ইলিশ মাছ

Hilsa Fish News: সমুদ্রে ভরপুর ইলিশ, তবু মাছ ধরতে যাচ্ছেন না মৎস্যজীবীরা, বাঙালির প্রিয় মাছ ইলিশ বাজারে আসবে কীভাবে

দক্ষিণ ২৪ পরগনা: তৈরি হয়েছে ইলিশ ধরার পরিস্থিতি। তবুও মাঝসমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন না মৎস্যজীবীরা। সমুদ্র উত্তাল থাকায় প্রাণভয় রয়েছে তাঁদের মনে। যদিও মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার উপর কোনওরকম নিষেধাজ্ঞা নেই। ফলে তাঁরা সমুদ্রে যেতেই পারেন। কিন্তু সমুদ্র ভীষণ উত্তাল থাকার ফলে মৎস্যজীবীরা সমুদ্র শান্ত হওয়ার জন্য অপেক্ষা করছেন।

আরও পড়ুন: ফের রক্তাক্ত সম্প্রীতি উড়ালপুল! গার্ডওয়ালে ধাক্কা… সব শেষ! ভয়াবহ বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২

সমুদ্রে মাছ ধরতে না পারায় কিছুটা ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন সতীনাথ পাত্র। তিনি সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক‌। তাঁরা হাতে গোনা কয়েকটা দিন পান, তার মধ্যেই দিন নষ্ট হলে একটু অসুবিধা হয়। তবে সমুদ্রে এখন ইলিশ ধরার জন্য পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সমুদ্রের জলের নোনাভাব অনেকটাই কেটে গিয়েছে। মিষ্টি জলের চাপ রয়েছে সমুদ্রে। ফলে এখন ইলিশ ধরার পরিস্থিতি সৃষ্টি হয়েছে সমুদ্রে‌। ইলিশ ধরতে পারে উপকূলবর্তী এলাকার মানুষজন।

ব্যান পরিয়ড উঠে যাওয়ার পর থেকে মৎস্যজীবীরা গভীর সমুদ্রে পাড়ি দিয়েছেন। কিন্তু ইলিশের দেখা সেভাবে মেলেনি। এবার ইলিশ ধরার পরিস্থিতি তৈরি হলেও সমুদ্রে যাওয়ার অবস্থা নেই।

নবাব মল্লিক