Usha Uthup Married Life: প্রথম স্বামীকেই ঊষার সঙ্গে প্রেমের কথা জানান চাকো! ছক ভেঙে বিয়ে, গায়িকার প্রেম-বিবাহিত জীবন জানুন

*৫০ বছরের বন্ধন ছিন্ন, সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপের স্বামী জানি চাকো উত্থুপ প্রয়াত। সোমবার ৮ জুলাই কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর।
*৫০ বছরের বন্ধন ছিন্ন, সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপের স্বামী জানি চাকো উত্থুপ প্রয়াত। সোমবার ৮ জুলাই কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর।
*পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত পপ গায়িকা ঊষা উত্থুপের স্বামী জানি চাকো উত্থুপ এদিন সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। জানা গিয়েছে, বাড়িতে টিভি দেখছিলেন তিনি। আচমকাই অসুস্থ বোধ করেন। তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে পরিবার-সহ সংগীত ও চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমেছে।
*পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত পপ গায়িকা ঊষা উত্থুপের স্বামী জানি চাকো উত্থুপ এদিন সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। জানা গিয়েছে, বাড়িতে টিভি দেখছিলেন তিনি। আচমকাই অসুস্থ বোধ করেন। তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে পরিবার-সহ সংগীত ও চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমেছে।
*সূত্রের খবর, আজ মঙ্গলবার ৯ জুলাই বিকেলে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। ঊষা উত্থুপের স্বামী জানি চাকো উত্থুপ চা বাগানের সঙ্গে যুক্ত ছিলেন। সোমবার সকালে স্টুডিওতে ছিলেন উষা উত্থুপ তখনই স্বামীর অসুস্থতার খবর পান। হাসপাতালে গিয়ে আর শেষ দেখা দেখতে পাননি।
*সূত্রের খবর, আজ মঙ্গলবার ৯ জুলাই বিকেলে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। ঊষা উত্থুপের স্বামী জানি চাকো উত্থুপ চা বাগানের সঙ্গে যুক্ত ছিলেন। সোমবার সকালে স্টুডিওতে ছিলেন উষা উত্থুপ তখনই স্বামীর অসুস্থতার খবর পান। হাসপাতালে গিয়ে আর শেষ দেখা দেখতে পাননি।
*জানি চাকো ছিলেন ঊষা উত্থুপের দ্বিতীয় স্বামী। ঊষা উত্থুপের জীবনে দুটি বিয়ে। তাঁর প্রথম বিয়ে হয়েছিল রামু আইয়ারের সঙ্গে। কিন্তু পাঁচ বছরের মাথায় সেই বিয়ে ভেঙে যায়। প্রথম স্বামী রামুর সঙ্গে দাম্পত্যে থাকার সময়েই ঊষার জীবনে আসেন চাকো। তিনি প্রথমে সরাসরি তাঁর ভালবাসার কথা জানান ঊষার প্রথম স্বামীকে। রামু তাঁর গায়িকা স্ত্রীকে সে বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, চাকোর প্রতি তাঁরও অনুভূতি আছে। এরপর বিবাহবন্ধনে বাঁধা পড়েন ঊষা এবং চাকো।
*জানি চাকো ছিলেন ঊষা উত্থুপের দ্বিতীয় স্বামী। ঊষা উত্থুপের জীবনে দুটি বিয়ে। তাঁর প্রথম বিয়ে হয়েছিল রামু আইয়ারের সঙ্গে। কিন্তু পাঁচ বছরের মাথায় সেই বিয়ে ভেঙে যায়। প্রথম স্বামী রামুর সঙ্গে দাম্পত্যে থাকার সময়েই ঊষার জীবনে আসেন চাকো। তিনি প্রথমে সরাসরি তাঁর ভালবাসার কথা জানান ঊষার প্রথম স্বামীকে। রামু তাঁর গায়িকা স্ত্রীকে সে বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, চাকোর প্রতি তাঁরও অনুভূতি আছে। এরপর বিবাহবন্ধনে বাঁধা পড়েন ঊষা এবং চাকো।
*ঊষা উত্থুপ ১৯৬০ এবং ১৯৭০-এর দশকে দুর্দান্ত পপ গান উপহার দিয়েছেন শ্রোতাদের। তাঁর একেবারে অন্য ধরনের গলার জন্য ছিলেন জনপ্রিয়। গানের জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পেয়েছেন।
*ঊষা উত্থুপ ১৯৬০ এবং ১৯৭০-এর দশকে দুর্দান্ত পপ গান উপহার দিয়েছেন শ্রোতাদের। তাঁর একেবারে অন্য ধরনের গলার জন্য ছিলেন জনপ্রিয়। গানের জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পেয়েছেন।
*ষাটের দশকে ঊষা উত্থুপের সঙ্গীত জীবন শুরু হয়। হিন্দি সিনেমায় 'ওয়ান টু থ্রি' গেয়ে পরিচিতি পান। এরপর হিন্দি সিনেমায় অনেক সুপারহিট গান উপহার দেন ঊষা। সংগীত পরিচালক আরডি বর্মণ এবং বাপ্পি লাহিড়ীর সঙ্গে জুটি বেঁধে অনেক হিট গান উপহার দিয়েছেন, যা আজও অত্যন্ত জনপ্রিয় আট থেকে আশির কাছে।
*ষাটের দশকে ঊষা উত্থুপের সঙ্গীত জীবন শুরু হয়। হিন্দি সিনেমায় ‘ওয়ান টু থ্রি’ গেয়ে পরিচিতি পান। এরপর হিন্দি সিনেমায় অনেক সুপারহিট গান উপহার দেন ঊষা। সংগীত পরিচালক আরডি বর্মণ এবং বাপ্পি লাহিড়ীর সঙ্গে জুটি বেঁধে অনেক হিট গান উপহার দিয়েছেন, যা আজও অত্যন্ত জনপ্রিয় আট থেকে আশির কাছে।
*ঊষা উত্থুপ 'দম মারো দম', 'মেহবুবা', 'হরে রাম হরে কৃষ্ণ', 'ওয়ান টু চা চা', 'হরি ওম হরি', 'দোস্ত সে পেয়ার কিয়া', 'রম্বা', 'কোই ইয়াহাঁ আহা নাচে নাচে', 'নাকা বন্দি'র মতো গানও গেয়েছেন।
*ঊষা উত্থুপ ‘দম মারো দম’, ‘মেহবুবা’, ‘হরে রাম হরে কৃষ্ণ’, ‘ওয়ান টু চা চা’, ‘হরি ওম হরি’, ‘দোস্ত সে পেয়ার কিয়া’, ‘রম্বা’, ‘কোই ইয়াহাঁ আহা নাচে নাচে’, ‘নাকা বন্দি’র মতো গানও গেয়েছেন।