ভারতীয় দলের কোচ হওয়ার পর কেকেআরের মেন্টরের জায়গা ফাঁকা হয়ে গিয়েছে। শুধু তাই নয়, নাইটদের কোচিং স্টাফে থাকা একাধিক সদস্যকে ভারতীয় দলের কোচিং স্টাফে নেওয়ার আবেদন জানিয়েছেন গম্ভীর। এমনটা হলে কেকেআরের পক্ষে বড় ধাক্কা হতে যাচ্ছে।

KKR On Gautam Gambhir: টিম ইন্ডিয়ার কোচ হওয়ার পর গম্ভীরকে নিয়ে মুখ খুলল কেকেআর! কী জানাল নাইট ম্যানেজমেন্ট

গৌতম গম্ভীরের নেতৃত্বে ২০১২ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। তারপর ১০ বছরের খরা। ২০২৪ সালে ফের একবার মেন্টর হয়ে কেকেআরের ফিরে দলকে চ্যাম্পিয়ন করেন গৌতি।
গৌতম গম্ভীরের নেতৃত্বে ২০১২ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। তারপর ১০ বছরের খরা। ২০২৪ সালে ফের একবার মেন্টর হয়ে কেকেআরের ফিরে দলকে চ্যাম্পিয়ন করেন গৌতি।
এই সাফল্য গম্ভীরের কোচিং কেরিয়ারে খুলে দেয় বড় দরজা। ফের একবার টিম ইন্ডিয়ায় প্রবেশের এন্ট্রি গেট পেয়ে যান গম্ভীর। এবার কোচের ভূমিকায়। স্বপ্নপূরণ করার সুযোগ পেয়ে যান প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।
এই সাফল্য গম্ভীরের কোচিং কেরিয়ারে খুলে দেয় বড় দরজা। ফের একবার টিম ইন্ডিয়ায় প্রবেশের এন্ট্রি গেট পেয়ে যান গম্ভীর। এবার কোচের ভূমিকায়। স্বপ্নপূরণ করার সুযোগ পেয়ে যান প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।
সব ঠিকঠাকই ছিল। অপেক্ষা ছিল শুধু ঘোষণার। মঙ্গলবার রাতে বিসিসিআই সচিব জয় শাহ টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ হিসেবে গৌতম গম্ভীরের নাম ঘোষণা করে দিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জয় শাহ ভারতীয় দলের কোচ হিসেবে স্বাগত জানান গম্ভীরকে।
সব ঠিকঠাকই ছিল। অপেক্ষা ছিল শুধু ঘোষণার। মঙ্গলবার রাতে বিসিসিআই সচিব জয় শাহ টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ হিসেবে গৌতম গম্ভীরের নাম ঘোষণা করে দিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জয় শাহ ভারতীয় দলের কোচ হিসেবে স্বাগত জানান গম্ভীরকে।
নতুন দায়িত্ব পেয়ে আবেগ ভরা পোস্ট করেন গৌতম গম্ভীর। নতুন দায়িত্বে ভারতীয় দলে ফিরতে পেরে খুশি বলে জানান গৌতি। দেশকে সাফল্য এনে দেওয়ার জন্য নিজের  সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করবেন বলে জানান গম্ভীর।
নতুন দায়িত্ব পেয়ে আবেগ ভরা পোস্ট করেন গৌতম গম্ভীর। নতুন দায়িত্বে ভারতীয় দলে ফিরতে পেরে খুশি বলে জানান গৌতি। দেশকে সাফল্য এনে দেওয়ার জন্য নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করবেন বলে জানান গম্ভীর।
এরপরই গৌতম গম্ভীরকে নিয়ে মুখ খোলে কলকাতা নাইট রাইডার্স। এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয় নাইটদের পক্ষ থেকে। একটি এমন ছবি পোস্ট করে কেকেআর যা অনেক কথা বলে। কোনও কিছু বড় করে লেখার প্রয়োজনই পড়ে না।
এরপরই গৌতম গম্ভীরকে নিয়ে মুখ খোলে কলকাতা নাইট রাইডার্স। এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয় নাইটদের পক্ষ থেকে। একটি এমন ছবি পোস্ট করে কেকেআর যা অনেক কথা বলে। কোনও কিছু বড় করে লেখার প্রয়োজনই পড়ে না।
ছবিতে দেখা যায় দেওয়ালে ২০১২ ও ২০১৪ সালে কেকেআরকে চ্যাম্পিয়ন করার মুহূর্ত। আরেকটি ছবিতে ভারতীয় দলের কোচ হওয়ার ঘোষণা। সামনে কেকেআরকে মেন্টর হিসেবে চ্যাম্পিয়ন করা জার্সি ও ট্রফি। সেই দিকে তাকিয়ে টিম ইন্ডিয়ার ব্লেজার পরছেন গম্ভীর। আর পিছনে তাঁর পরিহিত ভারতীয় দলের দুটি জার্সি।
ছবিতে দেখা যায় দেওয়ালে ২০১২ ও ২০১৪ সালে কেকেআরকে চ্যাম্পিয়ন করার মুহূর্ত। আরেকটি ছবিতে ভারতীয় দলের কোচ হওয়ার ঘোষণা। সামনে কেকেআরকে মেন্টর হিসেবে চ্যাম্পিয়ন করা জার্সি ও ট্রফি। সেই দিকে তাকিয়ে টিম ইন্ডিয়ার ব্লেজার পরছেন গম্ভীর। আর পিছনে তাঁর পরিহিত ভারতীয় দলের দুটি জার্সি।
এই আবেগমাখা ছবিই সব কথা বলে দেয় গৌতম গম্ভীরের প্রতি কেকেআর কতটা কৃতজ্ঞ। ক্যাপশনে লেখা হয়, “জাতীয় দলকে কোচিং করানোর থেকে বড় সম্মানের আর কিছু নেই।” জানানো হয় আগামীর সাফল্যের শুভেচ্ছা।
এই আবেগমাখা ছবিই সব কথা বলে দেয় গৌতম গম্ভীরের প্রতি কেকেআর কতটা কৃতজ্ঞ। ক্যাপশনে লেখা হয়, “জাতীয় দলকে কোচিং করানোর থেকে বড় সম্মানের আর কিছু নেই।” জানানো হয় আগামীর সাফল্যের শুভেচ্ছা।