লরির সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি৷

Accident: রথে তারাপীঠে পুজো দিতে গিয়েছিল বেহালার পরিবার, ফেরার পথে ভয়ঙ্কর পরিণতি! মৃত ২

গুড়াপ: রথ উপলক্ষে কলকাতা থেকে তারাপীঠে পুজো দিতে গিয়েছিল বেহালার একটি পরিবার৷ কিন্তু পুজো দিয়ে ফেরার সময়ই ঘটল বিপত্তি৷ হুগলির গুড়াপের কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু জনের৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও তিন জন৷ তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক৷

পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গেছে,মৃতদের নাম ইরা মান্না(৬৫) ও সুমিত কুমার জানা(৫১)। তাঁরা সম্পর্কে শাশুড়ি ও জামাই। আহতরা হলেন সুমিতবাবুর স্ত্রী এবং দুই পুত্র রমণীয়া জানা, সৌরজিত জানা, ও সৌরদীপ জানা।

আরও পড়ুন: ট্রেন ছুটবে ঝড়ের গতিতে, লাইন তৈরি থাকলেও বাধা কীসে? রাজ্যের সহযোগিতা চায় রেল

রবিবার বিকেলে জাতীয় সড়কের উপরে এই দুর্ঘটনা ঘটে হুগলির গুড়াপে৷ পুলিশ সূত্রে খবর, একটি গাড়ি করে কলকাতা থেকে তারাপীঠ এসেছিল বেহালার ওই পরিবারটি৷ ফেরার সময় দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপরে গুড়াপের কাছে বশিপুরে রাস্তার পাশে দাঁড়ানো একটি লরির পিছনে ধাক্কা মারে গাড়িটি৷ দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে লরির নীচে ঢুকে যায় গাড়িটি৷ গোটা গাড়িটি দুমড়ে মুচড়ে যায়৷ দুর্ঘটনার সময় গাড়ির ভিতরে মোট পাঁচ জন ছিলেন৷ প্রত্যেকেই গুরুতর আহত হন৷ মৃত্যু হয় পেশায় ব্যবসায়ী সুমিতবাবু এবং তাঁর শাশুড়ি ইরাদেবীর৷

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ৷ সেখানে চিকিৎসকরা দু জনকে মৃত বলে ঘোষণা করেন৷ গুরুতর আহত অবস্থায় ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন৷ তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক৷ ক্রেন এনে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি সরিয়ে নিয়ে যায় পুলিশ৷