বর্ষা, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, বঙ্গোপসাগর, ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে বর্ষা, ঝড় বৃষ্টির পূর্বাভাস, সাইক্লোনিক সার্কুলেশন, ঝড় বৃষ্টি বজ্রপাত, বাংলাদেশ, আবহাওয়া, বৃষ্টিপাতের সতর্কতা, তাপপ্রবাহ, হিট ওয়েভ, গরমকাল, গ্রীষ্মের ওয়েদার আপডেট, ওয়েদার আপডেট, ঝড় বৃষ্টির সতর্কতা, বিপরীত ঘূর্ণাবর্ত, পশ্চিমী ঝঞ্ঝা, বৃষ্টি, নিম্নচাপ, ঝড়-ঝঞ্ঝা, ঝড় বৃষ্টির সতর্কতা, ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স, আবহাওয়া, বাংলার আবহাওয়া, তাপপ্রবাহ, বৃষ্টিপাত, গরম, তাপমাত্রা, পারদ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত সতর্কতা, বৃষ্টির সতর্কতা, দমকা বাতাস, দক্ষিণবঙ্গের আবহাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সতর্কতা, বৃষ্টি, দিঘা আবহাওয়া, আরবসাগরে ঘূর্ণাবর্ত, ২০২৪ ওয়েদার আপডেট, বাংলার আবহাওয়া, আবহাওয়ার পূর্বাভাস, ঝড় বৃষ্টি, বাংলার আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের আবহাওয়া, উত্তরবঙ্গের আবহাওয়া, বাংলা খবর

IMD West Bengal Weather: সক্রিয় মৌসুমী অক্ষরেখা…! শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-বৃষ্টি সতর্কতা বাংলা জুড়ে! আকাশ পরিষ্কার হবে কবে? আপডেট আলিপুরের

বৃষ্টির মেগা অ্যালার্ট দেশজুড়ে। প্রায় সর্বত্রই বর্ষার অনুকূল পরিবেশ। হু হু করে ঢুকে পড়ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আর তারই জেরে গোটা দেশে এবার বৃষ্টির ইনিংস শুরু হয়ে গিয়েছে। বাংলাতেও শুরু মেঘ-বৃষ্টির খেলা।
বৃষ্টির মেগা অ্যালার্ট দেশজুড়ে। প্রায় সর্বত্রই বর্ষার অনুকূল পরিবেশ। হু হু করে ঢুকে পড়ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আর তারই জেরে গোটা দেশে এবার বৃষ্টির ইনিংস শুরু হয়ে গিয়েছে। বাংলাতেও শুরু মেঘ-বৃষ্টির খেলা।
জুনের শেষের মতো জুলাইয়ের শুরুতেও উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি। অন্যদিকে দক্ষিণবঙ্গে সোমবার ও মঙ্গলবার কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ। তবে মেঘলা আকাশ থাকবে। এমনটাই জানাচ্ছে আইএমডি।
জুনের শেষের মতো জুলাইয়ের শুরুতেও উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি। অন্যদিকে দক্ষিণবঙ্গে সোমবার ও মঙ্গলবার কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ। তবে মেঘলা আকাশ থাকবে। এমনটাই জানাচ্ছে আইএমডি।
কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা।
কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা।
পাশাপাশি সমুদ্র উত্তাল থাকবে আগামী কযেকদিন। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে উপকূল সংলগ্ন এলাকায়। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকছে আগামী মঙ্গলবার পর্যন্ত। বাংলার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।
পাশাপাশি সমুদ্র উত্তাল থাকবে আগামী কযেকদিন। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে উপকূল সংলগ্ন এলাকায়। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকছে আগামী মঙ্গলবার পর্যন্ত। বাংলার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।
অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টি চলবে। আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পঙে। পার্বত্য এলাকা-সহ উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে।
অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টি চলবে। আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পঙে। পার্বত্য এলাকা-সহ উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে।
এদিকে বর্ষামঙ্গল জম্মু-কাশ্মীর কভার করে রাজস্থানের শেষ প্রান্তে পৌঁছেছে। দু-তিন দিনের মধ্যেই গোটা দেশে মৌসুমি বায়ু ঢুকে পড়বে।
এদিকে বর্ষামঙ্গল জম্মু-কাশ্মীর কভার করে রাজস্থানের শেষ প্রান্তে পৌঁছেছে। দু-তিন দিনের মধ্যেই গোটা দেশে মৌসুমি বায়ু ঢুকে পড়বে।
মৌসুমী অক্ষরেখা জয়সলমির, চারু হিসার, কার্নাল, জলন্ধর, তাড়ানের উপর দিয়ে বিস্তৃত। আগামী দুই তিন দিনে মৌসুমী বায়ু পশ্চিম রাজস্থান, হরিয়ানা, চন্ডীগড়, পঞ্জাবের আরও কিছু অংশে পৌঁছে যাবে। সম্পূর্ণ দেশ কভার করবে মৌসুমী বায়ু।
মৌসুমী অক্ষরেখা জয়সলমির, চারু হিসার, কার্নাল, জলন্ধর, তাড়ানের উপর দিয়ে বিস্তৃত। আগামী দুই তিন দিনে মৌসুমী বায়ু পশ্চিম রাজস্থান, হরিয়ানা, চন্ডীগড়, পঞ্জাবের আরও কিছু অংশে পৌঁছে যাবে। সম্পূর্ণ দেশ কভার করবে মৌসুমী বায়ু।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা সংলগ্ন উপকূলে ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে নিম্নচাপ। ঘূর্ণাবর্ত রয়েছে গুজরাত, অসম, ঝাড়খণ্ড, হরিয়ানা এবং মধ্যপ্রদেশে। একটি অক্ষরেখা রয়েছে অসম থেকে ওড়িশা পর্যন্ত। আরও একটি অক্ষরেখা রয়েছে গুজরাত থেকে বিহার পর্যন্ত, যেটি মধ্যপ্রদেশের উপর দিয়ে এসেছে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা সংলগ্ন উপকূলে ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে নিম্নচাপ। ঘূর্ণাবর্ত রয়েছে গুজরাত, অসম, ঝাড়খণ্ড, হরিয়ানা এবং মধ্যপ্রদেশে। একটি অক্ষরেখা রয়েছে অসম থেকে ওড়িশা পর্যন্ত। আরও একটি অক্ষরেখা রয়েছে গুজরাত থেকে বিহার পর্যন্ত, যেটি মধ্যপ্রদেশের উপর দিয়ে এসেছে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবেই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে। আগামী কয়েক দিন একই রকম তাপমাত্রা থাকবে। সোমবার ও মঙ্গলবার মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টি হবে দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই।
আবহাওয়া দফতর জানাচ্ছে, সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবেই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে। আগামী কয়েক দিন একই রকম তাপমাত্রা থাকবে। সোমবার ও মঙ্গলবার মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টি হবে দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই।
দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ অব্যাহত থাকবে আগামী কয়েকদিন। কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির পরিমান কমছে দু'দিন। ভারী বৃষ্টি নয়; তবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ অব্যাহত থাকবে আগামী কয়েকদিন। কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির পরিমান কমছে দু’দিন। ভারী বৃষ্টি নয়; তবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের  জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিরও সম্ভাবনা।
স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের  জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিরও সম্ভাবনা।
বুধবার ও বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস।বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
বুধবার ও বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস।বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
দক্ষিণবঙ্গের সব জেলাতে ই ওয়াইড স্প্রেইড রেইন অর্থাৎ বেশিরভাগ জেলার বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।
দক্ষিণবঙ্গের সব জেলাতে ই ওয়াইড স্প্রেইড রেইন অর্থাৎ বেশিরভাগ জেলার বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে সপ্তাহ জুড়ে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও দমকা ঝোড়ো হওয়া বইতে পারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি বা দু-এক পশলা মাঝারি বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়।
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে সপ্তাহ জুড়ে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও দমকা ঝোড়ো হওয়া বইতে পারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি বা দু-এক পশলা মাঝারি বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়।
সোমবার পয়লা জুলাই অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলাতে।
সোমবার পয়লা জুলাই অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলাতে।
মঙ্গলবার দোসরা জুলাই দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায়।বুধবার তেসরা জুলাই অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিছুটা কমলেও জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে।
মঙ্গলবার দোসরা জুলাই দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায়।বুধবার তেসরা জুলাই অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিছুটা কমলেও জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে।
সোমবার সকালে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৮ থেকে ৯৬ শতাংশ।
সোমবার সকালে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৮ থেকে ৯৬ শতাংশ।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য। আগামী কয়েক দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা অরুনাচল প্রদেশে।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য। আগামী কয়েক দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা অরুনাচল প্রদেশে।
অরুণাচল প্রদেশ-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি অসম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম ও ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হবে কঙ্কন, গোয়া, মধ্যপ্রদেশ, গুজরাত, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থান এবং ওড়িশাতে।
অরুণাচল প্রদেশ-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি অসম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম ও ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হবে কঙ্কন, গোয়া, মধ্যপ্রদেশ, গুজরাত, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থান এবং ওড়িশাতে।