ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে পুলিশ৷

Bandel Shootout: ভরসন্ধ্যায় ব্যান্ডেলে শ্যুটআউট, গুলি করে খুন কলকাতা পুরসভার কর্মী! কারণ ঘিরে রহস্য

সোমনাথ ঘোষ, ব্যান্ডেল: ভরসন্ধ্যায় হুগলির ব্যান্ডেলে শ্যুটআউট৷ গুলি করে খুন করা হল কলকাতা পুরসভার এক কর্মীকে৷ মৃতের নাম লাল বাবু গোয়ালা(৪৮)৷ জানা গিয়েছে, বুধবার সন্ধে সাতটা নাগাদ এই ঘটনা ঘটে৷ রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রাই পুলিশে খবর দেন৷ গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷

ভরসন্ধ্যায় ব্যান্ডেল স্টেশনের কাছে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়৷ ঘটনার তদন্তে নেমেছে চুঁচুড়া থানার পুলিশ৷ ঘটনাস্থলে যান চন্দননগরের পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জাভালগি সহ উচ্চপদস্থ আধিকারিকরা৷

আরও পড়ুন: অন্তরালে থেকেই প্রথম বার মুখ খুললেন ভোলে বাবা! বিপর্যয়ের দায় চাপালেন কার উপরে?

স্থানীয় সূত্রে খবর, ব্যান্ডেল স্টেশনের কাছে নিউ কাজিডাঙ্গা এলাকায় এলাকায় থাকতেন কলকাতা পুরসভার ওই কর্মী৷ এ দিন সন্ধ্যায় প্রতিদিনের মতোই ব্যান্ডেল স্টেশনে ট্রেন থেকে নেমে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি৷ কুলিপাড়ার কাছে তাঁকে গুলি করা হয়৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সন্ধেবেলা বৃষ্টি শুরু হওয়ায় পাড়ার ভিতরের রাস্তা ফাঁকাই ছিল৷ হঠাৎই ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় একটি কোচিং সেন্টারের পড়ুয়ারা৷ এর পরই বিষয়টি জানাজানি হয়৷

কেন ওই ব্যক্তিকে গুলি করে খুন করা হল, তা এখনও স্পষ্ট নয়৷ এ বিষয়ে নিহতের পরিবারের সদস্যদের প্রতিক্রিয়াও পাওয়া যায়নি৷ নিহত ব্যক্তির কোনও রাজনৈতিক যোগ নেই বলেই জানতে পেরেছে পুলিশ৷ ব্যক্তিগত কোনও আক্রোশ থেকে তাঁকে গুলি করা হল কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷ পাশাপশি, আততায়ীরা কোন পথ দিয়ে কীভাবে পালিয়ে গেল, তাও চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ৷