হাউজবোট রাত্রিবাস।

Houseboat Stay in West Bengal: কেরল, কাশ্মীর নয়…! কলকাতার কাছেই হাউসবোটে রাত্রিবাস! রোম্যান্সে ভরপুর এই ট্রিপের খরচ মধ্যবিত্তের নাগালেই

*হাউসবোটে জলে ভেসে রাত কাটানোর সুযোগ নিতে আর যেতে হবে না কাশ্মীর বা কেরলে। পর্যটকদের কথা মাথায় রেখে বাংলাতেই বিশেষ পর্যটনকেন্দ্রের ব্যবস্থা করেছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন।
*হাউসবোটে জলে ভেসে রাত কাটানোর সুযোগ নিতে আর যেতে হবে না কাশ্মীর বা কেরলে। পর্যটকদের কথা মাথায় রেখে বাংলাতেই বিশেষ পর্যটনকেন্দ্রের ব্যবস্থা করেছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন।
*ভাবছেন কোথায় রয়েছে এমন ঠিকানা! কলকাতার একেবারেই কাছে হাউসবোটে থাকা-খাওয়া-সহ নানা বিনোদনের ব্যবস্থা রয়েছে মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টিতে। যেটি রয়েছে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকার জহরকুঞ্জে।
*ভাবছেন কোথায় রয়েছে এমন ঠিকানা! কলকাতার একেবারেই কাছে হাউসবোটে থাকা-খাওয়া-সহ নানা বিনোদনের ব্যবস্থা রয়েছে মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টিতে। যেটি রয়েছে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকার জহরকুঞ্জে।
*তবে মন চাইলে পৌঁছে গেলেই কিন্তু মিলবে না হাউসবোটে রুম, কারণ সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে এখানে। তাই আগে থেকে রুম ফাঁকা আছে কিনা তা দেখে, বুক করে তবেই যেতে হয়। এই বুকিং করতে হবে অনলাইনে। https://wbtdcl.wbtourismgov.in/home এই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দেখে বুকিং করতে পারেন।
*তবে মন চাইলে পৌঁছে গেলেই কিন্তু মিলবে না হাউসবোটে রুম, কারণ সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে এখানে। তাই আগে থেকে রুম ফাঁকা আছে কিনা তা দেখে, বুক করে তবেই যেতে হয়। এই বুকিং করতে হবে অনলাইনে। https://wbtdcl.wbtourismgov.in/home এই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দেখে বুকিং করতে পারেন।
*ব্যস্ত জীবন থেকে বেশ কয়েকদিনের জন্য সময় বার করে, মোটা অঙ্কের টাকা খরচ করে ভিন রাজ্যে না গিয়েও, সামান্য কিছু টাকা ব্যয়ে এই মনোরম পরিবেশে প্রিয়জনকে সঙ্গে নিয়ে জলে ভেসে রাত্রিযাপন হয়ে থাকবে আপনার কাছে স্মরণীয়।
*ব্যস্ত জীবন থেকে বেশ কয়েকদিনের জন্য সময় বার করে, মোটা অঙ্কের টাকা খরচ করে ভিন রাজ্যে না গিয়েও, সামান্য কিছু টাকা ব্যয়ে এই মনোরম পরিবেশে প্রিয়জনকে সঙ্গে নিয়ে জলে ভেসে রাত্রিযাপন হয়ে থাকবে আপনার কাছে স্মরণীয়।
*গঙ্গার বুকে ভেসে নানারকম মনপসন্দ খাওয়া দাওয়ার সঙ্গে সূর্যাস্তর মুহূর্ত আপনা সময়কে মায়াবী করে তুলবে। জানালার বাইরে উঁকি দিলেই দেখা যাবে শুধু জল আর জল।
*গঙ্গার বুকে ভেসে নানারকম মনপসন্দ খাওয়া দাওয়ার সঙ্গে সূর্যাস্তর মুহূর্ত আপনা সময়কে মায়াবী করে তুলবে। জানালার বাইরে উঁকি দিলেই দেখা যাবে শুধু জল আর জল।
*ফোন করে বুকিংয়ের জন্য ডায়াল করতে হবে +91-9874026921 নম্বরে। থাকা, খাওয়া এবং বিনোদনের ব্যবস্থা নিয়ে খরচ-খরচা রয়েছে একদম নাগালের মধ্যে। হাউসবোটের রুমে প্রবেশ করলেই রীতিমতো মন ছুঁয়ে যাবে পর্যটকদের।
*ফোন করে বুকিংয়ের জন্য ডায়াল করতে হবে +91-9874026921 নম্বরে। থাকা, খাওয়া এবং বিনোদনের ব্যবস্থা নিয়ে খরচ-খরচা রয়েছে একদম নাগালের মধ্যে। হাউসবোটের রুমে প্রবেশ করলেই রীতিমতো মন ছুঁয়ে যাবে পর্যটকদের।
*হাউসবোটে এসি ডাবল বেডরুমে এক রাত থাকার খরচ ৪ হাজার টাকার মতো। খাবারের খরচ অবশ্য আপনার পেট পুজোর বহর অনুযায়ী যুক্ত হবে। তাই ডায়েট চার্ট সরিয়ে রেখে, একটা দিন জমিয়ে হাউসবোটে বসে খাওয়ার আনন্দ আর কেই বা হাতছাড়া করে!
*হাউসবোটে এসি ডাবল বেডরুমে এক রাত থাকার খরচ ৪ হাজার টাকার মতো। খাবারের খরচ অবশ্য আপনার পেট পুজোর বহর অনুযায়ী যুক্ত হবে। তাই ডায়েট চার্ট সরিয়ে রেখে, একটা দিন জমিয়ে হাউসবোটে বসে খাওয়ার আনন্দ আর কেই বা হাতছাড়া করে!
*ভাবছেন কীভাবে পৌঁছবেন? ট্রেনে, বাসে বা নিজস্ব গাড়িতে ব্যারাকপুর স্টেশনে পৌঁছে যেতে হবে প্রথমেই। ট্রেনে বা বাসে গেলে সেখান থেকে টোটো করেও পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে।
*ভাবছেন কীভাবে পৌঁছবেন? ট্রেনে, বাসে বা নিজস্ব গাড়িতে ব্যারাকপুর স্টেশনে পৌঁছে যেতে হবে প্রথমেই। ট্রেনে বা বাসে গেলে সেখান থেকে টোটো করেও পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে।
*হাউসবোটে রাত্রি বাসের পাশাপাশি ঘুরে দেখতে পারেন দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি অন্নপূর্ণা মন্দির, ভুতুড়ে কুঠি, মঙ্গলপান্ডে পার্ক, গান্ধীঘাট-সহ ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকা। হাউসবোটে থেকে উঁকি দিলেও দেখা যাবে ব্রিটিশ আমলে তৈরী গ্যারিসন চার্চ। তাই আর অপেক্ষা না করে, প্ল্যানিং করে ফেলুন হাউসবোটে রাত্রিবাসের।
*হাউসবোটে রাত্রি বাসের পাশাপাশি ঘুরে দেখতে পারেন দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি অন্নপূর্ণা মন্দির, ভুতুড়ে কুঠি, মঙ্গলপান্ডে পার্ক, গান্ধীঘাট-সহ ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকা। হাউসবোটে থেকে উঁকি দিলেও দেখা যাবে ব্রিটিশ আমলে তৈরী গ্যারিসন চার্চ। তাই আর অপেক্ষা না করে, প্ল্যানিং করে ফেলুন হাউসবোটে রাত্রিবাসের।