বিস্ফোরক অশোক দিন্দা৷

Ashok Dinda: ‘হেরো নেতারাই তো স্টার!’ বিস্ফোরক বিধায়ক অশোক দিন্দা, আরও বেকায়দায় বিজেপি

কলকাতা: লোকসভা ভোটে বাংলায় দলের বিপর্যয়ের পরই সরব হয়েছেন সৌমিত্র খাঁ, দিলীপ ঘোষের মতো নেতারা৷ ফলে এমনিতেই অস্বস্তিতে রয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব৷ এবার দলের নেতাদের একাংশের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক এবং প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা৷

এ দিন বিধানসভায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ক্ষোভ উগরে দেন পূর্ব মেদিনীপুরের ময়নার বিধায়ক৷ দলের কোনও নেতার নাম না করেই দিন্দা বলেন, ‘বিজেপিতে যাঁরা হারবে, তাঁরাই স্টার। যাঁরা বিভিন্ন জায়গায় প্রচারে যান, তাঁরা তো নিজেরাই জিততে পারেন না। এক একজন কতবার টিকিট পাবে? চার বার, পাঁচ বার?’

আরও পড়ুন: ‘নামেই ঢ্যাঁড়শ, তারও এত দাম!’ কোন কোন সবজির আগুন দামে অবাক মমতাও?

প্রসঙ্গত, আগামিকাল, বুধবার চারটি কেন্দ্রে উপনির্বাচন রয়েছে৷ তার ঠিক আগের দিন দলের বিধায়কের এ হেন মন্তব্যে আরও বেকায়দায় পড়ল বিজেপি রাজ্য নেতৃত্ব৷

কিন্তু কাকে নিশানা করলেন অশোক দিন্দা? বিজেপির অন্দরে তিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই পরিচিত৷ ফলে তাঁর এই মন্তব্যে বিজেপির অভ্যন্তরীণ কাজিয়া ফের প্রকাশ্যে চলে এল৷

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই ভোটে দলের বিপর্যয়ের কারণ হিসেবে দলীয় নেতাদের বিরুদ্ধে সরব হয়ে ‘বেসুরো’ হয়েছেন দিলীপ ঘোষ থেকে শুরু করে সৌমিত্র খাঁ সহ একাধিক নেতা।

সৌমিত্র নিজে বিষ্ণুপুর থেকে জয়ী হলেও সামগ্রিক ভাবে রাজ্যে বিজেপির খারাপ ফলের জন্য তিনি রাজ্য নেতৃত্বকে অযোগ্য বলেও আক্রমণ করেছিলেন৷ সৌমিত্র অবশ্য দিলীপ ঘোষের পক্ষেই কথা বলেছিলেন৷

আবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তাঁর পরাজয়ের নেপথ্যে কাঠিবাজি এবং চক্রান্তেরও বিস্ফোরক অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। তবে ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা কারও নাম না করলেও যেভাবে বাংলায় ‘পরাজিত নেতারাই স্টার’ বলে মন্তব্য করলেন তাতে রাজ্য বিজেপির অন্দরেও নতুন ঝড় উঠতে চলেছে।