Tag Archives: Nita Mukesh Ambani Cultural Centre

Nita Mukesh Ambani Cultural Centre: নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার-এ গুরু পূর্ণিমা উদযাপন! সঙ্গীত-নৃত্যে প্রাণ পেল অনুষ্ঠান

ভারতের অন্যতম সাংস্কৃতিক মঞ্চ ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এ সম্প্রতি শুরু হল গুরুপূর্ণিমা উদযাপন। বার্ষিক অনুষ্ঠান 'পরম্পরা'র প্রথম সপ্তাহান্তে সেরা শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্য শিল্পীদের কিছু দর্শনীয় পারফরম্যান্স দেখা গেল।
ভারতের অন্যতম সাংস্কৃতিক মঞ্চ ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এ সম্প্রতি শুরু হল গুরুপূর্ণিমা উদযাপন। বার্ষিক অনুষ্ঠান ‘পরম্পরা’র প্রথম সপ্তাহান্তে সেরা শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্য শিল্পীদের কিছু দর্শনীয় পারফরম্যান্স দেখা গেল।
'পরম্পরা'-র দ্বিতীয় দিন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের অপূর্ব সৌন্দর্য চাক্ষুষ করার সুযোগ মিলল। বিখ্যাত নৃত্যশিল্পী রতিকান্ত মহাপাত্র তাঁর পিতা ওডিসি কিংবদন্তি গুরু কেলুচরণ মহাপাত্রকে অত্যাশ্চর্য শ্রদ্ধা নিবেদন করেন।
‘পরম্পরা’-র দ্বিতীয় দিন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের অপূর্ব সৌন্দর্য চাক্ষুষ করার সুযোগ মিলল। বিখ্যাত নৃত্যশিল্পী রতিকান্ত মহাপাত্র তাঁর পিতা ওডিসি কিংবদন্তি গুরু কেলুচরণ মহাপাত্রকে অত্যাশ্চর্য শ্রদ্ধা নিবেদন করেন।
শুধু তাই নয়। বিখ্যাত ভরতনাট্যম শিল্পী রমা বৈদ্যনাথনও পারফর্ম করেন সেই মঞ্চে। ২০১৩ সালে তিনি কেরালা সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার পেয়েছিলেন। ২০১৭ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পান।
শুধু তাই নয়। বিখ্যাত ভরতনাট্যম শিল্পী রমা বৈদ্যনাথনও পারফর্ম করেন সেই মঞ্চে। ২০১৩ সালে তিনি কেরালা সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার পেয়েছিলেন। ২০১৭ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পান।
চলচ্চিত্র, সঙ্গীত, নৃত্য, নাটক, সাহিত্য, লোকজীবন, বিজ্ঞানচর্চা এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে উদযাপন করার লক্ষ্যে তৈরি করা হয় 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'।
চলচ্চিত্র, সঙ্গীত, নৃত্য, নাটক, সাহিত্য, লোকজীবন, বিজ্ঞানচর্চা এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে উদযাপন করার লক্ষ্যে তৈরি করা হয় ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’।
গুরু পূর্ণিমা উদযাপনের মাধ্যমে সেই পথেই আরও এক ধাপ এগিয়ে যাওয়া। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রাধান্য দিয়েই প্রাণ পেল আয়োজন।
গুরু পূর্ণিমা উদযাপনের মাধ্যমে সেই পথেই আরও এক ধাপ এগিয়ে যাওয়া। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রাধান্য দিয়েই প্রাণ পেল আয়োজন।

Anant Ambani Radhika Merchant Wedding: সামনে এল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের সঙ্গীতের আমন্ত্রণপত্রের ঝলক

মুম্বইঃ আগামী ১২ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি আর রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট বীরেন মার্চেন্ট ও শৈলা মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট। মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসতে চলেছে অনন্ত-রাধিকার বিয়ের আসর।

গত বুধবার ইনস্টাগ্রামে আম্বানি ফ্যান পেজের তরফে অনন্ত-রাধিকার বিয়ের সঙ্গীত অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রের ঝলক শেয়ার করা হয়েছে। ওই অনুষ্ঠানে উষ্ণতার সঙ্গে সকল অতিথিকে স্বাগত জানাচ্ছে আম্বানি পরিবার। আর সঙ্গীতের আমন্ত্রণ পত্রে রয়েছে আম্বানি পরিবারের তরফ থেকে একটা খুব সুন্দর নোট।

 

View this post on Instagram

 

A post shared by Ambani Family (@ambani_update)

অনন্ত-রাধিকার বিবাহের সঙ্গীত অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘সেলিব্রেশন অফ হার্টস’। অর্থাৎ হৃদয়ের উদযাপন। আর অনুষ্ঠানটিকে ব্যাখ্যা করা হয়েছে ‘আ নাইট অফ সং, ডান্স অ্যান্ড ওয়ান্ডার’ হিসেবে। যার অর্থ হল ‘গান, নাচ এবং বিস্ময়ের একটা রাত’।

মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (এনএমএসিসি) গ্র্যান্ড থিয়েটারে আগামী ৫ জুলাই এই অনুষ্ঠান উদযাপন হতে চলেছে। সন্ধ্যা ৭টা নাগাদ শুরু হবে সেই অনুষ্ঠান। আর ওই রাতের জন্য ড্রেস কোড থাকতে চলেছে ‘ইন্ডিয়ান রিগ্যাল গ্ল্যাম’।

বিয়ের অনুষ্ঠান শুরু হবে আগামী ১২ জুলাই। সেদিনের প্রথম ইভেন্ট হল ‘শুভ বিবাহ’ বা শুভ বিয়ের অনুষ্ঠান। এর জন্য ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান ট্র্যাডিশনাল’। ১৩ জুলাই অনুষ্ঠিত হবে ‘শুভ আশীর্বাদ’। এর জন্য ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান ফর্ম্যাল’। আগামী ১৪ জুলাই উদযাপিত হবে ‘মঙ্গল উৎসব’ বা ওয়েডিং রিসেপশন। ওই অনুষ্ঠানের ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান শিক’। এই সমস্ত অনুষ্ঠান হতে চলেছে বিকেসি-র জিও ওয়ার্ল্ড সেন্টারে।

Gigi Hadid-Varun Dhawan: বরুণের আচরণে বিরক্ত জিজি? মডেলের পোস্ট উধাও! ‘অনুমতি ছাড়া চুম্বন’ বিতর্ক তুঙ্গে

মুম্বই: স্ত্রীর সামনে আন্তর্জাতিক তারকাকে কোলে তুলে গালে চুম্বন। বরুণ ধওয়ানের এই আচরণ মেনে নিতে পারছেন না নেটিজেনরা। চারদিক তোলপাড় বলি তারকা বরুণ ধওয়ান ও হলি তারকা জিজি হাদিদকে নিয়ে। কেবল তা-ই নয়, অভিযোগ উঠছে, চুম্বন করার আগে অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করেননি অভিনেতা। শোরগোল চলছে চারদিক।

ঘটনাস্থল, নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান (NMACC)। ভারতীয় শিল্পকলা সংরক্ষণ ও প্রচারের লক্ষ্যে দেশের প্রথম কালচারাল সেন্টার NMACC উদ্বোধন করেছে রিলায়েন্স। সেখানেই শনিবার উপস্থিত বলিউডের তারকারা। প্রথম সারির বলি তারকাদের সমাবেশে এমনকি আন্তর্জাতিক তারকাদেরও ভিড়। আর সেই মঞ্চেই এই বিতর্কের সূত্রপাত।

আরও পড়ুন: NMACC উদ্বোধনে চাঁদের হাট, সাজপোশাকে নজর কাড়লেন বলি তারকারা! দেখুন ছবি

আরও পড়ুন: ‘নাটু নাটু’-তে NMACC মঞ্চে আগুন দুই নারীর, আলিয়া-রশ্মিকার যুগলবন্দির ভিডিও দেখুন

জিজি হাদিদ ছাড়াও NMACC-তে উপস্থিত ছিলেন হলি তারকা টম হল্যান্ড, জেন্ডায়া, পেনেলপি ক্রুজ, নিক জোনাস প্রমুখ। জিজি ভারতে এসে এই দেশের মতোই সেজেছিলেন। সোনালি শাড়ি পরে লাস্যময়ী দেখাচ্ছিল তাঁকে। বরুণ তাঁর পারফর্ম্যান্সের সময়ে হঠাৎই জিজিকে মঞ্চে আমন্ত্রণ করেন। এবং কোলে তুলে নিয়ে নাচ করে গালে চুম্বন করেন।

গিগির ইনস্টাগ্রাম স্টোরি
গিগির ইনস্টাগ্রাম স্টোরি

তার পরেই নেটপাড়ায় তুলকালাম। স্ত্রী নাতাশা দালাল দর্শকাসনে বসে ছিলেন, তা সত্ত্বেও কেন বরুণ এই কাণ্ড করলেন বলে প্রশ্ন জাগছে চারদিকে। এ ছাড়া অনেকের দাবি, জিজির অনুমতি ছাড়াই তাঁর গালে চুম্বন করেছেন বরুণ।

এই ঘটনার পর বরুণ ট্যুইটারে নেটিজেনদের তোপ দেগে জানান, গোটা ঘটনাটিই ছিল পরিকল্পনামাফিক। অন্যদিকে জিজি ইনস্টাগ্রামে সেই ভিডিওর স্টোরি দিয়েছি লিখেছিলেন, ‘বরুণ আমার বলিউডের স্বপ্ন সত্যি করল।’ সেই স্টোরিটি বরুণও শেয়ার করেছিলেন।

Gigi Hadid takes the story down
by u/cockybomber in BollyBlindsNGossip

হঠাৎ ‘রেডিট’ প্ল্যাটফর্ম নানা নেটিজেনরা দাবি তুললেন, জিজি নাকি সেই ভিডিওটি মুছে দিয়েছেন। এখন প্রশ্ন, আদৌ জিজি সেই স্টোরি ডিলিট করেছেন নাকি ২৪ ঘণ্টা পরে আপনাআপনিই সেই স্টোরিটি মুছে গিয়েছে। কিন্তু নেটিজেনদের দাবি, ২৪ ঘণ্টা পেরোনোর আগেই সেই স্টোরিটি উধাও। তবে কি বরুণের আচরণে বিরক্ত হয়েছেন জিজি? বরুণের প্রতি রাগ যেন আরও বেড়ে গিয়েছে এই ঘটনার পরেই।