ভয়ঙ্কর এক বিচ

Horror: ভারতের এই বিচে রাতে যায় না কেউ, গেলেও নাকি ফেরে না! কী আছে এখানে? কোথায় এই বিচ? চমকে যাবেন শুনে

ভারতে ভূতুড়ে জায়গা হিসাবে ভানগড় দুর্গ বা কুলধারা গ্রামের নাম করেন অনেকেই। কিন্তু এদেশে এক ভূতুড়ে সমুদ্রসৈকতও রয়েছে, তা জানেন কি? যেখানে সূর্য ডুবলে আজও কেউ ধারেকাছে ঘেঁষে না ওই সৈকতের।
ভারতে ভূতুড়ে জায়গা হিসাবে ভানগড় দুর্গ বা কুলধারা গ্রামের নাম করেন অনেকেই। কিন্তু এদেশে এক ভূতুড়ে সমুদ্রসৈকতও রয়েছে, তা জানেন কি? যেখানে সূর্য ডুবলে আজও কেউ ধারেকাছে ঘেঁষে না ওই সৈকতের।
এই সৈকতটি নিয়ে নানা গল্পও রয়েছে। গুজরাতের সুরাতের অন্যতম অভিজাত সমুদ্র সৈকত ডুমাস বিচ। এই সৈকত নিয়ে নানা লোকে নানা কথা বলে থাকে।
এই সৈকতটি নিয়ে নানা গল্পও রয়েছে। গুজরাতের সুরাতের অন্যতম অভিজাত সমুদ্র সৈকত ডুমাস বিচ। এই সৈকত নিয়ে নানা লোকে নানা কথা বলে থাকে।
আরব সাগর বরাবর ডুমাস সৈকতের অবস্থান। অনেকে বলে থাকেন রাতের অন্ধকার নামার পর ভৌতিক কার্যকলাপ অনুভব করেছেন।
আরব সাগর বরাবর ডুমাস সৈকতের অবস্থান। অনেকে বলে থাকেন রাতের অন্ধকার নামার পর ভৌতিক কার্যকলাপ অনুভব করেছেন।
বহু পর্যটকরাও জানান, রাতের অন্ধকারে যেন রূপই বদলে ফেলে এই সাগরতট। যদিও সেই কাহিনীর বিশ্বাসযোগ্যতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।
বহু পর্যটকরাও জানান, রাতের অন্ধকারে যেন রূপই বদলে ফেলে এই সাগরতট। যদিও সেই কাহিনীর বিশ্বাসযোগ্যতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।
কথিত আছে, গুজরাটের এই সমুদ্র সৈকতে আগে নাকি মানুষ পোড়ানো হত। সেই শক্তির প্রভাব পড়ে এই ডুমাস বিচে, এমনটাই বলা হয়ে থাকে। তবে মাঝে মাঝেই রাতে বিচে হাঁটতে গেলে অনেকে ভিন্ন অনুভূতিও করে বলে জানা যায়।
কথিত আছে, গুজরাটের এই সমুদ্র সৈকতে আগে নাকি মানুষ পোড়ানো হত। সেই শক্তির প্রভাব পড়ে এই ডুমাস বিচে, এমনটাই বলা হয়ে থাকে। তবে মাঝে মাঝেই রাতে বিচে হাঁটতে গেলে অনেকে ভিন্ন অনুভূতিও করে বলে জানা যায়।
সাদা পোশাকে ভূতদেরও দেখা গেছে বলে দাবি স্থানীয়দের। আবার কেউ কেউ একটি গোলাকার বস্তুকে ছুটে যেতে দেখেছেন। মানুষের হাসি, কান্নার শব্দ ভেসে আসে বিভিন্ন দিক থেকে। এছাড়াও এমন নানা ভৌতিক কাণ্ড হয় যা উপলব্ধি করা যায়, লিখে প্রকাশ করা যায়না।
সাদা পোশাকে ভূতদেরও দেখা গেছে বলে দাবি স্থানীয়দের। আবার কেউ কেউ একটি গোলাকার বস্তুকে ছুটে যেতে দেখেছেন। মানুষের হাসি, কান্নার শব্দ ভেসে আসে বিভিন্ন দিক থেকে। এছাড়াও এমন নানা ভৌতিক কাণ্ড হয় যা উপলব্ধি করা যায়, লিখে প্রকাশ করা যায়না।
ডুমাস বিচে সূর্যাস্তের পর আর তাই কেউ যেতে চায় না। সেই ভয়েই রাতে কেউ থাকতেও চায় না সেখানে। যদিও ভয়ঙ্কর তেমন কোনও ছবি বা ভিডিও কিছু প্রকাশ্যে আসেনি কখনও। ভারতের ভুতূড়ে জায়গাগুলির মধ্যে এই বিচের নাম উঠে আসে।
ডুমাস বিচে সূর্যাস্তের পর আর তাই কেউ যেতে চায় না। সেই ভয়েই রাতে কেউ থাকতেও চায় না সেখানে। যদিও ভয়ঙ্কর তেমন কোনও ছবি বা ভিডিও কিছু প্রকাশ্যে আসেনি কখনও। ভারতের ভুতূড়ে জায়গাগুলির মধ্যে এই বিচের নাম উঠে আসে।