শুভেন্দু অধিকারীর মতে লোকসভা ভোটে বঙ্গে বিজেপির খারাপ ফলের কারণ কী?

Suvendu Adhikari: সর্বকালীন রেকর্ড! দাবি করলেও শুভেন্দু অধিকারীর মতে লোকসভা ভোটে বঙ্গে বিজেপির খারাপ ফলের কারণ কী? জানুন

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, বাগদা: লোকসভা ভোটে বাংলায় কত ভোট পেয়েছে বিজেপি? পরিসংখ্যান তুলে ধরলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে শনিবার সিন্দ্রাণী বাজারে নির্বাচনী সভামঞ্চে বক্তব্য রাখার সময় শুভেন্দু জানান, ‘‘চব্বিশে আমরা বাইশ আসনের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারিনি। কিন্তু বিজেপি প্রতিষ্ঠা হওয়ার পর এই প্রথম ২৪-এর লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ভোট পেয়েছে।’’

আরও পড়ুন– রথযাত্রার দিনে রাজ্য জুড়েই বৃষ্টির সম্ভাবনা, উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন

সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বাংলায় বিজেপি ভোট পেয়েছে ২ কোটি ৩৩ লক্ষ ২৭ হাজার বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। ‌শুভেন্দু আরও বলেন, ‘‘পুলিশের মদতে গণনায় কারচুপিও করেছে তৃণমূল।‌ ২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই হয়নি। লড়াই হয়েছে বিজেপির সঙ্গে পুলিশের। পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম দফার ভোটে পুলিশ কী কী করেছে তা আপনারা কল্পনাও করতে পারবেন না।’’ পাশাপাশি শুভেন্দুর মতে, ‘‘সংখ্যালঘুদের একটা বড় অংশ তৃণমূলকে ঢেলে ভোট দিয়েছে। সংখ্যালঘুদের ভোট কার্যত না পাওয়ার জন্যই লোকসভা ভোটে বিজেপির ফল খারাপ হয়েছে।’’

আরও পড়ুন– রাশিফল ৭ জুলাই: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

‌আগামী‌ ১০ জুলাই যে উপনির্বাচন রয়েছে সেখানেও ভোট লুঠ-সহ নানান বিষয় করার চেষ্টা হবে‌ বলে পুলিশকে রীতিমতো হুঁশিয়ারির সুরে শুভেন্দু বলেন, ‘‘এবার সেই চেষ্টা করা হলে প্রতিবাদ প্রতিরোধ তো হবেই, এমনকী, বিধায়কদের নিয়ে আমি থানায় ভোট মিটতেই অবস্থানে বসব।’’

এদিনের জনসভায় চাঞ্চল্যকর দাবি করে শুভেন্দু বলেন, ‘‘রানাঘাট এবং বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে রিগিং ছাপ্পা-সহ যে কোনও মূল্যে নবান্ন থেকে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে দুটি আসন জেতানোর ব্যাপারে। এর জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে পার্থ ভৌমিক এবং রাজীব বন্দ্যোপাধ্যায়কে। আগামী দিনে মোদিজির হাত শক্ত করতে দেশবিরোধী এবং কুচক্রীদের পরাস্ত করতে জোট বাঁধুন।’’