দিলীপ ঘোষের বৈঠক ঘিরে বিতর্ক

Dilip Ghosh: শুভেন্দু অধিকারীর খাসতালুকে দিলীপ ঘোষ! যা করলেন, উসকে গেল সেই ‘লড়াই’

তমলুক: পূর্ব মেদিনীপুরে দিলীপ ঘোষ। তমলুকে বুধবার নিজের ঘনিষ্ঠদের নিয়ে বৈঠক করেন তিনি। যা নিয়ে শুভেন্দু অধিকারীর জেলায় বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এল।

লোকসভা ভোটে হারার পর থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছেন দিলীপ ঘোষ। নিজের ঘনিষ্ঠ বিজেপি কর্মীদের সঙ্গে দেখা এবং বৈঠকও করছেন তিনি।
বুধবার দিঘা থেকে তমলুকে আসেন দিলীপবাবু। তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের একটি গেস্ট হাউসে ওঠেন তিনি। পূর্ব মেদিনীপুর জেলায় তাঁর ঘনিষ্ঠ কয়েকজন বিজেপি কার্যকর্তাকে নিয়ে বৈঠকও করেন।

আরও পড়ুন: হাথরসে কেন শুরু হল হুড়োহুড়ি? সামনে এল ভয়ঙ্কর ‘সত্য’! গোপনও করা হচ্ছিল ‘প্রমাণ’

তবে এই বৈঠকে উপস্থিত ছিলেন না তমলুক সাংগঠনিক জেলার সভাপতি কিংবা দলের কোনও বিধায়ক বা নব নির্বাচিত সাংসদরা। বৈঠকে দেখা যায়নি শুভেন্দু ঘনিষ্ঠ কোনও বিজেপি নেতাকেই। সূত্রের খবর, এটি ছিল দিলীপ ঘোষের নিজস্ব কর্মসূচি। দলের কর্মসূচি নয়। সংবাদ মাধ্যমের সামনেও কোনও মন্তব্য করেননি দিলীপ ঘোষ।

তবে দিলীপ ঘোষ মন্তব্য করতে না চাইলেও তাঁর এই জেলা সফর নিয়ে বিজেপির আভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে বলে রাজনৈতিক মহলের দাবি। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলও।