবিত হয়েছে রোহিণী, বুরারি এবং মধ্য দিল্লির বহু এলাকা। সফদরজঙে শনিবার বৃষ্টি হয়েছে ৮.৯ মিলিমিটার। লোঢী রোডে বৃষ্টি হয়েছে ১২.৬ মিলিমিটার। রবিবার এবং সোমবারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শুধু তাই নয়, ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও জারি করেছে মৌসম ভবন। শুধু দিল্লিই নয়, উত্তর এবং মধ্য ভারতের রাজ্যগুলিতেও আগামী দিনে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে মৌসম ভবন।
শুধু তাই নয়, ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও জারি করেছে মৌসম ভবন। শুধু দিল্লিই নয়, উত্তর এবং মধ্য ভারতের রাজ্যগুলিতেও আগামী দিনে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে মৌসম ভবন।
হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ৩ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশের কিছু অংশে অতি ভারী বৃষ্টি হতে পারে।
হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ৩ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশের কিছু অংশে অতি ভারী বৃষ্টি হতে পারে।
৮৮ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে প্লাবিত দিল্লি। শুক্রবার দিনভর ভারী বৃষ্টিপাতের পর শনিবার ফের কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন। আগামী কয়েকদিন ঝড়বৃষ্টির হাত থেকে নিস্তার নেই রাজধানীবাসীর।
৮৮ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে প্লাবিত দিল্লি। শুক্রবার দিনভর ভারী বৃষ্টিপাতের পর শনিবার ফের কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন। আগামী কয়েকদিন ঝড়বৃষ্টির হাত থেকে নিস্তার নেই রাজধানীবাসীর।
বিগত ১০০ বছরে জুন মাসে দিল্লিতে এত বৃষ্টিপাত হয়নি। সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন দিল্লির জল দফতরের মন্ত্রী অতিশি। বিপর্যয় মোকাবিলা নিয়ে তিনি আলোচনা করেন লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার সঙ্গেও।
বিগত ১০০ বছরে জুন মাসে দিল্লিতে এত বৃষ্টিপাত হয়নি। সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন দিল্লির জল দফতরের মন্ত্রী অতিশি। বিপর্যয় মোকাবিলা নিয়ে তিনি আলোচনা করেন লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার সঙ্গেও।
জুন মাসের স্বাভাবিক বৃষ্টির চেয়ে তিন থেকে চার গুণ বেশি বৃষ্টি হয়েছে এক দিনেই। ফলে রাজধানীর রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। যান চলাচলও ব্যাহত হয়েছে বার বার।

জুন মাসের স্বাভাবিক বৃষ্টির চেয়ে তিন থেকে চার গুণ বেশি বৃষ্টি হয়েছে এক দিনেই। ফলে রাজধানীর রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। যান চলাচলও ব্যাহত হয়েছে বার বার।