Card Payment: তারিখ পেরিয়ে গেলেও দিতে পারবেন কার্ডের বিল! অতিরিক্ত গাঁটের কড়ি খরচ হবে না, জানুন উপায়

রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া ৩০ জুনের সময়সীমা পেরিয়ে গিয়েছে। তবে ইউজাররা এখনও ক্রেড, ফোনপে-র মতো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল শোধ করতে পারবেন। এই ফিনটেক সংস্থাগুলি আইএমপিএস, এনইএফটি এবং ইউপিআই-এর মতো বিকল্প পদ্ধতি ব্যবহার করে অসম্মতি জানানো ব্যাঙ্কগুলির জন্য ক্রেডিট কার্ডের বিল পরিশোধের অনুমতি দিলেও পেটিএম দিচ্ছে না।
রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া ৩০ জুনের সময়সীমা পেরিয়ে গিয়েছে। তবে ইউজাররা এখনও ক্রেড, ফোনপে-র মতো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল শোধ করতে পারবেন। এই ফিনটেক সংস্থাগুলি আইএমপিএস, এনইএফটি এবং ইউপিআই-এর মতো বিকল্প পদ্ধতি ব্যবহার করে অসম্মতি জানানো ব্যাঙ্কগুলির জন্য ক্রেডিট কার্ডের বিল পরিশোধের অনুমতি দিলেও পেটিএম দিচ্ছে না।
রিজার্ভ ব্যাঙ্ক সেন্ট্রালাইজড পেমেন্ট সিস্টেম চালু করতে চাইছে। সে জন্য কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, ৩০ জুনের পর থেকে ভারত বিল পেমেন্ট সিস্টেম (বিবিপিএস)-এর মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল শোধ করতে হবে। কিন্তু এইচডিএফসি, অ্যাক্সিস ব্যাঙ্কের মতো একাধিক ব্যাঙ্ক ভারত বিল পেমেন্ট সিস্টেমের আওতায় আসেনি। তারা আইএমপিএস, এনইএফটি, ইউপিআই-এর মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল শোধ করছে। অন্য দিকে, এসবিআই, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের মতো কিছু ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা মেনে বিবিপিএস সক্রিয় করেছে।
রিজার্ভ ব্যাঙ্ক সেন্ট্রালাইজড পেমেন্ট সিস্টেম চালু করতে চাইছে। সে জন্য কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, ৩০ জুনের পর থেকে ভারত বিল পেমেন্ট সিস্টেম (বিবিপিএস)-এর মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল শোধ করতে হবে। কিন্তু এইচডিএফসি, অ্যাক্সিস ব্যাঙ্কের মতো একাধিক ব্যাঙ্ক ভারত বিল পেমেন্ট সিস্টেমের আওতায় আসেনি। তারা আইএমপিএস, এনইএফটি, ইউপিআই-এর মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল শোধ করছে। অন্য দিকে, এসবিআই, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের মতো কিছু ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা মেনে বিবিপিএস সক্রিয় করেছে।
দেশের বড় বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে কেন এইচডিএফসি, অ্যাক্সিস ব্যাঙ্ক বিবিপিএস সিস্টেম অ্যাক্টিভেট করেনি? এই বিষয়ে জানতে এই দুই ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে News18.com। কিন্তু কোনও উত্তর মেলেনি। ১ জুলাই অর্থাৎ সোমবার বিবিপিএস অ্যাক্টিভেট করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক। এই নিয়ে মোট ১২টি ব্যাঙ্ক ভারত বিল পেমেন্ট সিস্টেমের আওতায় এল বলে জানা গিয়েছে।
দেশের বড় বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে কেন এইচডিএফসি, অ্যাক্সিস ব্যাঙ্ক বিবিপিএস সিস্টেম অ্যাক্টিভেট করেনি? এই বিষয়ে জানতে এই দুই ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে News18.com। কিন্তু কোনও উত্তর মেলেনি। ১ জুলাই অর্থাৎ সোমবার বিবিপিএস অ্যাক্টিভেট করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক। এই নিয়ে মোট ১২টি ব্যাঙ্ক ভারত বিল পেমেন্ট সিস্টেমের আওতায় এল বলে জানা গিয়েছে।
ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রির এক কর্তা বলেন, “ঋণদাতাদের সবাই খুব দ্রুত এই সিস্টেমের আওতায় চলে আসবে”। বিবিপিএস অ্যাক্টিভেট করা ব্যাঙ্কগুলির মধ্যে রয়েছে এসবিআই কার্ড, বিওবি কার্ড, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক এবং কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক।
ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রির এক কর্তা বলেন, “ঋণদাতাদের সবাই খুব দ্রুত এই সিস্টেমের আওতায় চলে আসবে”। বিবিপিএস অ্যাক্টিভেট করা ব্যাঙ্কগুলির মধ্যে রয়েছে এসবিআই কার্ড, বিওবি কার্ড, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক এবং কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক।
ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রির ওই কর্তা বলেন, “৩০ জুনের পর গ্রাহকরা ক্রেডের মতো ফিনটেক প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল শোধ করতে পারবেন না, এই খবরের কোনও ভিত্তি নেই। ইউজাররা যে কোনও ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের বিল শোধ করতে পারবেন। কারণ এটা ব্যবসা। যে সব ব্যাঙ্ক বিবিপিএস অ্যাক্টিভেট করেনি, তারা আইএমপিএস, এনইএফটি, ইউপিআই-এর মতো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করছে। এতে কোনও অসুবিধা নেই”।
ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রির ওই কর্তা বলেন, “৩০ জুনের পর গ্রাহকরা ক্রেডের মতো ফিনটেক প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল শোধ করতে পারবেন না, এই খবরের কোনও ভিত্তি নেই। ইউজাররা যে কোনও ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের বিল শোধ করতে পারবেন। কারণ এটা ব্যবসা। যে সব ব্যাঙ্ক বিবিপিএস অ্যাক্টিভেট করেনি, তারা আইএমপিএস, এনইএফটি, ইউপিআই-এর মতো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করছে। এতে কোনও অসুবিধা নেই”।