২০১৮ থেকে এখনও পর্যন্ত প্রায় ১৩ হাজারের বেশি চাকরি প্রদান ত্রিপুরা সরকারের, পরিসংখ্যান দিলেন মুখ্যমন্ত্রী

Tripura News: ২০১৮ থেকে এখনও পর্যন্ত প্রায় ১৩ হাজারের বেশি চাকরি প্রদান ত্রিপুরা সরকারের, পরিসংখ্যান দিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: ‘‘রাজ্য ও কেন্দ্রের ডবল ইঞ্জিন সরকার মানুষের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে। ২০১৮ সাল থেকে ২০২৪ পর্যন্ত প্রায় ১৩ হাজারের অধিক চাকরি প্রদান করেছে এই সরকার। এর মধ্যে চুক্তিবদ্ধ ও আউটসোর্সিং বাদে এই বিশাল সংখ্যার সরকারি চাকরি দেওয়া হয়েছে। চাকরির পাশাপাশি অন্যান্য কর্মসংস্থানের সুযোগও তৈরি করে দেওয়া হচ্ছে।’’ আইজিএম হাসপাতাল সংলগ্ন নবনির্মিত হরিজন কোয়ার্টারের উদ্বোধন করে একথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

আরও পড়ুন– সোমবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘‘আমাদের কোনও কথা বলতে হলে আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা বলতে হয়। প্রধানমন্ত্রীর আদর্শ ও চিন্তাভাবনাকে সামনে রেখে ত্রিপুরা সরকারও কাজ করছে। এতদিন ধরে যারা বঞ্চিত, সত্যিকার অর্থে যাদের মূল্যায়ন করা হয় নি তাদের সামাজিক, অর্থনৈতিক মূল্যায়ন যদি কেউ করে থাকেন তবে তিনি প্রধানমন্ত্রী মোদি। ত্রিপুরা সরকারও সেই দিশায় কাজ করছে। এখানে সাফাই কর্মীদের জন্য একটা সুদৃশ্য ও সুন্দর বিল্ডিং গড়ে দেওয়া হয়েছে। সব সুবিধা-যুক্ত ভবন করা হয়েছে এটি। যে আদর্শ নিয়ে আমরা কাজ করছি সেই ভাবনা থেকেই সাফাই কর্মীদের জন্য এমন সুন্দর আবাসন গড়ে তোলা সম্ভব হয়েছে। বিভিন্ন জায়গায় উন্নয়নের কাজ করছি আমরা। এ ধরণের প্রকল্প আগামী দিনেও করা হবে। মুখ্যমন্ত্রী জানান, এই সুদৃশ্য আবাসন তৈরির জন্য ব্যয় হয়েছে ২ কোটি ৯৩ লক্ষ টাকা। এই প্রকল্প বাস্তবায়নে প্রায় আড়াই বছর সময় লেগেছে। দু’তলা বিশিষ্ট এই আবাসনে মোট ১০টি আবাস রয়েছে। এর মধ্যে আজই ৯ জন সুবিধাভোগীর হাতে ফ্ল্যাটের চাবি তুলে দেওয়া হয়েছে। সম্মানের সঙ্গে যাতে সবাই এখানে থাকতে পারেন সেই ব্যবস্থা করেছে সরকার। আর এই ভবন তৈরি করতে সুবিধাভোগীদের কাছ থেকে এক পয়সাও নেওয়া হয় নি।

আরও পড়ুন- ভোর থেকেই অবিরাম বৃষ্টি, সপ্তাহান্তে উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন

মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ‘‘এতদিন ধরে আমরা দেখতাম গরীবি হঠাও, গরীবি হঠাও – এ ধরণের অনেক স্লোগান। গরীবদের জন্য মায়া কান্নাও আমরা দেখেছি। কিন্তু এখন সবকিছু পরিবর্তন হয়ে গিয়েছে। বিশেষ করে ত্রিপুরায় রাজনৈতিক পট পরিবর্তন ও সরকার পরিবর্তনের পর সবাই দেখছেন যে এখন বড় বড় মিছিল, শোভাযাত্রা করতে হয় না। কিছু পাওয়ার জন্য জিন্দাবাদ, জিন্দাবাদ করতে হয় না। এমনিতেই আমরা দিয়ে দিচ্ছি। সরকারি কর্মচারীদের ডিএ থেকে শুরু করে অনেক কিছু দেওয়া হচ্ছে। আগে সবসময় বিকেল বেলায় মিছিল করতে হতো। এখন এই সংস্কৃতিই পাল্টে গিয়েছে। আমরা বলছি কাজের কোনও বিকল্প নেই। কাজের মাধ্যমেই যে কারোর মূল্যায়ন হয়। রক্তের যেমন কোনও ধর্ম হয় না, কাজেরও কোনও ধর্ম হয় না। কর্মচারীদেরও নিজেদের দায়দায়িত্ব সম্পর্কে আরও সচেতন হতে হবে। যে কাজই দেওয়া হয় সেটা যাতে সময়ের মধ্যে করা হয়।’’