স্কুলে জল জমে বিপত্তি 

Murshidabad News: টানা বৃষ্টিতে জল জমে বিপত্তি! স্কুলে পঠন পাঠন উঠে যাওয়ার জোগাড় 

মুর্শিদাবাদ: খানা খন্দ নাকি স্কুল প্রথমে ধরতেই পারবেন না আপনি‌। কিন্তু একটু দেখার পর নিশ্চয় বুঝতে পারবেন এটা আসলে একটি স্কুল। হ্যাঁ এখনও জল জমে রয়েছে এই স্কুলে। আর ঐ জমা জলের ধারে স্যাঁত সেতে পরিবেশেই হচ্ছে মিড ডে মিলের রান্না। এই ছবি ডোমকলের গড়াইমারি পঞ্চায়েতের অধীনের গড়াইমারি প্রাথমিক বিদ্যালয়ের।

জলের মধ্যেই ক্লাস চলছে পড়ুয়াদের। জানা গিয়েছে, এ সমস্যা দীর্ঘদিনের। একটু বৃষ্টি হলেই কমপক্ষে ১০ থেকে ১৫ দিন ধরে জমে থাকে জল। জানা যায়, আশে পাশের বাড়ির জমি উঁচু হবার ফলে তাদের বাড়ির জল গড়িয়ে পড়ে স্কুল চত্বরে। অপরদিকে জল নিকাশির ব্যবস্থা নেই। যার ফলে জল জমতেই একটি ভয়ের আতঙ্ক কাজ করে শিক্ষকদের মনে।

আরও পড়ুন:কাশ্মীরের আপেল ফলবে এবার এই রাজ্যেই ! চাষ করতে পারলেই বিপুল লাভ! জানুন পদ্ধতি

কিন্তু প্রধান শিক্ষক এর আগেও প্রশাসনিক কর্তাদের জানিয়েও কোনরকম সুরাহা হয়নি বলে অভিযোগ। ঐ ঘটনায় গড়াইমারি পঞ্চায়েত প্রধান হাসানুরজামান মন্ডল জানান, জল নিকাশি ব্যবস্থা আগেই হয়ে যেত। রাস্তার পরিধি বাড়ার ফলে স্থগিত করা হয়েছে। তবে কবে যে সমাধান হবে তা স্পষ্ট করেননি প্রধান। সুরাহা কি হবে না উঠছে তা নিয়ে প্রশ্ন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কৌশিক অধিকারী