Tag Archives: North Bengal

সব পড়ুন সর্বশেষ উত্তরবঙ্গের খবর (North Bengal News) এখানে

North Bengal Trip: ভারত-নেপাল সীমান্তে ছবির মতো সুন্দর গ্রাম, গরমের ছুটিতে ডেস্টিনেশন হোক এই পাহাড়ি হ্যামলেট

*গরমের ছুটিতে পাহাড়ে যেতে চাইছেন যাঁরা। তাঁরা চলে আসুন পাহাড়ের একেবারে অচেনা একটি জায়গা গুফাপাতালে। উত্তরবঙ্গের অধিকাংশ পর্যটনকেন্দ্রই এখন পর্যটকে ঠাসা। এই ভিড়ে ঠাসা পাহাড়ে একটু ফাঁকায় ফাঁকায় যাঁরা থাকতে চান তাঁদের জন্য অপেক্ষা করছে উত্তরবঙ্গের একেবারে অচেনা লোকেশন গুফাপাতাল। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। সংগৃহীত ছবি। 
*গরমের ছুটিতে পাহাড়ে যেতে চাইছেন যাঁরা। তাঁরা চলে আসুন পাহাড়ের একেবারে অচেনা একটি জায়গা গুফাপাতালে। উত্তরবঙ্গের অধিকাংশ পর্যটনকেন্দ্রই এখন পর্যটকে ঠাসা। এই ভিড়ে ঠাসা পাহাড়ে একটু ফাঁকায় ফাঁকায় যাঁরা থাকতে চান তাঁদের জন্য অপেক্ষা করছে উত্তরবঙ্গের একেবারে অচেনা লোকেশন গুফাপাতাল। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। সংগৃহীত ছবি।
*ভারত নেপাল সীমান্তের একটি জায়গা এটি। এখানে খুব বেশি থাকার জায়গা নেই। গুটি কয়েক হোমস্টে রয়েছে। নির্জনে ভালবাসার মানুষকে সঙ্গে নিয়ে রাত কাটানোর দারুন জায়গা এটি। সংগৃহীত ছবি। 
*ভারত নেপাল সীমান্তের একটি জায়গা এটি। এখানে খুব বেশি থাকার জায়গা নেই। গুটি কয়েক হোমস্টে রয়েছে। নির্জনে ভালবাসার মানুষকে সঙ্গে নিয়ে রাত কাটানোর দারুন জায়গা এটি। সংগৃহীত ছবি।
*দার্জিলিং থেকে দূরত্ব খুব বেশি নয়। সেই কারণে পর্যটকদের ভিড় তেমন হয় না। তবে গুফাপাতালে ডোমসে থাকার মতো হোমস্টেও রয়েছে।হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ পাওয়া যায়। তবে অবশ্যই তার জন্য আকাশ পরিষ্কার থাকতে হবে। সংগৃহীত ছবি। 
*দার্জিলিং থেকে দূরত্ব খুব বেশি নয়। সেই কারণে পর্যটকদের ভিড় তেমন হয় না। তবে গুফাপাতালে ডোমসে থাকার মতো হোমস্টেও রয়েছে।হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ পাওয়া যায়। তবে অবশ্যই তার জন্য আকাশ পরিষ্কার থাকতে হবে। সংগৃহীত ছবি।
*আকাশ পরিস্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সুর্যোদয় থেকে সূর্যাস্ত সবটই উপভোগ করতে পারবেন। ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। সেখানে অনায়াসে সারাদিন ঘুরে বেড়ানো যায়। সবচেয়ে বড় কথা পর্যটকদের ভিড় নেই। একেবারে নিরিবিলিতে কয়েকদিন কাটিয়ে যেতে পারবেন। সংগৃহীত ছবি। 
*আকাশ পরিস্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সুর্যোদয় থেকে সূর্যাস্ত সবটই উপভোগ করতে পারবেন। ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। সেখানে অনায়াসে সারাদিন ঘুরে বেড়ানো যায়। সবচেয়ে বড় কথা পর্যটকদের ভিড় নেই। একেবারে নিরিবিলিতে কয়েকদিন কাটিয়ে যেতে পারবেন। সংগৃহীত ছবি।
*এখানে আসতে হলে শিলিগুড়ি থেকে ঘুম হয়ে আসতে হবে কিংবা মিরিক হয়েও আসা যায়। সংগৃহীত ছবি। 
*এখানে আসতে হলে শিলিগুড়ি থেকে ঘুম হয়ে আসতে হবে কিংবা মিরিক হয়েও আসা যায়। সংগৃহীত ছবি।
*রাই বলেন, গুফাপাতাল নামের একটা ইতিহাসও রয়েছে। জানা গিয়েছে এখানে বৌদ্ধ সন্ন্যাসীরা একটা সময়ে উপাসনা অর্থাৎ ধ্যান করতে আসতেন। নিরিবিলি জায়গা কোলাহল ছিল না। সেই থেকে এই জায়গাটির নাম হয় গুফাপাতাল। এখন উপাসনা করতে কেউ আসেন না ঠিকই তবে পর্যটকদের বেড়ানোর জায়গা তৈরি হয়েছে। সংগৃহীত ছবি। 
*রাই বলেন, গুফাপাতাল নামের একটা ইতিহাসও রয়েছে। জানা গিয়েছে এখানে বৌদ্ধ সন্ন্যাসীরা একটা সময়ে উপাসনা অর্থাৎ ধ্যান করতে আসতেন। নিরিবিলি জায়গা কোলাহল ছিল না। সেই থেকে এই জায়গাটির নাম হয় গুফাপাতাল। এখন উপাসনা করতে কেউ আসেন না ঠিকই তবে পর্যটকদের বেড়ানোর জায়গা তৈরি হয়েছে। সংগৃহীত ছবি।
*স্থানীয় সরিতা রাই জানান, অত্যন্ত সুন্দর ঘুরতে আসা জায়গায় এটি। একেবারে সীমান্তের এই গ্রামে এলে মন ভাল হবে নিশ্চিত। সংগৃহীত ছবি।
*স্থানীয় সরিতা রাই জানান, অত্যন্ত সুন্দর ঘুরতে আসা জায়গায় এটি। একেবারে সীমান্তের এই গ্রামে এলে মন ভাল হবে নিশ্চিত। সংগৃহীত ছবি।

Music Love: পাতার তৈরি বাঁশি, মনের সুখে বাজান শিল্পী, সুরের প্রতি ভালবাসায় শিলিগুড়ির সুভাষবাবু

শিলিগুড়ি : ইচ্ছা হলেই গাছের পাতা ছিড়ে বিশেষ পদ্ধতিতে বাঁশি বাজান শিলিগুড়ির এই শিল্পী। পাতা দিয়ে সুর তোলেন ভাওয়াইয়া, পল্লীগীতি, আধুনিক যে কোনও গানের। যে কোনও গাছের তাজা পাতা হলেই গানের সুর তুলতে পারেন শিলিগুড়ির ক্ষুদিরাম কলোনির বাসিন্দা সুভাষ কর্মকার । পাতার বাঁশি তাকে পরিচয় করিয়েছে স্বনামধন্য ব্যক্তি হিসেবে। আজ তিনি পাতা বাঁশি বাদক হিসেবে পরিচিত গোটা শহরে।

সুভাষ জানান, সুরের প্রতি ভালবাসার টানেই ছোটবেলা থেকেই গাছের পাতা দিয়ে বাঁশি বাজানো শেখেন। কাজ করার সময় বা বাড়ি থেকে হাট-বাজারে যাওয়ার সময় গাছের পাতা ছিড়ে বিশেষ কৌশলে মুখে নিয়ে বিভিন্ন গানের সুর তোলেন তিনি। তারপর কীর্তনের গুরুর কাছে সঠিক শিক্ষা নিয়ে প্রচুর জায়গায় তিনি পাতা বাঁশি বাজিয়েছেন। এখন বয়স অনেকটাই হয়েছে। তবুও মন চাইলেই গাছের পাতা ছিঁড়ে সুর তোলেন সুভাষ।

আরও পড়ুনSummer Fruit Benifit: গরমের এই ফলগুলি দূর করবে এক নয় একাধিক রোগ, রুখে দেবে ক্যানসার হওয়ার আশঙ্কা! তাই পাতে রাখুন অবশ্যই

পাতা বাঁশি বাজক হিসেবে আজও তাঁর যথেষ্ট নামডাক রয়েছে। তবে সুভাষের পরের প্রজন্ম আর এই কাজ করেন না। সেটা নিয়ে খানিকটা হলেও আফসোস রয়েছে তার মনে। তিনি তার শিষ্যদের শেখানোর চেষ্টাও করেছেন। তবে নানান কারণে আগ্রহের অভাবে সেই ছেলে মেয়েদের শেখা হয়ে ওঠেনি। তিনি চান যদি পাতা দিয়ে কেউ সুরেলা বাঁশি বাজানো শিখতে চান। তাহলে তিনি সব সময়ই শেখানোর জন্য রয়েছেন।

সুভাষ বলেন, “দীর্ঘ ৪০ বছর ধরে তিনি পাতা দিয়ে বাঁশি বাজিয়ে আসছেন। তবে এখন আর কেউ এই শিল্পকলা সম্পর্কে আগ্রহী নয়। কেউ শিখতেও চায় না। আমার ইচ্ছে যেন নতুন প্রজন্ম কেউ শিখে যায় তাহলে আমার নাম টা থেকে যাবে। স্থানীয় বাসিন্দা ভগবান রায় বলেন,” সুভাষ বাবুর পাতার বাঁশি শুনলে আজও পাড়ার লোক থমকে দাড়িয়ে খানিকক্ষণ শুনে যায়। এমন শিল্পী সত্যি লাখে একজন হয়।’

অনির্বাণ রায়

North Dinajpur news: পর পর আত্মহত্যা…রাত নামলেই অশরীরীর আতঙ্কে কাঁপছে গোটা এই গ্রাম

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুর: ভূতের ভয়ে সন্ধ্যা নামতেই নিঃশব্দ হয়ে যায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের চক শিবানন্দপুরেরগ্রাম।প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে, উন্নত হচ্ছে চিন্তাভাবনা। কিন্তু, তার মধ্যেও এখনও পর্যন্ত কুসংস্কারাচ্ছন্ন হয়ে রয়েছে রাজ্যের বিভিন্ন এলাকা। এমন একটি গ্রামের ছবি ধরা পড়ল, যেখানে গ্রামের বেশিরভাগ মানুষই এখন ভয় পাচ্ছেন ভূতের।

কারণ একটাই।এই গ্রামে পরপর তিনটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। মানুষের মধ্যে ভূতের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে যে সন্ধ্যা হতে না হতে তাঁরা আর ঘর থেকে বেরোচ্ছেন না। শুধু তাই নয়, দিনের বেলাতেও এখানকার গ্রামবাসীদের মধ্যে চোখে মুখে ভূতের আতঙ্কের ছাপ দেখা যাচ্ছে।

এদিকে এই ঘটনার খবর জানা মাত্রই কালিয়াগঞ্জ ব্লক মেডিক্যাল অফিসার-সহ জেলার ডেপুটি সিএমওএইচ ঘটনাস্থলে এসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন এবং আগামিদিনে গ্রামবাসীদের করণীয় কী, সে ব্যাপারেও তাঁরা গ্রামবাসীদের একত্রিত করে সচেতন করেন। তবে কী কারণে এই ভূতের ভয়?

আরও পড়ুন :  চড়চড়িয়ে বাড়বে ব্লাড সুগার! এই ভুলগুলি করলেই ডায়াবেটিসে ঝাঁঝরা হবে শরীর

জানা যায় এই গ্রামে বেশ কিছুদিন ধরে একের পর এক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা মতো ঘটনা ঘটছে বিনা কারণেই। তাই গ্রামবাসীদের মধ্যে ধারণা তৈরি হয়েছে এটা কোনও অপদেবতার কাজ। তাই এমন ভাবে আত্মহত্যা হচ্ছে গ্রামে।

বিজ্ঞান মঞ্চের সদস্য মলয় আদব বলেন, ‘‘ভূত বলে কিছু হয় না। এটা ওনাদের মনের ভুল। তাই ভুল ভাঙাতে আমরা এলাকায় গিয়ে খোঁজ খবর নিচ্ছি।সাধারণ গ্রামবাসীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। ভূতের ভয় পাচ্ছেন তাঁরা। বাড়ি থেকে কেউই বের হতে চাচ্ছেনা সন্ধ্যার পর। আমরা এখানে এসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদেরক সচেতন করছি এবং আগামী দিনে কী কী করা উচিত গ্রামবাসীদের সেটাও আমরা বুঝিয়েছি।

এদিকে যখন প্রশাসনের কর্মকর্তারা গ্রামের সাধারণ মানুষদের কাছে আসেন তখন এই গ্রামের বেশিরভাগ মানুষই তাদের আতঙ্কের কথা তাদের সামনে ব্যক্ত করেন। প্রশাসনের কর্মকর্তাদের গোটা গ্রাম ঘুরে বেড়ায় এবং সাধারণ মানুষদের মধ্যে ভূত নিয়ে যে একটা গুজব ছড়িয়েছে সে বিষয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের সচেতন করান।

Weather: সোমবার কোন কোন জেলায় ঝড়বৃষ্টি? মঙ্গল থেকে বাড়বে তাপমাত্রা! ফের তাপপ্রবাহ বাংলায়? লেটেস্ট আপডেট

*উত্তরবঙ্গের আকাশ পরিস্কার, পাহাড়ে মেঘ আর কুয়াশার দাপট, বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি। আজ, সোমবার ও বুধবার উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ বেশি হবে। দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। সংগৃহীত ছবি। 
*উত্তরবঙ্গের আকাশ পরিস্কার, পাহাড়ে মেঘ আর কুয়াশার দাপট, বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি। আজ, সোমবার ও বুধবার উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ বেশি হবে। দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। সংগৃহীত ছবি।
*আজ, সোমবারও রাজ্যে বিক্ষিপ্তভাবে হালকা ঝড় এবং সামান্য বৃষ্টির সম্ভাবনা। তবে ঝড়বৃষ্টির তীব্রতা অনেকটাই কমবে। আগামিকাল, মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ সংগৃহীত ছবি। 
*আজ, সোমবারও রাজ্যে বিক্ষিপ্তভাবে হালকা ঝড় এবং সামান্য বৃষ্টির সম্ভাবনা। তবে ঝড়বৃষ্টির তীব্রতা অনেকটাই কমবে। আগামিকাল, মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ সংগৃহীত ছবি।
*শিলিগুড়ি: মেঘ সরেছে শিলিগুড়ির আকাশ থেকে। পরিস্কার আকাশ। তাপমাত্রা ২০-২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। সংগৃহীত ছবি। 
*শিলিগুড়ি: মেঘ সরেছে শিলিগুড়ির আকাশ থেকে। পরিস্কার আকাশ। তাপমাত্রা ২০-২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। সংগৃহীত ছবি।
*দার্জিলিং: শৈলশহরে মেঘ আর কুয়াশার দাপট। ঠান্ডা হাওয়া বইছে হুহু করে। তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। বেশ কয়েকদিন ধরে রোজই বৃষ্টি হচ্ছে পাহাড়ে। বিকেলের দিকে বৃষ্টির পূর্বাভাস। সংগৃহীত ছবি।
*দার্জিলিং: শৈলশহরে মেঘ আর কুয়াশার দাপট। ঠান্ডা হাওয়া বইছে হুহু করে। তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। বেশ কয়েকদিন ধরে রোজই বৃষ্টি হচ্ছে পাহাড়ে। বিকেলের দিকে বৃষ্টির পূর্বাভাস। সংগৃহীত ছবি।
*কালিম্পং: কালিম্পংয়ে মেঘলা আকাশ। হালকা রোদ উঠছে কখনও কখনও। আজও বৃষ্টির সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা ২০-২১ ডিগ্রি সেলসিয়াস। সংগৃহীত ছবি। 
*কালিম্পং: কালিম্পংয়ে মেঘলা আকাশ। হালকা রোদ উঠছে কখনও কখনও। আজও বৃষ্টির সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা ২০-২১ ডিগ্রি সেলসিয়াস। সংগৃহীত ছবি।
*জলপাইগুড়ি: জলপাইগুড়িতে রোদ ঝলমলে পরিস্কার আকাশ। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। সংগৃহীত ছবি। 
*জলপাইগুড়ি: জলপাইগুড়িতে রোদ ঝলমলে পরিস্কার আকাশ। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। সংগৃহীত ছবি।
*ডুয়ার্স: পরিষ্কার আকাশ ডুয়ার্সে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। সংগৃহীত ছবি। 
*ডুয়ার্স: পরিষ্কার আকাশ ডুয়ার্সে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। সংগৃহীত ছবি।
*আলিপুরদুয়ার: পরিষ্কার আকাশ আলিপুরদুয়ারে। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। সংগৃহীত ছবি। 
*আলিপুরদুয়ার: পরিষ্কার আকাশ আলিপুরদুয়ারে। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। সংগৃহীত ছবি।
*কোচবিহার: পরিস্কার রৌদ্রজ্বল আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সংগৃহীত ছবি। 
*কোচবিহার: পরিস্কার রৌদ্রজ্বল আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সংগৃহীত ছবি।
*উত্তর দিনাজপুর: মেঘলা আকাশ উত্তর দিনাজপুরে। হালকা রোদের দেখা মিলেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পারদ বাড়ার আশঙ্কা। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সংগৃহীত ছবি। 
*উত্তর দিনাজপুর: মেঘলা আকাশ উত্তর দিনাজপুরে। হালকা রোদের দেখা মিলেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পারদ বাড়ার আশঙ্কা। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সংগৃহীত ছবি।
*ইসলামপুর: ইসলামপুরে পরিস্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। সংগৃহীত ছবি। 
*ইসলামপুর: ইসলামপুরে পরিস্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। সংগৃহীত ছবি।
*গঙ্গারামপুর: গঙ্গারামপুর পরিষ্কার আকাশ। জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। সংগৃহীত ছবি। 
*গঙ্গারামপুর: গঙ্গারামপুর পরিষ্কার আকাশ। জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। সংগৃহীত ছবি।
*দক্ষিণ দিনাজপুর: পরিষ্কার আকাশ বালুরঘাটে। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে জেলায় ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। সংগৃহীত ছবি।
*দক্ষিণ দিনাজপুর: পরিষ্কার আকাশ বালুরঘাটে। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে জেলায় ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। সংগৃহীত ছবি।

Alipurduar News: জাতীয় সড়কে যান চলাচল আটকে দিল হাতির দল

আলিপুরদুয়ার: জাতীয় সড়কে প্রায় কুড়ি মিনিট যান চলাচল বন্ধ। কেন? কারণ জানলে যেতে ইচ্ছে হবে এই স্থানে। হাসিমারা-মাদারিহাট জাতীয় সড়কের দুধারে গাড়ির লম্বা লাইন দেখা গেল এদিন বিকেলে।

যদিও মাঝে সাঝেই বিকেল হলে দেখা যায় এমন ছবি।তবে এদিন ৫০ টি হাতির একটি দলকে দেখা গিয়েছে রাস্তা পারাপার হতে। ছোট, বড় মিলিয়ে একসঙ্গে এতগুলি হাতি দেখে উচ্ছসিত হয়ে যান সকলে।পর্যটক ছিলেন সেসময় এলাকাতেও। সকলেই মুঠোফোনে তুলে রাখেন হাতির দলের ছবি।টিকিট না কেটে এমন দৃশ্য দেখতে কে না চান।

আরও পড়ুনRoad Accident: ভয়ঙ্কর দুর্ঘটনায় সব শেষ! গাড়ির সজোরে ধাক্কায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন বৃদ্ধ, শোকের ছায়া পরিবারে 

এই হাতির দল দাঁতালের। হাতির দল সড়ক পারাপর করে। এই হাতির দলের জন্য প্রায় কুড়ি মিনিট যান চলাচল বন্ধ হয়ে যায়।হাতির দল চলে যাবার পর যান চলাচল স্বাভাবিক হয়।
Annanya Dey

Madhyamik 2024 Result: Success Story: বাবা লটারিবিক্রেতা, মা বন্ধ চাবাগানের শ্রমিক, অভাবের সংসারে মেয়ে মাধ্যমিকে বাজিমাত করে মনোবিদ হতে চান

অনন্যা দে, আলিপুরদুয়ার: উচ্চশিক্ষা সম্পন্ন করে সাইকোলজিকাল থেরাপিস্ট হতে চায় কালচিনি বন্ধ বাগানের মেহেক ওঁরাও। এ বছর মাধ্যমিক পরীক্ষায় ৮৫% নম্বর পেয়েছে সে। মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত কালচিনির এক ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়া সে। মেহেকের বাবা লটারি বিক্রেতা। মা বন্ধ বাগানের শ্রমিক। বাগান বন্ধ তাই মায়ের কাজ নেই। তার বাবা একা সংসার চালাচ্ছেন। এত অভাবের মাঝেও বিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে মেহেকের।

মেহেকের কথায়, “বিজ্ঞান নিয়ে পড়ে সাইকোলজিকাল থেরাপিস্ট হতে চাই। বিজ্ঞান নিয়ে পড়াশুনো করলে অনেক চাকরির দিক খোলা থাকে। আমি তার মধ্যে একটি নিয়ে এগিয়ে যাব।”

আরও পড়ুন : প্রদীপে দিন এই জিনিস! অভাব থেকে সাড়ে সাতী দূর হয়ে হবে টাকার বর্ষা

মেহেকের এই ফলে খুশি তার বাবা, মা। সংসারে অভাব অনটন মেহেকের পড়াশুনো থামিয়ে দিতে পারেনি দেখে তাঁরা গর্বিত। মেহেকের কথা থেকে আরও জানা যায় যে স্কুলের তরফে অনেক সহযোগিতা সে পেয়েছে। টিউশন ছিল না তার। স্কুলশিক্ষকরা পড়াশুনোতে সাহায্য করেছেন।

Weather Forecast: Rain Alert | ঘনাবে আঁধার… তুমুল বৃষ্টি, সঙ্গে ঝড়! উত্তরের জেলায় জেলায় বিরাট সতর্কতা! ছাতা সঙ্গে আছে তো?

সপ্তাহ জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। আজও উত্তরে বৃষ্টির পূর্বাভাস।
সপ্তাহ জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। আজও উত্তরে বৃষ্টির পূর্বাভাস।
আগামী দু'ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সর্তকতা উত্তরে। দার্জিলিং, কালিম্পং, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড় বৃষ্টির সর্তকতা জারি করল হাওয়া অফিস।
আগামী দু’ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সর্তকতা উত্তরে। দার্জিলিং, কালিম্পং, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড় বৃষ্টির সর্তকতা জারি করল হাওয়া অফিস।
বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইবে। সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের। জরুরি কাজ না থাকলে বাইরে থাকতে নিষেধ করা হয়েছে।
বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইবে। সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের। জরুরি কাজ না থাকলে বাইরে থাকতে নিষেধ করা হয়েছে।
দফায় দফায় ঝড়-বৃষ্টি-কালবৈশাখীর তাণ্ডব চলছে বাংলার জেলায় জেলায়। দুপুরের পর থেকেই একের পর এক সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। লাল-কমলা-হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বাদ যায়নি কলকাতা।
দফায় দফায় ঝড়-বৃষ্টি-কালবৈশাখীর তাণ্ডব চলছে বাংলার জেলায় জেলায়। দুপুরের পর থেকেই একের পর এক সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। লাল-কমলা-হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বাদ যায়নি কলকাতা।
 উত্তরবঙ্গেও সপ্তাহভর বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের ৮ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায়।
উত্তরবঙ্গেও সপ্তাহভর বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের ৮ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায়।
আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পূর্ব অসম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা।
আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পূর্ব অসম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা।
বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ দমকা ঝোড়ো হাওয়া বয়েছে। শুক্রবার বৃষ্টি আরও বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়।
বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ দমকা ঝোড়ো হাওয়া বয়েছে। শুক্রবার বৃষ্টি আরও বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়।

Elephant Corridor: লাইন বাঁচাতে হাতি চলাচলের রাস্তায় বোল্ডারের স্তূপ রেলের! লোকালয়ে হামলার আশঙ্কা

জলপাইগুড়ি: হাতির দলের রাস্তা পেরোনোর জন্য রেললাইনের রেকের ধারে সাধারণত করিডোর থাকে। কিন্তু সেই করিডোরেই রয়েছে উঁচু বোল্ডারের স্তূপ। এভাবে উঁচু বোল্ডার জমে থাকায় যাতায়াতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে হাতির দলকে। ফলে ঠিক করে তারা রাস্তা পারাপার করতে পারছে না। এই অবস্থায় হাতির দল ক্ষেপে গিয়ে লোকালয়ে হানা দিতে পারে বলে পরিবেশবিদদের আশঙ্কা।

হাতিদের চলাচলের করিডোরে ব্যাঘাত ঘটার জন্য রেলের দিকে অভিযোগের আঙুল উঠেছে। রেললাইন রক্ষা করতে ডুয়ার্সের মোরাঘাট এলাকায় হাতিদের হাই সেনসেটিভ করিডর আটকে বোল্ডার দিয়ে তৈরি করা হচ্ছে বাঁধ। গোটা ঘটনায় রীতিমত ক্ষুব্ধ পরিবেশপ্রেমীরা। চিন্তায় পড়েছে বন দফতর‌ও। হাতিদের করিডোর বাঁচাতে ইতিমধ্যেই বন দফতর ও পরিবেশপ্রেমীদের তরফে রেলকে চিঠি দেওয়া হয়েছে। রেললাইন সংলগ্ন বন্যপ্রাণীদের যাতায়াতের রাস্তায় বাধা পেলে লোকালয়ে বন্যপ্রাণীর হানা আরও বাড়বে বলে আশঙ্কা কথা জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: অক্ষয় তৃতীয়ায় ভোগে মাছের মাথা পেলেন তারাপীঠের মা তারা!

বর্ষাকালে ভুটান থেকে অতিরিক্ত বৃষ্টির জল হাতিনালা দিয়ে এসে রেললাইনের ক্ষতি করতে পারে, এই আশঙ্কা থেকেই জলপাইগুড়ির বানারহাট ব্লকের মরাঘাট চৌপথি থেকে হাতিনালার একপাশের পাড়ে বাঁধ দিচ্ছে রেল। বিন্নাগুড়ি এলাকায় বানারহাট হিন্দি কলেজ সংলগ্ন হাতির কয়েকটি করিডর রয়েছে। প্রায়দিন ভোরে বা রাতে রেতির জঙ্গল থেকে মরাঘাট জঙ্গল এই পথ দিয়েই গিয়ে হাতিনালা পার হয় হাতির দল। এবার এই এলাকায় হাতিনালাগুলিতে বোল্ডার দিয়ে পাড় বাঁধ দেওয়ায় শাবক নিয়ে হাতির দল ও অন্যান্য বন্যপ্রাণীরা করতে গিয়ে বাধার সম্মুখীন হবে। আর তাতেই লোকালয়ে হানাদারী বাড়বে বলেই আশঙ্কা। গোটা বিষয়টি নিয়ে আতঙ্কে ভুগছেন স্থানীয়রা। এই বিষয়ে রেল আধিকারিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও তাঁরা কোন‌ও মন্তব্য করতে চাননি।

সুরজিৎ দে

Tourism: সিকিম-কালিম্পং যাচ্ছেন? খরচ চারগুণ বেড়েছে, নাজেহাল পর্যটকরা, কারণ…

পর্যটনের ভরা মরশুমে এখন সকলেই শীতলতার খোঁজে পাহাড়ে ছুটছেন। তবে পাহাড়ে যেতেও কালঘাম ছুটছে এখন পর্যটকদের। কারণ মেরামতির জন্য সোমবার সকাল থেকে কালিম্পং এবং সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ করা হয়েছে। ফলে ঘুরপথে যেতে হচ্ছে সিকিম বা কালিম্পং। পর্যটকদের অভিযোগ,রাস্তা বন্ধ থাকার সুযোগকে কাজে লাগাচ্ছেন গাড়ি চালকরা। (অনির্বাণ রায়)
পর্যটনের ভরা মরশুমে এখন সকলেই শীতলতার খোঁজে পাহাড়ে ছুটছেন। তবে পাহাড়ে যেতেও কালঘাম ছুটছে এখন পর্যটকদের। কারণ মেরামতির জন্য সোমবার সকাল থেকে কালিম্পং এবং সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ করা হয়েছে। ফলে ঘুরপথে যেতে হচ্ছে সিকিম বা কালিম্পং। পর্যটকদের অভিযোগ,রাস্তা বন্ধ থাকার সুযোগকে কাজে লাগাচ্ছেন গাড়ি চালকরা। (অনির্বাণ রায়)
রাস্তা মেরামতির কারণে, ১০ নম্বর জাতীয় সড়কের একটা অংশ বন্ধ রাখা হয়েছে। ফলে গাড়িগুলি চলাচল করবে গরুবাথান-আলগাড়া হয়ে। গাড়ি ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রায় দ্বিগুণ ভাড়া চেয়ে বসছেন চালকরা। ঠিক সেই কারণেই হয়রানির শিকার হতে হচ্ছে কালিম্পং সিকিমগামী পর্যটকদের।
রাস্তা মেরামতির কারণে, ১০ নম্বর জাতীয় সড়কের একটা অংশ বন্ধ রাখা হয়েছে। ফলে গাড়িগুলি চলাচল করবে গরুবাথান-আলগাড়া হয়ে। গাড়ি ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রায় দ্বিগুণ ভাড়া চেয়ে বসছেন চালকরা। ঠিক সেই কারণেই হয়রানির শিকার হতে হচ্ছে কালিম্পং সিকিমগামী পর্যটকদের।
প্রসঙ্গত, রবিঝোরা থেকে গেইলখোলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তায় নতুন করে পিচের প্রলেপ দিতে সোমবার সকাল ৬ টা থেকে ৭২ ঘণ্টার জন্য যান চলাচল পুরোপুরি বন্ধ করা হয়েছে। তবে কাজ হওয়ার পর বৃহস্পতিবার সকালে ফের রাস্তায় যান চলাচল স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, রবিঝোরা থেকে গেইলখোলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তায় নতুন করে পিচের প্রলেপ দিতে সোমবার সকাল ৬ টা থেকে ৭২ ঘণ্টার জন্য যান চলাচল পুরোপুরি বন্ধ করা হয়েছে। তবে কাজ হওয়ার পর বৃহস্পতিবার সকালে ফের রাস্তায় যান চলাচল স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।
যতদিন না রাস্তার ঠিক হচ্ছে ততদিন ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। যার ফলে দ্বিগুণ তিনগুণ ভাড়া চাইছে গাড়ি চালকরা।সবাধ্য হয়ে বেশি ভাড়া দিয়েই পাহাড়ে যাচ্ছেন পর্যটকরা।পর্যটনের ভরা মরশুমে এখন ঠাসা ভিড় দার্জিলিং ও নিকটবর্তী ভ্রমণস্থানগুলিতে। তার মধ্যে গাড়ি ভাড়া নিয়ে দ্বিগুণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পর্যকটকদের।
যতদিন না রাস্তার ঠিক হচ্ছে ততদিন ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। যার ফলে দ্বিগুণ তিনগুণ ভাড়া চাইছে গাড়ি চালকরা।সবাধ্য হয়ে বেশি ভাড়া দিয়েই পাহাড়ে যাচ্ছেন পর্যটকরা।পর্যটনের ভরা মরশুমে এখন ঠাসা ভিড় দার্জিলিং ও নিকটবর্তী ভ্রমণস্থানগুলিতে। তার মধ্যে গাড়ি ভাড়া নিয়ে দ্বিগুণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পর্যকটকদের।
কলকাতা থেকে আগত এক পর্যটক জানান, " পাহাড়ের রাস্তায় যে বন্ধ থাকবে সেটা জানতাম না। এখানে এসে জানতে পারি যে রাস্তা বন্ধ খানিকটা ঘুরে যেতে হবে সিকিম। তাই দ্বিগুণ ভাড়া। বাধ্য হয়ে যেতেই হচ্ছে। অন্যদিকে সিকিমগামী গাড়ির চালক জানান, "যেহেতু ঘুরপথে যেতে হচ্ছে তাই তেল খরচটা অনেকটাই বেশি । সেই জন্য স্বাভাবিক ভাড়ার থেকে একটু বেশি ভাড়া নেওয়া হচ্ছে। তবে জাতীয় সড়ক চালু হয়ে গেলে ভাড়া পুনরায় কমে আসবে বলেই জানাচ্ছেন চালকরা। তবে, এই কদিনের জন্য বাড়তি টাকা ভাড়া নেওয়ায় যথেষ্ট ক্ষুব্ধ পর্যটকরা।
কলকাতা থেকে আগত এক পর্যটক জানান, ” পাহাড়ের রাস্তায় যে বন্ধ থাকবে সেটা জানতাম না। এখানে এসে জানতে পারি যে রাস্তা বন্ধ খানিকটা ঘুরে যেতে হবে সিকিম। তাই দ্বিগুণ ভাড়া। বাধ্য হয়ে যেতেই হচ্ছে। অন্যদিকে সিকিমগামী গাড়ির চালক জানান, “যেহেতু ঘুরপথে যেতে হচ্ছে তাই তেল খরচটা অনেকটাই বেশি । সেই জন্য স্বাভাবিক ভাড়ার থেকে একটু বেশি ভাড়া নেওয়া হচ্ছে। তবে জাতীয় সড়ক চালু হয়ে গেলে ভাড়া পুনরায় কমে আসবে বলেই জানাচ্ছেন চালকরা। তবে, এই কদিনের জন্য বাড়তি টাকা ভাড়া নেওয়ায় যথেষ্ট ক্ষুব্ধ পর্যটকরা।

Smuggling: ভারত থেকে নেপালে পালাচ্ছিল একটি গাড়ি, ধরতেই বাঁশের টোকরি থেকে যা বেরল, চোখ কপালে সকলের!

বিশ্বজিৎ মিশ্র, খড়িবাড়ি: ইন্দো-নেপাল সীমান্তে হরিণের খুলি ও শিং, সজারুর কাঁটা, সাপের হাড় সহ গ্রেফতার এক যুবক! খড়িবাড়ির ইন্দো-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে গ্রেফতার যুবক। ভারত থেকে নেপালের প্রবেশের আগে ধৃতের বাঁশের টোকরি থেকে বন্য জীবজন্তুর দেহাংশ উদ্ধার করে এস‌এসবি-র জ‌ওয়ানরা।

ধৃতের নাম ডম্বর সাবকোটা। সে নেপালের বাসিন্দা। এস‌এসবি সূত্রে খবর, চারচাকার গাড়ি করে নেপালে ঢোকার আগে চেকিংয়ের ধৃতের কাছে থেকে হরিণের ৫টি সিং, শজারুর ৩০টি কাটা, হরিণের খুলি, সাপের হাড় ও হিমালয়ান গোরাল শিং উদ্ধার হয়।

আরও পড়ুন: পোষ্যকে নিয়ে ফিরছিলেন বাড়ি, হঠাৎ বিকট আওয়াজ! মুহূর্তেই সব শেষ, পড়ে রইল দুই দেহ

ধৃত নেপাল থেকে সিকিমে যাওয়ার পর সোমবার নেপালে ঢোকার মুখে এস‌এসবির জ‌ওয়ানদের হাতে গ্রেফতার হয় সে। ধৃতকে পরে টুকরিয়াঝাড় বনদফতরের হাতে তুলে দেয় এস‌এসবি। ধৃত তন্ত্র বিদ্যার মাধ্যমে বিভিন্ন জীবজন্তুর দেহাংশ নিয়ে কাজ করত বলে জানা গিয়েছে।

কার্শিয়াঙ ফরেস্ট ডিভিশনের ডিএফ‌ও দেবেশ পান্ডে টেলিফোনে জানান, এস‌এসবি ধৃতকে সীমান্তে গ্রেফতার করে। ধৃতের কাছে থেকে উদ্ধার বন্য জীবজন্তুর দেহাংশ সিডিউল ১ ক্যাটাগরির। ধৃত আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারের সঙ্গে যুক্ত কিনা, তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। মঙ্গলবার ধৃতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে।