রঘুনাথপুর পৌরসভা

Purulia News : পৌরসভার নির্দেশ মেনে দোকান তুলে নিচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা , কিন্তু তাতেও তৈরি হচ্ছে বিভ্রাট!

রঘুনাথপুর, পুরুলিয়া : রুটি রুজির তাগিদে বহু ব্যবসায়ী ফুটপাতে দোকান করে থাকেন। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুটপাত ঘিরে অবৈধ দোকান নিয়ে বিরাট বড় ঘোষণা করেছেন। আর তারপর থেকেই রাজ্যের সমস্ত জায়গায় দেখা যাচ্ছে অবৈধ দোকান উচ্ছেদ করতে। ‌ এতে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ব্যবসায়ীদের। তাই ব্যবসায়ীদের কথা চিন্তা করে রঘুনাথপুর পৌরসভা মাইকিং এর মাধ্যমে দোকান সরিয়ে নেওয়ার জন্য আবেদন করছে রাস্তার পাশে থাকা ব্যবসায়ীদের। মাইকিং করে রঘুনাথপুর পুরসভা কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার ঘোষণা করেছিল শনিবারের মধ্যে যারা রাস্তার দখল করে রয়েছেন সেই দোকানদারদেরকে উঠে যেতে হবে। সেই মোতাবেক পুরসভার রাস্তা দখল করে থাকা ব্যবসায়ীরা নিজেরাই উঠে যান।

তবে এখনও রঘুনাথপুরে বিভিন্ন অংশে জমি দখল করে ব্যবসা চালাচ্ছেন অনেকে। তাদেরজন্য সতর্ক বার্তা দেওয়া হয়।‌এ বিষয়ে রঘুনাথপুর পৌরসভার পুরপ্রধান তরণী বাউরী বলেন, আমরা শনিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলাম। অনেক দোকানদাররা উঠে গিয়েছেন। সোমবার থেকে আমরা বিধি মোতাবেক পদক্ষেপ নিচ্ছি। রাস্তা দখল করে ও নর্দমার ওপরে বসা চলবেনা।প্রসঙ্গত , পুর শহর রঘুনাথপুর তিন নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকার রাস্তা দখল করে দীর্ঘসময় ধরে ব্যবসা করে যাচ্ছেন প্রায় ৫০ জন ব্যবসায়ী , এবং এই দোকানগুলি ক্রমেই বাড়ছে বলে অভিযোগ।

আরও পড়ুন : এবার থেকে অনলাইনের মাধ্যমে পৌরকর প্রদান , নয়া ব্যবস্থাপনা পৌরসভার!

ফলে দখল হয়ে যাওয়ার রাস্তার পরিমাণ বাড়ছে। ফলে ওই এলাকার রাস্তা এতটাই সংকীর্ণ হয়ে যাচ্ছে যে অ্যাম্বলেন্স, দমকল কিছুতেই ঢুকতে পারছে না।তবে এই এলাকার দোকানদাররা বলছেন, পুনর্বাসন না দিয়ে এভাবে উচ্ছেদ ঠিক হচ্ছে না। এদিকে এই দোকান সরানোর নির্দেশ নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে ৫০ দোকানদারের মধ্যে।অনেকেরই দাবি, পুরসভা জানিয়েছে রাস্তা তৈরির কাজ হবে।

আরও পড়ুন : পুকুর ভরাট বন্ধ করতে হবে, কড়া হাতে ব্যবস্থা

তাই আপাতত দোকান সরিয়ে নিতে হবে। রাস্তার কাজ শেষ হলেই আবার এখানেই বসবেন তারা। তবে পুরপ্রধান তরণী বাউরি বলেন,এই ধরনের কোনও বিষয় ব্যবসায়ীদের জানানো হয়নি। তাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে রাস্তা দখল করে ব্যাবসা চলবেনা।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

আগামী দিনে এই সমস্যা রঘুনাথপুর পৌরসভা কত তাড়াতাড়ি মেটাতে পারে সেটাই এখন দেখার বিষয়।

শমিষ্ঠা ব্যানার্জি