মমতার সঙ্গে বৈঠকে কে?

Mamata Banerjee: সবজির আকাশছোঁয়া দামে ক্ষুব্ধ মমতা, দিলেন ধমক! দেখুন ভিডিও

সবজির আকাশছোঁয়া দামে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন রাজ্য সরকারের তৈরি করে টাস্ক ফোর্সের কর্তাদের রীতিমতো ধমক দেন মুখ্যমন্ত্রী৷ গত বেশ কিছু দিন ধরেই বাজারে সবজির দাম আকাশছোঁয়া৷ আলু, পেয়াঁজ থেকে শুরু করে ঝিঙে, শশা, কাঁচালঙ্কা, বেগুন- বাজারে অধিকাংশ সবজির দামই মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে৷ অধিকাংশ সবজির দামই ৮০ থেকে ১০০ টাকা ছুঁয়েছে৷ শাক সবজির এই আগুন দাম কমাতে এবার তৎপর হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্নে সংশ্লিষ্ট বিভিন্ন দফতর এবং বাজার কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, যে কোনও উপায়ে আগামী দশ দিনের মধ্যে বাজারে সবজির দাম কমাতে হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘১০ দিনের মধ্যে দাম কমাতে হবে। কীভাবে কমাবেন, সেটা জানি না।’