অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট

Anant Ambani Radhika Merchant Wedding: সামনে এল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের সঙ্গীতের আমন্ত্রণপত্রের ঝলক

মুম্বইঃ আগামী ১২ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি আর রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট বীরেন মার্চেন্ট ও শৈলা মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট। মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসতে চলেছে অনন্ত-রাধিকার বিয়ের আসর।

গত বুধবার ইনস্টাগ্রামে আম্বানি ফ্যান পেজের তরফে অনন্ত-রাধিকার বিয়ের সঙ্গীত অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রের ঝলক শেয়ার করা হয়েছে। ওই অনুষ্ঠানে উষ্ণতার সঙ্গে সকল অতিথিকে স্বাগত জানাচ্ছে আম্বানি পরিবার। আর সঙ্গীতের আমন্ত্রণ পত্রে রয়েছে আম্বানি পরিবারের তরফ থেকে একটা খুব সুন্দর নোট।

 

View this post on Instagram

 

A post shared by Ambani Family (@ambani_update)

অনন্ত-রাধিকার বিবাহের সঙ্গীত অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘সেলিব্রেশন অফ হার্টস’। অর্থাৎ হৃদয়ের উদযাপন। আর অনুষ্ঠানটিকে ব্যাখ্যা করা হয়েছে ‘আ নাইট অফ সং, ডান্স অ্যান্ড ওয়ান্ডার’ হিসেবে। যার অর্থ হল ‘গান, নাচ এবং বিস্ময়ের একটা রাত’।

মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (এনএমএসিসি) গ্র্যান্ড থিয়েটারে আগামী ৫ জুলাই এই অনুষ্ঠান উদযাপন হতে চলেছে। সন্ধ্যা ৭টা নাগাদ শুরু হবে সেই অনুষ্ঠান। আর ওই রাতের জন্য ড্রেস কোড থাকতে চলেছে ‘ইন্ডিয়ান রিগ্যাল গ্ল্যাম’।

বিয়ের অনুষ্ঠান শুরু হবে আগামী ১২ জুলাই। সেদিনের প্রথম ইভেন্ট হল ‘শুভ বিবাহ’ বা শুভ বিয়ের অনুষ্ঠান। এর জন্য ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান ট্র্যাডিশনাল’। ১৩ জুলাই অনুষ্ঠিত হবে ‘শুভ আশীর্বাদ’। এর জন্য ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান ফর্ম্যাল’। আগামী ১৪ জুলাই উদযাপিত হবে ‘মঙ্গল উৎসব’ বা ওয়েডিং রিসেপশন। ওই অনুষ্ঠানের ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান শিক’। এই সমস্ত অনুষ্ঠান হতে চলেছে বিকেসি-র জিও ওয়ার্ল্ড সেন্টারে।