জল বাড়ছে তোর্ষা নদীর

Cooch Behar Flood: ফুঁসছে জেলার পাশ দিয়ে বয়ে চলা তোর্ষা! বন্যার সিঁদুরে মেঘ দেখছে স্থানীয়রা

কোচবিহার: প্রবল বৃষ্টিতে জেলার সমস্ত নদীর জলস্তর একলাফে বৃদ্ধি পেয়েছে বেশ অনেকটাই। ফলে অসুবিধায় পড়ছেন বহু নদী তীরবর্তী মানুষ। জেলা কোচবিহারের সদর শহরের পাশ দিয়েই বয়ে গিয়েছে তোর্ষা নদী। নদীর জল ঢুকে পড়েছে বেশ কিছু এলাকায়। রাতের ঘুম উড়েছে এই মানুষগুলির।

তোর্ষা পাড়ের এক বাসিন্দা হোসেন মিঁয়া জানান,বর্তমান সময়ে নওয়া-খাওয়া ভুলে চিন্তায় থাকতে হচ্ছে। যেকোনও মুহূর্তে নদীর জল আরও বেড়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। এবার যদি বসত ভিটে ছেড়ে থাকতে হয়। তবে সেটা আরও কষ্টকর হবে। ইতিমধ্যেই নদীর জল বাড়ির রানাঘরে ঢুকে পড়ার কারণে রান্না বন্ধ হয়েছে বাড়িতে।

আরও পড়ুন:যেদিকে দেখুন সেখান থেকেই এবার টাকা বেরোবে, বাস্তু মেনে কয়েকটা বদল মালামাল হওয়া আটকাবে কে

জেলা সেচ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে,”ইতিমধ্যেই নদী তীরবর্তী মানুষকে সচেতন করা হয়েছে জল বেড়ে যাওয়াকে কেন্দ্র করে। প্রত্যেকটি নদীর জলস্তরের ওপর কড়া নজর রাখা হচ্ছে। বিপর্যয় মোকাবিলা দলকে তৈরি রাখা হয়েছে। যেকোনও রকম পরিস্থিতির জন্য।” তবে এই পরিস্থিতি চলতে থাকলে নদী তীরবর্তী সাধারণ মানুষের ভোগান্তি আরও অনেকটাই বাড়বে বলে আশঙ্কা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Sarthak Pandit