স্কুল চত্বরে জল পার হচ্ছে পড়ুয়ারা

Malda News: চারিদিকে জল,মাঝে দ্বীপের মত দাঁড়িয়ে এই স্কুল! নাজেহাল পড়ুয়া থেকে শিক্ষকরা

মালদহ: জল থৈ থৈ চারিদিক। মাঝে স্কুল ভবন। স্কুলের চারিপাশে প্রায় হাঁটু জল। আর একটু হলেই জল ঢুকে পড়বে ক্লাস রুমে। গত কয়েকদিনের বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে প্রাথমিক স্কুল চত্বর। খুদে পড়ুয়াদের নিয়ে চরম সমস্যায় পড়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলে জল জমে থাকায় উপস্থিতির হার কমতে শুরু করেছে। এমনই অবস্থা পুরাতন মালদহের বালাসাহাপুর প্রাথমিক স্কুলে।

স্থানীয় বাসিন্দা আরতি স্বর্ণকার বলেন, বৃষ্টি হলেই জল জমছে স্কুলে। ছাত্র-ছাত্রীরা স্কুল যেতে পারছে না। নিকাশি ব্যবস্থা না থাকায় এই সমস্যা। এই স্কুলে পড়ুয়া সংখ্যা প্রায় ২০০ জন। স্কুলে পরিকাঠামো কোন সমস্যা নেই। তবে গত দুই বছর ধরে বৃষ্টি হলেই বর্ষার মরশুমে জল জমে যাচ্ছে স্কুল চত্বরে।

আরও পড়ুন:নীরবতায় মুখর প্রেম, ফেসবুকের পরিচয় পেরিয়ে বিয়ের পিঁড়িতে মূক ও বধির জুটি

স্কুলের সহ-শিক্ষক অরুব্রত সরকার বলেন, গত দুই বছর ধরে স্কুলে জল জমছে। ছাত্রছাত্রীরা জল পার হয় স্কুলে আসছে। আমরা আতঙ্কে রয়েছি যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভি‌যোগ,যে জায়গা দিয়ে স্কুলের জল নিকাশ হত সেই জায়গাটিও কেউ বা কারা ভরাট করে দিয়েছে। তার জেরে স্কুলে জমে থাকছে জল।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

হরষিত সিংহ