চৃণমূল নেতাদের কাজিয়ায় বন্ধ হয়ে গেল রাস্তার কাজ৷

TMC: বিধায়কের সঙ্গে তৃণমূল নেতার কাজিয়া! মুর্শিদাবাদে বন্ধই হয়ে গেল রাস্তার কাজ

রেজিনগর: এবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মুর্শিদাবাদের রেজিনগরে বন্ধ হয়ে গেল রাস্তার কাজ। পথশ্রী প্রকল্পের আওতায় রেজিনগরের কাশীপুর হাটতলা থেকে শুকুরপুকুর হয়ে শিবচন্দ্রপুর পর্যন্ত ঢালাই রাস্তার কাজ শুরু হয়। রাস্তা তৈরির কাজে সপ্তাহে দু দিন করে ব্লক তৃণমূলের সভাপতি ও বিধায়ক পক্ষের মাটি ফেলার বিষয়ে রফা হয়েছিল। কিন্তু রাস্তায় কে আগে মাটি ফেলবে, তা নিয়ে রীতিমতো দ্বন্দ্ব শুরু হয় প্রাক্তন ব্লক তৃণমূলের সভাপতি ও বিধায়ক গোষ্ঠীর মধ্যে। যার জেরে বন্ধ করে দেওয়া হয় রাস্তার কাজে।

রাস্তা শুরুর দাবিতে গ্রামবাসীরা লিখিতভাবে অভিযোগ জানালে ফের রাস্তার কাজ শুরু করা হয়। কিন্তু মাটি ফেলা নিয়ে বিধায়কের অনুগামীরা রাস্তার কাজের সঙ্গে যুক্ত সংস্থার কর্মীদের ফোনে হুমকি দেয় এবং রাস্তার কাজ বন্ধ করে দেয় বলে অভিযোগ। এর পরই থানায় অভিযোগ দায়ের করেন রাস্তা নির্মাণকারী সংস্থার এক আধিকারিক।

আরও পড়ুন: পুরীতে রথ থেকে নামাতে গিয়ে কীভাবে পড়ে গেল বলরামের মূর্তি? দেখুন ভিডিও

দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। যাতায়াতে অত্যন্ত সমস্যার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের। তাই অবিলম্বে রাস্তার কাজ শুরুর দাবি জানিয়েছেন গ্রামবসীরা। গ্রামবাসী সুমন্ত ভৌমিক বলেন, ‘দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল অবস্থা। বর্ষার জল জমে থাকায় রাস্তা চলাচলে অযোগ্য হয়ে পড়ে। রাস্তার কাজ শুরু হলেও প্রাক্তন ব্লক সভাপতি ও বিধায়কের মধ্যে গন্ডোগোলের জেরে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা চাই দ্রুত রাস্তার কাজ শুরু করা হোক।’

কাশীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফিরোজা বিবি বলেন, ‘আপাতত রাস্তার কাজ বন্ধ রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতোই কাজ শুরু করা হবে।’ যদিও বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের  রেজিনগরের  প্রাক্তন  তৃণমূলের ব্লক সভাপতি আতাউর রহমান বলেন, গ্রামবাসীদের সুবিধার্থে দ্রুত রাস্তার কাজ শুরু করার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হবে। যে বা যারা রাস্তার কাজ বন্ধ করতে চাইছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন কর হোক। যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী ৷