বন‍্যার কবলে পঞ্চায়েত অফিস

Alipurduar Flood: ভয়াবহ! জলে ভাসছে গ্রাম পঞ্চায়েত থেকে বাড়িঘর, বন্যায় বিপর্যস্ত কালচিনির জীবনযাত্রা

আলিপুরদুয়ার: প্রবল বর্ষণে বন্যা দেখা গিয়েছে কালচিনি এলাকায়। সকাল থেকে বন্যার জলে ডুবে রয়েছে কালচিনি। স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়ে পড়েছে। প্রবল বেগে জল প্রবেশ করেছে কালচিনির প্রতিটি বাড়িতে।

জলে ডুবে রয়েছে গ্রাম পঞ্চায়েত দফতর। গুরুত্বপূর্ণ নথি প্লাস্টিকে মুড়িয়ে রাখা হচ্ছে। জল নেমে যাওয়ার পর অনেক নথি খুঁজে না পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কালচিনির মোদিলাইন, গোদাম লাইন, স্টেশন লাইন, শান্তি কলোনি-সহ একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এলাকাবাসীদের অভিযোগ বেহাল নিকাশি ব‍্যবস্থার কারণে প্রতি বছর বর্ষায় জলমগ্ন হয়ে পড়ে কালচিনির বিভিন্ন এলাকা। নালা ছোট, তার ওপর সব নোংরা নালাতে ফেলা হয়। প্রশাসনের কোনও নজরদারি নেই বলে অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা। যার কারণে বন্যা হল এলাকায়।

প্রতিটি ঘরে জল প্রবেশ করেছে। ভাঙতে শুরু করেছে বাড়িঘর। জলমগ্ন হ্যামিল্টনগঞ্জের বিভিন্ন এলাকা। প্রবল বর্ষণ ও বেহাল নিকাশি ব্যবস্থার কারণে জলমগ্ন হয়ে পড়ল বিভিন্ন এলাকায়। হ্যামিল্টনগঞ্জের বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন। সড়কে প্রায় হাঁটু সমান জল।

Annanya Dey