মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন হবে আগামী ১০ জুলাই

Trinamool Congress: ১০ জুলাই চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, তৃণমূলের নজরে সংগঠনের পারফরম্যান্স

আবীর ঘোষাল, কলকাতা: উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের নজরে উত্তর দিনাজপুর, বনগাঁ ও রানাঘাটের সংগঠন। লোকসভা নির্বাচনের আগে বুঝিয়ে দেওয়া হয়েছিল সাংগঠনিক পারফরম্যান্স যাচাই হবে।

যদিও এই তিন জায়গার লোকসভা আসন রায়গঞ্জ, বনগাঁ ও রানাঘাটে পরাস্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। এই সাংগঠনিক জেলার অন্তর্ভুক্ত স্থানেই হতে চলেছে বিধানসভা উপনির্বাচন। আজ, সোমবার শেষ হচ্ছে চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচার। মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন হবে আগামী ১০ জুলাই।

আরও পড়ুন– ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে আগামী ক’দিন আবহাওয়া কেমন? জেনে নিন

লোকসভায় খারাপ ফলের পরে সংগঠনের একাধিক মাইনাস পয়েন্ট নজরে এসেছে দলের শীর্ষ স্তরে।

এবার বিধানসভার উপনির্বাচনে ফল খারাপ হলে তার দায় বর্তাবে সংগঠনের উপর। সাংগঠনিক পারফরম্যান্স যে আগামী দিনে শেষ কথা তা বারবার বুঝিয়ে দেওয়া হয়েছে।

এরপরেও দূরত্ব, যোগাযোগে অনীহা, একে ওপরের প্রতি শ্লেষ ও নীচু তলায় যারা কাজ করছেন না, তারা দলের নজরে রয়েছে।

আরও পড়ুন- ত্রিপুরায় লোকসভার ভাল ফল পঞ্চায়েতেও বজায় রাখতে চায় বিজেপি

প্রার্থী নয়, সংগঠনকে সামনে রেখেই তাই নজরে উপনির্বাচনের ফল। লোকসভা ও বিধানসভা উপনির্বাচন উভয় ভোটেই খারাপ ফল মানে সাংগঠনিক দুর্বলতা আছে।

প্রার্থী না পছন্দ হলে তার বিপক্ষে যাওয়ার প্রবণতা খারাপ। আবার বেশ কয়েকটি ক্ষেত্রে প্রার্থী গুরুত্ব দিতে চায়নি অনেককে।