প‍্যারা টিচার এবং চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন‍্য সুখবর! বিরাট অঙ্ক বাড়িয়ে দেওয়া এককালীন অবসর ভাতার পরিমাণ, কত লক্ষ টাকা পাবেন? জেনে নিন

Retirement Allowance: প‍্যারা টিচার এবং চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন‍্য সুখবর! বিরাট অঙ্ক বাড়িয়ে দেওয়া এককালীন অবসর ভাতার পরিমাণ, কত লক্ষ টাকা পাবেন? জেনে নিন

কলকাতা: চুক্তিভিত্তিক কর্মীদের জন‍্য বড় সুখবর। প‍্যারা টিচার, অ‍্যাকাডেমিক সুপারভাইজার এবং চুক্তিভিত্তিক কর্মীদের এককালীন অবসর ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ‍্য সরকার। ভাতার পরিমান বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। এক্স হ‍্যান্ডেলে শেয়ার করে নিজেই এখবর জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত‍্য বসু।

বৃহস্পতিবার নিজের এক্স হ‍্যান্ডেলে শিক্ষামন্ত্রী জানালেন, মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ১ এপ্রিল থেকে চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরা এই বর্ধিত ভাতা পাবেন। এই সুবিধে প‍্যারা টিচার, অ‍্যাকাডেমিক সুপারভাইজার, চুক্তিভিত্তিক উচ্চমাধ‍্যমিক শিক্ষক এবং এস.এস.কে, এম.এস.কে-র শিক্ষাকর্মীরাও পাবেন।

আরও পড়ুন: রূপকথার মতো সাফল‍্য! খ‍্যাতির শীর্ষে অভিনয়কে বিদায়, ইউপিএসসি পরীক্ষায় সফল হয়ে এখন আইএএস অফিসার, চেনেন অভিনেত্রীকে? র‍্যাঙ্ক জানলে মাথা ঘুরে যাবে

এর ফলে উপকৃত হবেন রাজ‍্যের কয়েক হাজার প‍্যারা টিচার এবং চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরা। সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: মোবাইল ফোনের নীচে এই ছোট্ট ছিদ্রটি কেন থাকে বলুন তো? মাইক্রোফোন নয় কিন্তু! ৯৯% লোকজনই জানেন না, কাজ জানলে মাথায় হাত পড়বে

প্রথমে মে মাস থেকে বাড়ার কথা থাকলেও পরে বর্ধিত ডিএ এপ্রিল মাস থেকেই সরকারী কর্মীদের দেওয়ার কথা ঘোষণা করে নবান্ন। এবার অবসরকালীন ভাতা সংক্রান্ত বড় সুখবর পেলেন প‍্যারা টিচার এবং চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরাও।