উড়ে গেল রাস্তা, ভেসে গেল জেসিবি মেশিন! টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, ভয়াবহ রূপ তিস্তার

North Bengal: উড়ে গেল রাস্তা, ভেসে গেল জেসিবি মেশিন! টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, ভয়াবহ রূপ তিস্তার

সিকিম: অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। টানা বৃষ্টির জেরে জলমগ্ন একাধিক এলাকা। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম ও কালিম্পংয়ে বহু এলাকা। বন্ধ থাকবে রাস্তা। জলস্তর আরও বাড়ছে তিস্তার।

সূত্রের খবর অনুযায়ী, সিকিম ও কালিম্পংয়ে টানা বৃষ্টিতে বিপর্যস্ত। ফের জল বাড়লো খরস্রোতা তিস্তায়। জলের তলায় কালিম্পং ও দার্জিলিংয়ের সংযোগকারী তিস্তাবাজারের রাস্তা। আজও বন্ধ থাকবে কালিম্পং-তিস্তাবাজার-পেশক-জোরবাংলো-দার্জিলিংয়ের এই রুট।

আরও পড়ুন: শেষই হতে চায় না…এত লম্বা! ২৫৬ টি কোচ, ৬ টি ইঞ্জিন, দেশের দীর্ঘতম ট্রেনের নাম জানেন কি? রাজধানী বা শতাব্দী নয় কিন্তু

তিস্তার ভয়াল রূপ নর্থ সিকিমে, উড়ে গেল রাস্তা। ভেসে গেল জেসিবি মেশিন। নর্থ সিকিম জুড়ে প্রবল বৃষ্টি। লাচেন ও থাঙ্গুর সংযোগকারী রাস্তা তৈরীর কাজ চলছিল। সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছিল এই রাস্তাটি। ফের বৃষ্টির তোড়ে তিস্তায় ভেসে গেল জেসিবি মেশিন। ক্ষতিগ্রস্থ রাস্তা।

আরও পড়ুন: স্বামীকে হাতেনাতে বান্ধবীর সঙ্গে ধরেন! বিয়ের ১ বছরের মধ‍্যেই সব শেষ! ৩৯-এও সিঙ্গেল নায়িকাকে চিনতে পারছেন?

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিই সঙ্গী উত্তরবঙ্গের। আপাতত বর্ষা কমার কোনও লক্ষণ নেই। জল বাড়ছে তিস্তা, তোর্সা, রায়ডাক, কালজানি, করলার।