Tag Archives: Malda News

Bomb Blast: ভয়ঙ্কর জোড়ালো বোমা বিস্ফোরণ, তল্লাশিতে যা বেরিয়ে এল…! বিরাট আতঙ্ক এলাকায়

মালদহ: মালদহের কালিয়াচকে জোড়ালো বিস্ফোরণ। কালিয়াচক থানার মডেল এলাকায় আচমকা বিস্ফোরণ। শৌচকার্যের জন্য ব্যবহৃত পরিত্যক্ত ট্যাঙ্কে ফাটল বোমা। বিকেল নাগাদ মজুত রাখা বোমায় বিস্ফোরণের ঘটনা ঘটে। দীর্ঘদিনের পুরনো শৌচকার্যের ব্যবহৃত ট্যাঙ্কে দুইটি প্লাস্টিক জারে বোমা মজুত ছিল বলে স্থানীয় সূত্রের খবর। এরই মধ্যে একটি জারে আচমকা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আচমকা বিস্ফোরণের আওয়াজ পান স্থানীয়রা। তারপরই তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে।

বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কালিয়াচকের এসডিপিও ফয়সাল রেজা এবং কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরী। ঘটনাস্থলে যায় কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী। যে এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে তার ঠিক পাশেই মাটির মধ্যে আরও  একটি জারে পুঁতে রাখা আরও  বেশকিছু বোমার হদিশ মেলে।

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

জানা গিয়েছে, যে পরিত্যক্ত ট্যাঙ্কটিতে বোমা মজুত রাখা হয়েছিল তা স্থানীয় বাসিন্দা ফারুক শেখের। ভিন্ন রাজ্যে শ্রমিক সরবরাহে মুন্সী হিসেবে কাজ করেন ফারুক। বাড়িতে মা-বোন সহ মহিলারাই থাকেন। তবে দীর্ঘদিন ধরেই ওই ট্যাঙ্ক শৌচকার্যের জন্য ব্যবহৃত হয় না। কেউ বা কারা অপরাধমূলক কাজকর্মের উদ্দেশ্যে বোমা মজুত করে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের।তবে কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে আসায় তদন্ত প্রক্রিয়ায় সমস্যা দেখা যায়। তড়িঘড়ি এলাকায় আলোর বন্দোবস্ত করে পুলিশ। ঘটনাস্থল লাল ফিতে দিয়ে কর্ডন করে রাখা হয়। এলাকায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী।

আরও পড়ুন-  অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

সন্ধ্যার পর ঘটনাস্থলে পৌঁছয় বোম ডিসপোজাল স্কোয়াড। ঘটনাস্থল খতিয়ে দেখেন তাঁরা। তবে, রাত হয়ে যাওয়ায় এদিন বোমা নিষ্ক্রিয় করার কাজ হয়নি। তাছাড়া, মাটির গভীরে অন্য একটি জারে কতগুলি বোমা রয়েছে তা এখনও  নিশ্চিত নয়।স্থানীয় বাসিন্দাদের একাংশের ধারণা, অনেকদিন আগেই ওই এলাকায় বোমা মজুত করা হয়ে থাকতে পারে। তবে কে বা কারা এই ঘটনার পেছনে রয়েছে তা খতিয়ে দেখার দাবি করেছেন স্থানীয়রা।শনিবার সকালে ফের এলাকায় যাবে বোম ডিসপোজাল স্কোয়াড। বাকি বোমাগুলি উদ্ধার করার কাজ হবে। পাশাপাশি উদ্ধার হওয়া বোমাগুলিকে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করবে বোম স্কোয়াড।

Bangla News: ভয়ঙ্কর! মালদহে পরপর ১১ জনের মৃত্যু! আরও মৃত্যুর আশঙ্কা, জেলাজুড়ে হাড়হিম ঘটনা

মালদহ: ভয়ঙ্কর ঘটনা ঘটল মালদহে। মালদহে বজ্রপাতে মৃত্যু ঘটেছে ১১ জনের। পৃথক পৃথক ঘটনায় এ পর্যন্ত ১১ জনের মৃত্যু। বৃহস্পতিবার দুপুরে আচমকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামে মালদহে। পুরাতন মালদহের সাহাপুরে একইসঙ্গে তিন জনের মৃত্যু হয়েছে। আম বাগানে আম কুড়ানো ও পাহাড়ার কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয় ওই তিন জনের। মৃতদের নাম চন্দন সাহানি(৪০), রাজ মৃধা(১৬) ও মনোজিৎ মণ্ডল(২১)। মৃতদের মধ্যে তিন নাবালক, দুই যুবক ও এক প্রৌঢ়াও রয়েছেন। মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন জেলাশাসক নীতিন সিংহানিয়া।

অন্যদিকে গাজোলের আদিনাতে আম বাগানে বজ্রপাতে মৃত একাদশ শ্রেণির ছাত্র অসিত সাহা (১৯)। ঝড়ের সময় আমবাগানে আম কুড়াতে গিয়ে বিপত্তি। আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া পরিবারে।

আরও পড়ুন: এবার কি হারছে বিজেপি? বাংলাতেই বা কত আসন পাবে? ভোটের মাঝেই বিস্ফোরণ প্রশান্ত কিশোরের

এদিকে, হরিশচন্দ্রপুর ১ নং ব্লকের কুরশাডাঙা গ্ৰামে চাষের কাজ করতে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মৃতের নাম, নয়ন রায় (২৩), প্রিয়াঙ্কা রায় (২০)। মালদহজুড়ে পুরাতন মালদহে ৩ জন, হরিশ্চন্দ্রপুরে ২ জন, মানিকচকে ২ জন আর রতুয়া, গাজোল ও ইংরেজবাজারে অন্তত একজন করে মৃত্যু। মৃতদের পাশাপাশি আহতদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে বলে খবর জেলা প্রশাসন সূত্রে।

বজ্রপাতের ঘটনায় এক গৃহবধূ সহ আরও দু’জন আহত হয়েছেন। এদের মধ্যে একজন ইংরেজবাজারের বুধিয়ার ফাতেমা বিবি, অন্যজন পুরাতন মালদহের সাহাপুরের বাসিন্দা অষ্টম শ্রেণীর ছাত্র দুল্লু মণ্ডল। আহতদের চিকিৎসা চলছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সকাল থেকে প্রচন্ড গরমের পর দুপুরে হঠাৎই আকাশ কালো করে ঝড় বৃষ্টি নামে। তখনই ঘটে একের পর এক মৃত্যুর ঘটনা।

Litchi Cultivation: ‘ফলের রাজা’-কে কড়া টেক্কা! আমের ঘাটতি কি পূরণ করবে লিচু? রেকর্ড ফলনের সম্ভাবনা

মালদহ: ফলন ভাল হওয়ার সম্ভবনা রয়েছে। শুধুমাত্র এখন প্রয়োজন সঠিক পরিচর্যা। তবে এবার রেকর্ড ফলনের সম্ভাবনা রয়েছে লিচুর। আমের ফলন না হলেও এবার মালদহের লিচুর ফলনে রেকর্ড ছড়াতে পারে। কারণ চলতি মরশুমে আবহাওয়া লিচু চাষের পক্ষে অনুকূল।

তবে বর্তমানে মালদহ জেলা জুড়ে টানা গ্রীষ্মের দাবদাহ চলছে। এই সময় বাগানে লিচু পরিপূর্ণ হয়ে আসছে। এই সময় বৃষ্টিপাত না হলে লিচু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাতে লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি লিচুর বোটায় পোকার আক্রমণ পর্যন্ত হতে পারে। তাই লিচু পেকে যাওয়ার ঠিক আগে সঠিক পদ্ধতিতে লিচু গাছ পরিচর্যা করার পরামর্শ দিচ্ছেন জেলা উদ্যান পালন দফতরের কর্তারা।

আরও পড়ুন-  অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

এই সময়ে সঠিক পরিচর্যা করতে পারলে লিচু চাষিরা লাভবান হবেন। কি এই পরিচর্যা?জেলা উদ্যান পালন দফতরের আধিকারিক সামন্ত লায়েক বলছেন, পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে এই সময় লিচু গাছের গোড়ায় জল দিতে হবে নিয়মিত। তাহলে লিচু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। বৃষ্টিপাতের অভাবে লিচুর বোটা কীট পতঙ্গের আক্রমণ হয় এই সময়। যদি কোনও বাগানে পোকার উপদ্রব বৃদ্ধি পায় তবে কৃষকদের এই সময় অনুখাদ্য প্রয়োগ করতে হবে বাগানে। সঙ্গে নিম তেল প্রয়োগ করলে বাগানের পক্ষে খুবই ভাল। উদ্যান ফলন দফতরের আধিকারিক সামন্ত বলেন, এই বছর রেকর্ড পালনের সম্ভাবনা রয়েছে। আর প্রায় দুই সপ্তাহ পর লিচু পাকতে শুরু করবে। এই সময় গাছের পরিচর্যা প্রয়োজন।

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

মালদহ জেলায় প্রায় ১৫৩৩ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে এই মরশুমে। জেলার কালিয়াচক তিনটি ব্লকের সবচেয়ে বেশি লিচু চাষ হয়ে থাকে। এছাড়াও রতুয়া, মানিকচক ও ইংরেজবাজার ব্লকে লিচু চাষ হয়। গত বছর মালদহ জেলায় লিচুর ফলন হয়েছিল ১৪ হাজার মেট্রিক টন। এই বছর আবহাওয়া অনুকুল রয়েছে লিচু চাষের পক্ষে। তাই এবার রেকর্ড ফলনের সম্ভাবনা রয়েছে বলে দাবি করছেন জেলা উদ্যান পালন দফতরের কর্তারা। তবে সমস্তটাই নির্ভর করছে আবহাওয়ার উপর। প্রাকৃতিক বিপর্যয় হলে আবার ক্ষতি হতে পারে লিচু চাষের।

হরষিত সিংহ

Malda News: মালদহের আমবাগানে পড়ে একের পর এক মৃতদেহ! দুপুরে ঘটল ভয়ঙ্কর ঘটনা, খুব সাবধানে থাকুন

মালদহ: মালদহে বজ্রপাতে মৃত চার। পৃথক পৃথক ঘটনায় এ পর্যন্ত চারজনের মৃত্যু। বৃহস্পতিবার দুপুরে আচমকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মালদহে। পুরাতন মালদহের সাহাপুরে একইসঙ্গে তিন জনের মৃত্যু। আম বাগানে আম কুড়ানো ও পাহাড়ার কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয় ওই তিন জনের। মৃতদের চন্দন সাহানি(৪০), রাজ মৃধা(১৬) ও মনোজিৎ মণ্ডল(২১)।

অন্যদিকে গাজোলের আদিনাতে আম বাগানে বজ্রপাতে মৃত একাদশ শ্রেণির ছাত্র অসিত সাহা (১৯)। ঝড়ের সময় আমবাগানে আম কুড়াতে গিয়ে বিপত্তি। আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া পরিবারে। চারটি মৃতদেহই আনা হয়েছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

আরও পড়ুন: এবার কি হারছে বিজেপি? বাংলাতেই বা কত আসন পাবে? ভোটের মাঝেই বিস্ফোরণ প্রশান্ত কিশোরের

বজ্রপাতের ঘটনায় এক গৃহবধূ সহ আরও দু’জন আহত হয়েছেন। এদের মধ্যে একজন ইংরেজবাজারের বুধিয়ার ফাতেমা বিবি, অন্যজন পুরাতন মালদহের সাহাপুরের বাসিন্দা অষ্টম শ্রেণীর ছাত্র দুল্লু মণ্ডল। আহতদের চিকিৎসা চলছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সকাল থেকে প্রচন্ড গরমের পর দুপুরে হঠাৎই আকাশ কালো করে ঝড় বৃষ্টি নামে। তখনই ঘটে চারটি মৃত্যুর ঘটনা।

টোটো হয়ে গেল ফাস্ট ফুডের দোকান! অল্প বিনিয়োগেই রোজগারের পথ

অবিশ্বাস্য হলেও সত্যি। এমনটাই করে দেখালেন মালদহের এক মহিলা। কিছু করার তাগিদেই অল্প পুঁজি বিনিয়োগ করে বুদ্ধির জোরে একটি টোটোকেই দোকান তৈরি করে নিয়েছেন তাঁরা।

HS Result 2024: ট্র্যাভেল ব্লগ করেই মেলে মনের অক্সিজেন! উচ্চমাধ্যমিকে পঞ্চম ইউটিউবার সুপ্তোত্থিতা 

মালদহ: ইউটিউবে চ্যানেল রয়েছে। পাশাপাশি পড়াশোনা। প্রায় নিয়মিত ইউটিউবে ব্লগ বা রিলস বানিয়েও উচ্চমাধ্যমিকে সেরার তালিকায় সুপ্তোত্থিতা সরকার। ইউটিউবে তার নিজস্ব চ্যানেল রয়েছে। সেখানে নিয়মিত ট্রাভেল ব্লগ তৈরি করে। বিভিন্ন জায়গায় ঘোরার শখ রয়েছে সুপ্তোত্থিতার। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে। আর সেখান থেকেই ইউটিউবে ব্লগ বানানোর নেশা।‌ ইউটিউবে ব্লগ বানিয়েও উচ্চমাধ্যমিকে রাজ্যের যুগ্ম ভাবে পঞ্চম সুপ্তোত্থিতা সরকার। কলা বিভাগের ছাত্রী। মেধা তালিকায় যুগ্মভাবে পঞ্চম হয়েছে সে পাশাপাশি মালদহ জেলায় যুগ্মভাবে দ্বিতীয়।

এমনকি মেয়েদের মধ্যে প্রথম মালদহের গ্রামীণ স্কুলের ছাত্রী সুপ্তোত্থিতা। সুপ্তোত্থিতা সরকার বলে, ইউটিউবে ভিডিও তৈরি করতে আমার ভাল লাগে তবে এটা আমার নেশা নয়। সোশাল মাধ্যমে নেশা হওয়া এক ধরনের ক্ষতিকর। আমার চ্যানেল রয়েছে কিন্তু আমি এটার নেশাগ্রস্ত হয়নি। বরং ইউটিউবে ভিডিও তৈরি করা রিলস তৈরি করা আমাকে বাড়তি অক্সিজেন দেয়।

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডি গিরিজা সুন্দরী বিদ্যামন্দিরের ছাত্রী। বাবা প্রান্তিক সরকার পেশায় একজন স্কুল শিক্ষক। মা পম্পা বিশ্বাস অধ্যাপিকা।ভূগোল সংস্কৃত ও মিউজিক ছিল উচ্চ মাধ্যমিকে। সেখান থেকেই এই ফল। মোট ৫ জন গৃহশিক্ষক ছিল সুপ্তোত্থিতার। পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে গান করে। তবে অধিকাংশ সময় ইউটিউবের ভিডিও তৈরি করেছে। বাবা প্রান্তিক সরকার বলেন, পড়াশোনার পাশাপাশি এই ধরনের এক্টিভিটি ভাল। তবে সেগুলো যেন নেশা না হয়। আমি মেয়েকে প্রথম থেকেই সাপোর্ট করি।

আরও পড়ুন-  অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

যদিও পরীক্ষার কিছুদিন আগে থেকে ইউটিউব ভিডিও তৈরি করা বন্ধ করে দিয়েছিল পড়াশোনার জন্য। বর্তমানে আবার নিয়মিত শুরু করেছে ইউটিউব ভিডিও তৈরি করা। আগামীতে অধ্যাপিকা হওয়ার স্বপ্ন রয়েছে সুপ্তোত্থিতার। মাধ্যমিকেও ভাল ফল করেছিল তবে মেধা তালিকার নাম আসেনি। উচ্চমাধ্যমিকে মেধাতালিকায় আসতে পেরে খুশি সুপ্তোত্থিতা-সহ তার পরিবারের প্রত্যেকেই।

হরষিত সিংহ

Lok Sabha Election 2024: ভোটের লাইনে দাঁড়িয়ে জানতে পারলেন, তাঁরা সকলেই মৃত! অবাক কাণ্ড মালদহে!

মালদহ: ভোট দিতে না পেরে কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধ।কারণ এই প্রথম তিনি লাইনে দাঁড়িয়েও ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না। তিনি জীবিত থাকলেও তাঁর নাম রয়েছে ভোটার তালিকার মৃতদের লিস্টে। হতবাক সকলে। বৃদ্ধের নাম চিত্তরঞ্জন কুন্ডু। তিনি একা নন, এই ভোটগ্রহণ কেন্দ্রে আরও বেশ কয়েকজন মহিলা পুরুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না।

দক্ষিণ মালদহের ইংরেজবাজার বিধানসভার ৮৯ ও ৯০ নম্বর বুথের অনেকেই এদিন ভোট দিতে পারলেন না। কারণ তাদের প্রত্যের নাম মৃত তালিকায় রয়েছে। কেন এমনটা হল কেউ বুঝতেই পারছেন না। প্রত্যেকেই এদিন ভোটার লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু প্রিসাইডিং অফিসার তাদের ভোট নেননি। কারণ ভোটার লিস্টে মৃত তালিকায় তাদের নাম রয়েছে।

আরও পড়ুন: ঘরের এই দেওয়ালে পেরেক পুঁতলেই হবেন কোটিপতি! তবে এই ভুল করলে সব হারাবেন! জানুন

স্থানীয় ভোটার চিত্তরঞ্জন কুন্ডু। তাঁর বয়স ৮০। এই প্রথম তিনি ভোট না দিয়ে ঘুরে গেলেন বাড়ি। ভোট না দিতে পেরে কান্নায় ভেঙে পড়েন এদিন ভোটকেন্দ্রের বাইরে। অনিমা পোদ্দার নামে বছর ৬৫ এক বৃদ্ধাও এদিন ভোট দিতে পারলেন না। জীবিত থাকলেও এই ভোটারদের নাম লিস্টে মৃত তালিকায় রয়েছে। এর জন্য প্রশাসন বা নির্বাচন কমিশনকেই দায়ী করছেন ভোটাররা। চিত্তরঞ্জন কুন্ডু বলেন, আমি জীবিত তারপরও আমার নাম মৃতদের তালিকায় কী করে হয়। এর জন্য নির্বাচন কমিশন বা প্রশাসন দায়ী। তারাই ভোটার লিস্টে কিছু ভুল ভ্রান্তি করেছে।

Harashit Singha

Lok Sabha Election 2024: অক্সফোর্ডে করছেন পিএইচডি, লোকসভায় তৃণমূলের প্রার্থী, কে এই শাহনওয়াজ? সম্পত্তির পরিমাণ কত জানেন?

মালদহ: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্যান্য প্রার্থীদের থেকে শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান। ইংল্যান্ডের প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ে রায়হানে গবেষণা করছেন। এমন অবস্থাতেই এবার লোকসভার নির্বাচনে দক্ষিণ মালদহ কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়াই করছেন তিনি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শিক্ষিত এই যুবকেই এবার টিকিট দেওয়া হয়েছে।

LIVE : লোকসভা নির্বাচন ২০২৪ তৃতীয় দফা ভোটগ্রহণ

মালদহে জন্মগ্রহণ করলেও বর্তমানে তিনি গবেষণা সূত্রে ইংল্যান্ডে থাকেন। এছাড়াও পড়াশোনা সূত্রে ছোটবেলা থেকেই মালদহের বাইরে থাকতেন তিনি। তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রাইহান দু’টি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে রবীন্দ্র ভারতী এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে। পিএইচডি সম্পূর্ণ না হওয়ায় হলফনামায় রায়হান লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তাঁর গবেষণা করার বিষয়টি উল্লেখ করেননি। তাঁর স্ত্রী মাসুদা খাতুন ইংল্যান্ডে চিকিৎসক হিসাবে কর্মরতা।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

হলফনামায় রায়হান জানিয়েছেন, তাঁর নিজস্ব অস্থাবর সম্পদের মূল্য প্রায় ২ লক্ষ ৯৫ হাজার টাকা। লন্ডনে তাঁর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। তবে নেই নিজস্ব গাড়ি বা সোনার গয়না। তাঁর স্ত্রীর অস্থাবর সম্পদের মূল্য প্রায় ১১ লক্ষ ৩৮ হাজার টাকা। তাঁরও ইংল্যান্ডে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। এছাড়াও রয়েছে ৭০ গ্রাম সোনার গয়না।

আরও পড়ুন- অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

মালদহ দক্ষিণের তৃণমূল প্রার্থী বা তাঁর স্ত্রীর নিজস্ব কোনও স্থাবর সম্পত্তি নেই। হলফনামায় নিজেকে সমাজকর্মী বলে উল্লেখ করেছেন রায়হান।শাহনওয়াজ আলি রায়হান হলফনামায় জানিয়েছেন তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই। সমস্ত প্রার্থীদের নিরিখে দক্ষিণ মালদহে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে এগিয়ে তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী।

হরষিত সিংহ

Lok Sabha Elections 2024: তৃণমূল-বিজেপির বিরুদ্ধে লড়তে ‘CCTV ক্যামেরা’ নিয়ে ভোটের ময়দানে প্রার্থী, মালদহে তুমুল শোরগোল

মালদহ: সিসিটিভি ক্যামেরা একমাত্র পারে সত্য প্রকাশ্যে নিয়ে আসতে। বর্তমান সমাজ সিসিটিভি ক্যামেরার উপর অনেকটাই নির্ভরশীল। লোকসভা নির্বাচনে এবারে দক্ষিণ মালদহ কেন্দ্রের এক প্রার্থী সিসিটিভি ক্যামেরা প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। আর এই প্রতীকের জন্য ভোটারদের কাছে তিনি ভাল সাড়া পাচ্ছেন।

লোকসভা নির্বাচন ২০২৪ তৃতীয় দফা ভোটগ্রহণ

অনান্য প্রার্থীদের থেকে তিনি অনেকটাই গ্রহণযোগ্যতা পাচ্ছেন ভোট প্রচারে। কারণ তাঁর প্রতীক সিসিটিভি ক্যামেরা। প্রার্থী আশাবাদী তিনি ভাল ভোট পাবেন। সাধারণ ভোটাররা তাঁকে সমর্থন করবেন। প্রার্থী জালালউদ্দিন সরকার বলেন, ‘দেশের সাধারণ মানুষের ন্যায় অধিকারের জন্য আমরা লড়াই করছি। দলীয় প্রতীক না পেলেও সিসিটিভি ক্যামেরার প্রতীক পেয়েছি আমি নির্বাচনী লড়াইয়ে। এই প্রতীকের জন্য সাধারণ মানুষের কাছ থেকে ভাল সাড়া পাচ্ছি।’

আরও পড়ুন: বিশ্বের সেরা স্কুলের তালিকায় রয়েছে ভারতের এই স্কুল, পড়লেই কেউ IPS-কেউ IAS অফিসার! কোন স্কুল এটি জানেন?

দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রে ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি প্রার্থী হয়েছেন জালালউদ্দিন সরকার। তাঁর পার্টির দলীয় প্রতীক তিনি পাননি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে তিনটি প্রতীক তাঁকে দেওয়া হয়েছিল। তার মধ্যে সিসিটিভি ক্যামেরা ছিল। সিসিটিভি ক্যামেরা প্রতীকটিই তিনি পেয়েছেন নির্বাচনী লড়াইয়ে। ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, ন্যায় অধিকারের জন্য কাজ করছে।

আরও পড়ুন: গাড়িতে টানা কতক্ষণ AC চললে ১ লিটার তেল পোড়ে জানেন? উত্তর জানলে মাথা ঘুরে যাবে!

কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি দূরীকরণ করতে এই পার্টি সাধারণ মানুষের পাশে থেকে আন্দোলন করছে। পাশাপাশি দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির প্রার্থী জালালউদ্দিন সরকার সিসিটিভি ক্যামেরা প্রতীক পাওয়ায় অনেকটাই ভোট প্রচারে সুবিধা হচ্ছে বলে জানান প্রার্থী। কারণ এই সিসিটিভি ক্যামেরা বিভিন্ন ঘটনার সত্য উদঘাটন করে। সিসিটিভি ক্যামেরা প্রতীক পাওয়াই সাধারণ মানুষের সাড়া অনেক ভাল মিলছে বলে জানান প্রার্থী।

হরষিত সিংহ

Malda News: বেআইনি কারবারের আঁতুড়ঘর আজ শিক্ষার আলোয় আলোকিত, বদনাম ঘুচে মেধা তালিকায় শিরোনামে কালিয়াচক

মালদহ: বোমা বারুদের আঁতুড়ঘর হিসাবে পরিচিত ছিল কালিয়াচক। বেআইনি কার্যকলাপে একসময় বারবার শিরোনামে এসেছে মালদহের কালিয়াচকের নাম। এই কালিয়াচক থেকেই একসময় চোরাচালান থেকে শুরু করে নানান বেআইনি কার্যকলাপ চলত। গত কয়েক বছরেই একেবারে বিপরীত মুখে চলছে মালদহের কালিয়াচক। এখন আর বেআইনি কার্যকলাপের জন্য নয়, কালিয়াচকের নাম শিরোনামে উঠে এসেছে মেধার দিক থেকে।

একেবারে চমকে দেওয়ার মতন পরিবর্তন মালদহের কালিয়াচকের। গত কয়েক বছর ধরেই পরিবর্তনের ধারা শুরু হয়েছিল কালিয়াচকে। তবে এবার সমস্ত কিছুকে ছাপিয়ে দিয়েছে এই পরিবর্তন। মাধ্যমিকের ফলাফলে নজর কারা সাফল্য এই কালিয়াচকের। স্থানীয় বাসিন্দা মহম্মদ কুরবান শেখ বলেন, শিক্ষার মাধ্যমে সমাজের পরিবর্তন হয় আমরা এখন খুব খুশি কালিয়াচক শিক্ষার দিকে এগোচ্ছে। একসময় কালিয়াচকের বদনাম ছিল। এখন পরিবর্তন হয়েছে আমাদের ভাল লাগছে।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

এবার মেধাতালিকায় মালদহের চারজন মাধ্যমিক পরীক্ষার্থীর নাম উঠে এসেছে। প্রত্যেকেই কালিয়াচকের ছাত্র। তারা প্রত্যেকেই একটি বেসরকারি মিশনে পড়াশোনা করত। স্থানীয় মোজমপুর হাজী শেখ সুভানী বিশ্বাস হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তারা। মাধ্যমিকের ফল বেরোতেই হৈচৈ ফেলে কালিয়াচক। শিক্ষায় পারে একমাত্র সমাজকে পরিবর্তন করতে। তার এক জ্বলন্ত উদাহরণ মালদহের কালিয়াচক। একসময় শিক্ষার দিক থেকে পিছিয়ে ছিল এই প্রত্যন্ত এলাকা। সেই সময় থেকে নানান বেআইনি কার্যকলাপ কালোবাজারি হয়ে এসেছে এখান থেকে। পাশেই ভারত বাংলাদেশ সীমান্ত। সীমান্তের চোরা কারবার একসময় এই অঞ্চল দিয়ে ব্যাপক পরিমাণে হয়েছে।

সময়ের সঙ্গে বদলেছে মানুষ। বর্তমান প্রজন্ম এখন শিক্ষার দিকে এগোচ্ছে। গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে ভাল ফল হচ্ছে এই কালিয়াচক থেকে। এমনকি এই অঞ্চলের অনেকেই এখন উচ্চ শিক্ষায় শিক্ষিত। এই সমস্ত হওয়ার ফলে বদলেছে কালিয়াচকের ছবি। বেসরকারি মিশন স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ উজির হোসেন বলেন, সমাজে শিক্ষা পারে অনেক কিছুই বদলাতে এই কালিয়াচকের বদনাম একসময় দিল্লি পর্যন্ত পৌঁছেছে। আমরা চেষ্টা করেছিলাম এই বদনাম ঘোঁচানোর জন্য।এখন শিক্ষার দিকে এগোচ্ছে এই কালিয়াচক আমাদের খুব ভাল লাগছে।

আরও পড়ুন-অক্ষয় তৃতীয়ায় দুর্লভ শুভ যোগ! বাস্তুর এই নিয়মেই দু-হাত ভরে আসবে টাকা, উপচে পড়বে ধন-সম্পদ, রাতারাতি হবেন ‘ধনী’

এখন আর বেআইনি কার্যকলাপ তেমন দেখা যাচ্ছে না কালিয়াচকে বরং শিক্ষার দিকে জেলা সদরকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছে এই কালিয়াচক। খুশি আশেপাশের বাসিন্দারাও। যে কালিয়াচকের নাম একসময় বদনাম হয়েছে, সেই কালিয়াচক এখন শিক্ষার দিক থেকে শিরোনামে। এতেই খুশি কালিয়াচকের সাধারণ মানুষ।

হরষিত সিংহ