Tag Archives: Usha Uthup

Usha Uthup On RG Kar Hearing:’আপনার শুনানির দিকে তাকিয়ে দেশ! এখানে কী করছেন?’ চন্দ্রচূড়কে অনুষ্ঠানে দেখে চমকালেন ঊষা

নয়া দিল্লি:  সিএনএন নিউজ 18-এর নারী শক্তি কনক্লেভে এসে প্রবীণ গায়িকা ঊষা উত্থুপের সঙ্গে মোলাকাত হল ভারতের প্রধান বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়ের। আড্ডা দিচ্ছিলেন বিনোদন ও রাজনীতির জগতের দুই তারকা। নিউজ 18-এর প্রকাশিত একটি ভিডিওতে, ঊষা এবং চন্দ্রচূড়কে একসঙ্গে একটি গান গাইতে দেখা গিয়েছে সোমবার সন্ধ্যার অনুষ্ঠানে। এরই মধ্যে ঊষা তুললেন আরজি কর মামলার প্রসঙ্গ।

আরও পড়ুন- ‘ওরা বাচ্চা ছেলেমেয়ে…’ জুনিয়র ডাক্তারদের কর্তব্য মনে করিয়ে কী বললেন ফিরহাদ?

মানি কন্ট্রোল সাংবাদিক চন্দ্র আর. শ্রীকান্ত এক্স-এ লিখেছেন, “গত সন্ধ্যায় সিজেআই চন্দ্রচূড়কে অনুষ্ঠানে দেখে ঊষা বললেন, ‘আপনি একটি অনুষ্ঠানে কী করছেন? আপনি আদালতে নেই কেন? কলকাতার মামলায় আপনার সিদ্ধান্ত কবে ঘোষণা করছেন? গোটা দুনিয়া অপেক্ষায়!'”

গত ৯ অগাস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল দেশ। বিচারের দাবিতে লাগাতার কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ভারতের প্রধান বিচারপতি (সিজেআই) চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ মামলার তদারকি করছে। চন্দ্রচূড়ই তদন্ত শেষে ন্যায়বিচার প্রদান করবেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি হয়। জুনিয়র ডাক্তারদের আবেগপ্রবণতার উল্লেখ করে রাজ্যকে তাঁদের রক্ষা করার পরামর্শ দেন প্রধান বিচারপতি।

আরও পড়ুন- ‘১৮ থেকে ২৩…ওরা তো আবেগপ্রবণ, ওদের রক্ষা করা আমাদের কর্তব্য’ রাজ্যকে পরামর্শ বিচারপতির

আরজি কর কাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে রাজ্য পুলিশের বিরুদ্ধে। সিবিআই তদন্তের ভার নেওয়ার পর টালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিজিৎ মন্ডলকে ১৪ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছে। তার আগে গ্রেফতার হয়েছেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, এবং অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রাই। এই পরিস্থিতিতে দেশের সকলেরই চোখ নির্যাতিতার বিচারে। ঊষাও সে কথাই মনে করিয়ে দেন প্রধান বিচারপতিকে।
ঊষা সেই অনুষ্ঠানে যদিও একমাত্র বলিউড ব্যক্তিত্ব ছিলেন না। কিরণ খের, সিকান্দার খের, ভূমি পেডনেকার, রসিকা দুগাল এবং শেফালি শাহও আলো করেছিলেন আসর।

RG Kar Protest: অরিজিৎ-র পর এবার উষা উত্থুপ, সলিল চৌধুরীর ‘জাগো মোহন প্যায়রে’- গান গাইলেন, চাইছন মৃত চিকিৎসকের বিচার, দেখুন

RG Kar Protest:  দিন রাত জেগে স্বাস্থ্যভবনের সামনে অবস্থান বিক্ষোভ জারি রেখেছেন৷ আরজি করের চিকিৎসকের ডিউটিরত অবস্থায়  হাসপাতালেই মৃত্যু ও ধর্ষণের ঘটনায় গোটা রাজ্যে প্রতিবাদের ঝড়৷  এই অবস্থায় সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি  অনেকেই এই প্রতিবাদী চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন৷ আগেই গান বেঁধেছিলেন অরিজিত সিং৷ তাঁর ‘আর কবে’ গান ইতিমধ্যেই আন্দোলনকারীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়েছে৷ তা ভাইরাল হয়ে গেছে৷  এবার আরজি কর প্রটেস্টে গলা মেলালেন উষা উথুপ৷

উষা উথুপ গেয়েছেন জাগো মোহন প্যায়ারে- এই গানটি জাগতে রহো সিনেমার৷ এই গানটি ১৯৫৬ সালের সিনেমা৷ রাজ কাপুর – নার্গিস অভিনীত এই সিনেমায় লতা মঙ্গেশকরের অরিজিনাল গানটি রিক্রিয়েট করেছেন৷ গানটির সুরকার সলিল চৌধুরীর৷

 

নিজের নামের ইউটিউব চ্যানেলে গানটি রিক্রিয়েট করে রিলিজ করেছেন উষা উথুপ৷ এই ভিডিওতে উষা উথুপ লিখেছেন, A tribute to Abhaya …As we continue the fight for justice, safety, and truth, we remain united in our mission. The journey may be long, but we stand strong in solidarity, demanding justice for all …. অর্থাৎ  ‘অভয়াকে শ্রদ্ধা, কারণ আমরা জাস্টিস ও সত্যির জন্য লড়াই করছি,  আমরা আমাদের মিশনে ঐক্যবদ্ধ৷ আমাদের যাত্রাপথ লম্বা হতে পারে, আমরা এক ও শক্তিশালী হয়ে থাকব৷

আরও পড়ুন – Bihar: হাসপাতালে ফের গণধর্ষণের চেষ্টা, ডাক্তারের গোপনাঙ্গ কেটে কোনওরকমে বাঁচলেন নার্স ! বিহারে পুলিশের জালে এক চিকিৎসক-সহ ৩

দেখে নিন ভিডিওটি

 

 

সুবিচারের দাবিতে তৈরি উষা উথুপের এই বিশেষ মিউজিক ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে, এক তরুণী গলায় তুলে নিচ্ছেন স্টেথোস্কোপ। পরছেন অ্য়াপ্রন। তারপর রোগী চিকিৎসায় যাচ্ছেন৷ কিন্তু কিছু বুঝে ওঠার আগেই নিভে গেল তাঁর জীবনের আলো। এরপরেই জ্বলে উঠছে মোমবাতির আলো৷ সমাজকে জেগে ওঠার বার্তা দেওয়া হচ্ছে গানের মাধ্য়মে।

Usha Uthup Married Life: প্রথম স্বামীকেই ঊষার সঙ্গে প্রেমের কথা জানান চাকো! ছক ভেঙে বিয়ে, গায়িকার প্রেম-বিবাহিত জীবন জানুন

*৫০ বছরের বন্ধন ছিন্ন, সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপের স্বামী জানি চাকো উত্থুপ প্রয়াত। সোমবার ৮ জুলাই কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর।
*৫০ বছরের বন্ধন ছিন্ন, সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপের স্বামী জানি চাকো উত্থুপ প্রয়াত। সোমবার ৮ জুলাই কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর।
*পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত পপ গায়িকা ঊষা উত্থুপের স্বামী জানি চাকো উত্থুপ এদিন সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। জানা গিয়েছে, বাড়িতে টিভি দেখছিলেন তিনি। আচমকাই অসুস্থ বোধ করেন। তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে পরিবার-সহ সংগীত ও চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমেছে।
*পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত পপ গায়িকা ঊষা উত্থুপের স্বামী জানি চাকো উত্থুপ এদিন সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। জানা গিয়েছে, বাড়িতে টিভি দেখছিলেন তিনি। আচমকাই অসুস্থ বোধ করেন। তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে পরিবার-সহ সংগীত ও চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমেছে।
*সূত্রের খবর, আজ মঙ্গলবার ৯ জুলাই বিকেলে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। ঊষা উত্থুপের স্বামী জানি চাকো উত্থুপ চা বাগানের সঙ্গে যুক্ত ছিলেন। সোমবার সকালে স্টুডিওতে ছিলেন উষা উত্থুপ তখনই স্বামীর অসুস্থতার খবর পান। হাসপাতালে গিয়ে আর শেষ দেখা দেখতে পাননি।
*সূত্রের খবর, আজ মঙ্গলবার ৯ জুলাই বিকেলে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। ঊষা উত্থুপের স্বামী জানি চাকো উত্থুপ চা বাগানের সঙ্গে যুক্ত ছিলেন। সোমবার সকালে স্টুডিওতে ছিলেন উষা উত্থুপ তখনই স্বামীর অসুস্থতার খবর পান। হাসপাতালে গিয়ে আর শেষ দেখা দেখতে পাননি।
*জানি চাকো ছিলেন ঊষা উত্থুপের দ্বিতীয় স্বামী। ঊষা উত্থুপের জীবনে দুটি বিয়ে। তাঁর প্রথম বিয়ে হয়েছিল রামু আইয়ারের সঙ্গে। কিন্তু পাঁচ বছরের মাথায় সেই বিয়ে ভেঙে যায়। প্রথম স্বামী রামুর সঙ্গে দাম্পত্যে থাকার সময়েই ঊষার জীবনে আসেন চাকো। তিনি প্রথমে সরাসরি তাঁর ভালবাসার কথা জানান ঊষার প্রথম স্বামীকে। রামু তাঁর গায়িকা স্ত্রীকে সে বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, চাকোর প্রতি তাঁরও অনুভূতি আছে। এরপর বিবাহবন্ধনে বাঁধা পড়েন ঊষা এবং চাকো।
*জানি চাকো ছিলেন ঊষা উত্থুপের দ্বিতীয় স্বামী। ঊষা উত্থুপের জীবনে দুটি বিয়ে। তাঁর প্রথম বিয়ে হয়েছিল রামু আইয়ারের সঙ্গে। কিন্তু পাঁচ বছরের মাথায় সেই বিয়ে ভেঙে যায়। প্রথম স্বামী রামুর সঙ্গে দাম্পত্যে থাকার সময়েই ঊষার জীবনে আসেন চাকো। তিনি প্রথমে সরাসরি তাঁর ভালবাসার কথা জানান ঊষার প্রথম স্বামীকে। রামু তাঁর গায়িকা স্ত্রীকে সে বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, চাকোর প্রতি তাঁরও অনুভূতি আছে। এরপর বিবাহবন্ধনে বাঁধা পড়েন ঊষা এবং চাকো।
*ঊষা উত্থুপ ১৯৬০ এবং ১৯৭০-এর দশকে দুর্দান্ত পপ গান উপহার দিয়েছেন শ্রোতাদের। তাঁর একেবারে অন্য ধরনের গলার জন্য ছিলেন জনপ্রিয়। গানের জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পেয়েছেন।
*ঊষা উত্থুপ ১৯৬০ এবং ১৯৭০-এর দশকে দুর্দান্ত পপ গান উপহার দিয়েছেন শ্রোতাদের। তাঁর একেবারে অন্য ধরনের গলার জন্য ছিলেন জনপ্রিয়। গানের জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পেয়েছেন।
*ষাটের দশকে ঊষা উত্থুপের সঙ্গীত জীবন শুরু হয়। হিন্দি সিনেমায় 'ওয়ান টু থ্রি' গেয়ে পরিচিতি পান। এরপর হিন্দি সিনেমায় অনেক সুপারহিট গান উপহার দেন ঊষা। সংগীত পরিচালক আরডি বর্মণ এবং বাপ্পি লাহিড়ীর সঙ্গে জুটি বেঁধে অনেক হিট গান উপহার দিয়েছেন, যা আজও অত্যন্ত জনপ্রিয় আট থেকে আশির কাছে।
*ষাটের দশকে ঊষা উত্থুপের সঙ্গীত জীবন শুরু হয়। হিন্দি সিনেমায় ‘ওয়ান টু থ্রি’ গেয়ে পরিচিতি পান। এরপর হিন্দি সিনেমায় অনেক সুপারহিট গান উপহার দেন ঊষা। সংগীত পরিচালক আরডি বর্মণ এবং বাপ্পি লাহিড়ীর সঙ্গে জুটি বেঁধে অনেক হিট গান উপহার দিয়েছেন, যা আজও অত্যন্ত জনপ্রিয় আট থেকে আশির কাছে।
*ঊষা উত্থুপ 'দম মারো দম', 'মেহবুবা', 'হরে রাম হরে কৃষ্ণ', 'ওয়ান টু চা চা', 'হরি ওম হরি', 'দোস্ত সে পেয়ার কিয়া', 'রম্বা', 'কোই ইয়াহাঁ আহা নাচে নাচে', 'নাকা বন্দি'র মতো গানও গেয়েছেন।
*ঊষা উত্থুপ ‘দম মারো দম’, ‘মেহবুবা’, ‘হরে রাম হরে কৃষ্ণ’, ‘ওয়ান টু চা চা’, ‘হরি ওম হরি’, ‘দোস্ত সে পেয়ার কিয়া’, ‘রম্বা’, ‘কোই ইয়াহাঁ আহা নাচে নাচে’, ‘নাকা বন্দি’র মতো গানও গেয়েছেন।

Usha Uthup: বিরাট অঘটন ঊষা উত্থুপের জীবনে! চলে গেলেন সবথেকে প্রিয়জন! ৫০ বছরের বন্ধনে ইতি

কলকাতা: প্রয়াত প্রখ‍্যাত গায়িকা ঊষা উত্থুপের স্বামী জানি চাকো উত্থুপ। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। সঙ্গীত শিল্পীর পরিবারে শোকের ছায়া। সোমবার সকালে প্রয়াত হয়েছেন গায়িকার স্বামী।

সূত্রের খবর অনুযায়ী, সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়েছেন গায়িকার স্বামী। সঙ্গে সঙ্গেই পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কতৃপক্ষ তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: বাঙালি অভিনেত্রীর কন‍্যা! বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করে পালিয়ে যান, মায়ের কারণেই কেরিয়ার শেষ…চিনতে পারছেন ‘পরদেশী’ নায়িকাকে?

প্রয়াত জানি চাকো উত্থুপের শেষকৃত‍্য কাল হবে। সকালে স্টুডিওতে ছিলেন উষা উত্থুপ তখনই স্বামীর অসুস্থতার খবর পান। হাসপাতালে গিয়ে আর শেষ দেখা দেখতে পাননি বা আশাহত হন।

কলকাতাতেই স্বামী জানি চাকো উত্থুপের সঙ্গে থাকতেন উষা উত্থুপ। তাঁদের দুই সন্তান। মেয়ে অঞ্জলি এবং ছেলে সানি।

Padma Awards 2024: পদ্মভূষণ পেলেন মিঠুন চক্রবর্তী-উষা উত্থুপ, শিল্পে বিশেষ অবদান, বাংলা থেকে আর কারা পেলেন পদ্ম পুরস্কার, জানুন

নয়াদিল্লি: চলচ্চিত্রে একাধিক অবদানের পর পদ্মভূষণ পুরস্কার পেলেন বাংলার জনপ্রিয় অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী৷ ২২ এপ্রিল সোমবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান পুরস্কার গ্রহণ করেন মিঠুন চক্রবর্তী৷ শিল্পকলার জন্য মিঠুন চক্রবর্তীকে এই পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে৷

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উপস্থিত ছিলেন৷ সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছিল কেন্দ্র৷ যার মধ্যে পদ্মশ্রী পুরস্কার প্রাপকের তালিকায় ছিলেন বাংলার ৪ জন৷

বাংলার স্বনামধন্য গায়িকা উষা উত্থুপকেও দেওয়া হয়েছে পদ্মভূষণ। মিঠুন চক্রবর্তী ছাড়াও বাংলা থেকে এবছর পদ্ম সম্মান পাচ্ছেন আরও চার বাঙালি৷ তাঁরা হলেন পুরুলিয়ার আদিবাসী পরিবেশকর্মী দুখু মাজি এবং ছৌ নাচের মুখোশ শিল্পী নেপালচন্দ্র সূত্রধর। যদিও নেপাল ২০২৩ সালে প্রয়াত হয়েছেন। তিনি মরণোত্তর সম্মান পাবেন।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

পদ্মভূষণ পেয়ে আপ্লুত অভিনেতা মিঠুন চক্রবর্তী, তিনি জানান, আমি খুব খুশি৷  আমি আমার জীবনে কারোর কাছে নিজের জন্য কিছু চাইনি। আমি যখন ফোন পেলাম যে আপনাকে পদ্মভূষণ দেওয়া হচ্ছে, আমি এক মিনিটের জন্য নীরব ছিলাম কারণ আমি এটি আশাই করিনি।

এছাড়াও পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, অভিনেতা চিরঞ্জীবী এবং বৈজয়ন্তীমালাকে। এছাড়া এই তালিকায় রয়েছেন বিন্দেশ্বর পাঠক এবং পদ্মা সুব্রহ্মণ্যম। বিন্দেশ্বর পাঠক মরণোত্তর সম্মান পাবেন। সাধারণতন্ত্র দিবসের আগের রাতে পদ্মপ্রাপকদের নামের তালিকা প্রকাশ করেছিল কেন্দ্র যার মধ্যে ৫ জন পদ্মবিভূষণ, ১৭ জন পদ্মভূষণ পেলেন রাষ্ট্রপতি ভবনে৷