আগরবাতি ও ধূপবাতি ব্যবহার 

Vastu: ধূপকাঠি নাকি আগরবাতি জ্বালান রোজ বাড়িতে? কোনটা ব্যবহারে তুষ্ট দেবতা? না জানলে তছনছ সংসার

*আপনি বাড়িতে আগরবাতি ব্যবহার করছেন নাকি ধূপকাঠি? জানেন এই দুটোর মধ্যে কি পার্থক্য? এই দুটোর মধ্যে পার্থক্য জেনে রাখা উচিৎ, না হলে ঘটবে বিপদ।
*আপনি বাড়িতে আগরবাতি ব্যবহার করছেন নাকি ধূপকাঠি? জানেন এই দুটোর মধ্যে কি পার্থক্য? এই দুটোর মধ্যে পার্থক্য জেনে রাখা উচিৎ, না হলে ঘটবে বিপদ।
*পুজোর সময় অনেকেই ঘরে ধূপকাঠি জ্বালেন। ধূপ জ্বালানোকে বেশিরভাগ মানুষই শুভ বলে মনে করেন। কিন্তু জানেন কী ধূপ জ্বালানোর বেশ কিছু নিয়ম রয়েছে। জ‍্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে ধূপ না জ্বাললে অমঙ্গল হতে পারে বলেই জানান জ‍্যোতিষবিদ।
*পুজোর সময় অনেকেই ঘরে ধূপকাঠি জ্বালেন। ধূপ জ্বালানোকে বেশিরভাগ মানুষই শুভ বলে মনে করেন। কিন্তু জানেন কী ধূপ জ্বালানোর বেশ কিছু নিয়ম রয়েছে। জ‍্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে ধূপ না জ্বাললে অমঙ্গল হতে পারে বলেই জানান জ‍্যোতিষবিদ।
*আগরবাতি ও ধূপবাতি কোথায় ব্যবহার করা উচিৎ? কীভাবে ব্যবহার করা উচিৎ তা জেনে রাখা ভাল। না জানলে গৃহে বা ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ঘটবে সমূহ বিপদ।
*আগরবাতি ও ধূপবাতি কোথায় ব্যবহার করা উচিৎ? কীভাবে ব্যবহার করা উচিৎ তা জেনে রাখা ভাল। না জানলে গৃহে বা ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ঘটবে সমূহ বিপদ।
*জ্যোতিষবিদ সুদীপ শাস্ত্রী জানিয়েছেন, ধূপবাতি ব্যবহার করুন যে স্থানে আপনি পুজো করছেন বা মন্দিরে পার্থনা করছেন সেখানে আপনি ধূপবাতি ব্যবহার করা উচিৎ।
*জ্যোতিষবিদ সুদীপ শাস্ত্রী জানিয়েছেন, ধূপবাতি ব্যবহার করুন যে স্থানে আপনি পুজো করছেন বা মন্দিরে পার্থনা করছেন সেখানে আপনি ধূপবাতি ব্যবহার করা উচিৎ।
*বেশিরভাগ ক্ষেত্রে আগরবাতি বাঁশ দিয়ে তৈরি হয়। বাঁশ পোড়ানো মোটেই শুভ নয়। তাই বাঁশ দিয়ে আগরবাতি জ্বালানো একেবারেই শুভ নয় বলে মত তাঁর।
*বেশিরভাগ ক্ষেত্রে আগরবাতি বাঁশ দিয়ে তৈরি হয়। বাঁশ পোড়ানো মোটেই শুভ নয়। তাই বাঁশ দিয়ে আগরবাতি জ্বালানো একেবারেই শুভ নয় বলে মত তাঁর।
*আগরবাতি ব্যবহার করা উচিৎ যে কোনও মৃত ব্যক্তির সামনে। মৃত ব্যক্তির ছবি বা দেহের সামনে আগরবাতি ব্যবহার করা হয়।
*আগরবাতি ব্যবহার করা উচিৎ যে কোনও মৃত ব্যক্তির সামনে। মৃত ব্যক্তির ছবি বা দেহের সামনে আগরবাতি ব্যবহার করা হয়।
*ধূপবাতি আসলে চন্দন কাঠ, অন‍্যান‍্য বিভিন্ন ভাল ভাল কাঠ দিয়ে তৈরি হয়। তিনি জানান, ধূপবাতি জ্বাললে গ্রহের দোষ কাটে। পরিবারের মঙ্গল হয়।
*ধূপবাতি আসলে চন্দন কাঠ, অন‍্যান‍্য বিভিন্ন ভাল ভাল কাঠ দিয়ে তৈরি হয়। তিনি জানান, ধূপবাতি জ্বাললে গ্রহের দোষ কাটে। পরিবারের মঙ্গল হয়।