জানেন কি GK-এর জনক কাকে বলা হয়?

General Knowledge: জিকে তো সবাই পড়েন! জানেন কি GK-এর জনক কাকে বলা হয়? উত্তরটা কিন্তু ভাবাবে!

সাধারণ জ্ঞান ও ধাঁধা আমাদের অনেকের কাছেই খুব প্রিয়। বর্তমানে স্মার্ট ফোনের যুগে অবসর সময়ে অনেকেই জিকে অথবা ধাঁধার সমাধান করার পিছনে সময় দিয়ে থাকেন।
সাধারণ জ্ঞান ও ধাঁধা আমাদের অনেকের কাছেই খুব প্রিয়। বর্তমানে স্মার্ট ফোনের যুগে অবসর সময়ে অনেকেই জিকে অথবা ধাঁধার সমাধান করার পিছনে সময় দিয়ে থাকেন।
এমন অভ্যাস যাদের রয়েছে তাদের পক্ষে খুব ভালো বিষয়। তার কারণ অজানা বিষয় জেনে নিজের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করা যায়। একসঙ্গে ধাঁধার সমাধান করে মগজাস্ত্রে শান দেওয়া হয়।
এমন অভ্যাস যাদের রয়েছে তাদের পক্ষে খুব ভালো বিষয়। তার কারণ অজানা বিষয় জেনে নিজের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করা যায়। একসঙ্গে ধাঁধার সমাধান করে মগজাস্ত্রে শান দেওয়া হয়।
একইসঙ্গে বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষায় বুদ্ধির প্রশ্নও এসে থাকে। তবে আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা।
একইসঙ্গে বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষায় বুদ্ধির প্রশ্নও এসে থাকে। তবে আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা।
এই প্রতিবেদনে তেমন একটি ট্রিকি প্রশ্ন করা হয়েছে। জানতে চাওয়া হয়েছে জিকে তো সবাই পড়েন! জানেন কি GK-এর জনক কাকে বলা হয়? উত্তর অবাক করবে!
এই প্রতিবেদনে তেমন একটি ট্রিকি প্রশ্ন করা হয়েছে। জানতে চাওয়া হয়েছে জিকে তো সবাই পড়েন! জানেন কি GK-এর জনক কাকে বলা হয়? উত্তর অবাক করবে!
GK এর জনক কে? রুস্তম কামার স্ত্রী ভিকাইজি কামাকে জিকের জনক বলা হয়। মুম্বইয়ের এক সম্ভ্রান্ত পারসি জরথুষ্ট্র পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
GK এর জনক কে? রুস্তম কামার স্ত্রী ভিকাইজি কামাকে জিকের জনক বলা হয়। মুম্বইয়ের এক সম্ভ্রান্ত পারসি জরথুষ্ট্র পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
তিনি একজন উল্লেখযোগ্য ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং সমাজ সংস্কারক ছিলেন, তিনি "জিকের জনক" নামে পরিচিত। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে তাঁর অপরিসীম অবদানের কারণে তাঁকে এই উপাধি দেওয়া হয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
তিনি একজন উল্লেখযোগ্য ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং সমাজ সংস্কারক ছিলেন, তিনি “জিকের জনক” নামে পরিচিত। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে তাঁর অপরিসীম অবদানের কারণে তাঁকে এই উপাধি দেওয়া হয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)