বিরসা ও মাদল

Tribal Musical Instruments: ধামসা, মাদল, করতালে মুখরিত বনাঞ্চল! জানুন আদিবাসী জনগোষ্ঠীর বাদ্যযন্ত্রগুলির খুঁটিনাটি

বাঁশি বাজিয়ে সকলকে আনন্দ দিতেন বিরসা মুন্ডা। পশ্চিমবঙ্গ তথা ভারতে আদিবাসী সম্প্রদায়ের বাদ্যযন্ত্রের গুরুত্ব অপরিসীম। বাঁকুড়াতে বিশেষভাবে জনপ্রিয় এই বাদ্যযন্ত্র গুলি।
বাঁশি বাজিয়ে সকলকে আনন্দ দিতেন বিরসা মুন্ডা। পশ্চিমবঙ্গ তথা ভারতে আদিবাসী সম্প্রদায়ের বাদ্যযন্ত্রের গুরুত্ব অপরিসীম। বাঁকুড়াতে বিশেষভাবে জনপ্রিয় এই বাদ্যযন্ত্র গুলি।
বাঁকুড়ার অন্যতম গুরুত্বপূর্ণ মহকুমা খাতড়া। মহকুমা শাসকের অফিসেই রয়েছে একটি সুদীর্ঘ তালিকা। তার মধ্যেই কিছু বাদ্যযন্ত্র তুলে ধরা হল
বাঁকুড়ার অন্যতম গুরুত্বপূর্ণ মহকুমা খাতড়া। মহকুমা শাসকের অফিসেই রয়েছে একটি সুদীর্ঘ তালিকা। তার মধ্যেই কিছু বাদ্যযন্ত্র তুলে ধরা হল
মাদল ভারতীয় উপমহাদেশে প্রচলিত একধরনের ঐতিহ্যবাহী তালাশ্রয়ী লোকবাদ্যযন্ত্র। নেপালে এবং ভারতের আদিবাসী সম্প্রদায়ের মাঝে মাদল সমধিক জনপ্রিয় একটি বাদ্যযন্ত্র। বাঁকুড়া আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এই বাদ্যযন্ত্র খুবই জনপ্রিয়
মাদল ভারতীয় উপমহাদেশে প্রচলিত একধরনের ঐতিহ্যবাহী তালাশ্রয়ী লোকবাদ্যযন্ত্র। নেপালে এবং ভারতের আদিবাসী সম্প্রদায়ের মাঝে মাদল সমধিক জনপ্রিয় একটি বাদ্যযন্ত্র। বাঁকুড়া আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এই বাদ্যযন্ত্র খুবই জনপ্রিয়
ধামসা শিশুকাঠ বা লোহার চাড়ির মুখে চামড়া দিয়ে ছাউনী তৈরি করে এই যন্ত্র তৈরি করা হয়। এই ঝাউনিতে কোনো গাব বা খিরন ব্যবহার করা হয় না। মোটা কাঠের দণ্ড দিয়ে আঘাত করে এই বাদ্যযন্ত্রটি বাজানো হয়। বাঁকুড়া ধামসা মাদলের কথা কেই বা না শুনেছে।
ধামসা শিশুকাঠ বা লোহার চাড়ির মুখে চামড়া দিয়ে ছাউনী তৈরি করে এই যন্ত্র তৈরি করা হয়। এই ঝাউনিতে কোনো গাব বা খিরন ব্যবহার করা হয় না। মোটা কাঠের দণ্ড দিয়ে আঘাত করে এই বাদ্যযন্ত্রটি বাজানো হয়। বাঁকুড়া ধামসা মাদলের কথা কেই বা না শুনেছে।
একতারা হচ্ছে একজাতীয় বাঙালি লোকবাদ্যযন্ত্র। এক তারবিশিষ্ট বলে এটি একতারা নামে অভিহিত হয়। একসময় এর নাম 'একতন্ত্রী বীণা' ছিল বলে ইতিহাসে পাওয়া যায়। বাঁকুড়ার বাউল থেকে শুরু করে আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে দেখা যায় এই বাদ্যযন্ত্র।
একতারা হচ্ছে একজাতীয় বাঙালি লোকবাদ্যযন্ত্র। এক তারবিশিষ্ট বলে এটি একতারা নামে অভিহিত হয়। একসময় এর নাম ‘একতন্ত্রী বীণা’ ছিল বলে ইতিহাসে পাওয়া যায়। বাঁকুড়ার বাউল থেকে শুরু করে আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে দেখা যায় এই বাদ্যযন্ত্র।
করতাল হলো কাঠ ও/বা পিতলের তৈরি এক ধরনের বাদ্যযন্ত্র। এর আকৃতি কিছুটা থালার মতো। এর বাদনরীতি একাধারে তাল, লয় ও ছন্দ নিরূপণে সাহায্য করে। বাঁকুড়া আদিবাসী সংগীতের জলসাতে এই বাদ্যযন্ত্র দেখা যায়।
করতাল হলো কাঠ ও/বা পিতলের তৈরি এক ধরনের বাদ্যযন্ত্র। এর আকৃতি কিছুটা থালার মতো। এর বাদনরীতি একাধারে তাল, লয় ও ছন্দ নিরূপণে সাহায্য করে। বাঁকুড়া আদিবাসী সংগীতের জলসাতে এই বাদ্যযন্ত্র দেখা যায়।