দুর্ঘটনাগ্রস্থ গাড়ি

Accident in Sikkim: লাগাতার বৃষ্টিতে চরম বিপর্যস্ত অবস্থা, সিকিমে ধসের জেরে মারাত্মক দুর্ঘটনা, হল প্রাণহানি

উত্তর সিকিমের সিংথামে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী গাড়ি । দুর্ঘটনায় মৃত এক । জানা গিয়েছে, গাড়িটি সিকিমের লিঙি থেকে সিংথামের উদ্দেশ্যে যাচ্ছিল ৷
উত্তর সিকিমের সিংথামে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী গাড়ি । দুর্ঘটনায় মৃত এক । জানা গিয়েছে, গাড়িটি সিকিমের লিঙি থেকে সিংথামের উদ্দেশ্যে যাচ্ছিল ৷
মাখা সিঙবেলের কাছে পাহাড় থেকে বড়ো পাথর গাড়িটির উপর পড়ে ৷ সেখানেই প্রাণ হারান এক মহিলা । একাধিক ব্যক্তি আহত । আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।
মাখা সিঙবেলের কাছে পাহাড় থেকে বড়ো পাথর গাড়িটির উপর পড়ে ৷ সেখানেই প্রাণ হারান এক মহিলা । একাধিক ব্যক্তি আহত । আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।
রাতভরের টানা বৃষ্টিতে আরও ভয়াবহ পরিস্থিতি 10 নম্বর জাতীয় সড়কের। শুক্রবার সকাল থেকে আবার ধস নামতে শুরু করেছে ৷ সেলফিদাড়া ও বিড়িকদাড়াতেও ধস নেমেছে ।
রাতভরের টানা বৃষ্টিতে আরও ভয়াবহ পরিস্থিতি 10 নম্বর জাতীয় সড়কের। শুক্রবার সকাল থেকে আবার ধস নামতে শুরু করেছে ৷ সেলফিদাড়া ও বিড়িকদাড়াতেও ধস নেমেছে ।
এদিকে সেলফিদাড়ায় পাহাড় কেটে রাস্তা তৈরির কাজও প্রায় শেষের দিকে। তার মধ্যে আবার নতুন করে ধস নামায় সমস্যা প্রশাসন। সিকিম ও কালিম্পংগামী রাস্তায় যান চলাচল বন্ধ ৷
এদিকে সেলফিদাড়ায় পাহাড় কেটে রাস্তা তৈরির কাজও প্রায় শেষের দিকে। তার মধ্যে আবার নতুন করে ধস নামায় সমস্যা প্রশাসন। সিকিম ও কালিম্পংগামী রাস্তায় যান চলাচল বন্ধ ৷
লাভা হয়ে সিকিম ও কালিম্পংগামী রাস্তাটিতেও একাধিক জায়গা ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সড়কের ধস সরানোর কাজ শুরু করেছে প্রশাসন। তবে ওই রাস্তা দিয়েও ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ১৪ই জুলাই পর্যন্ত।যদিও ছোট গাড়ি ওই রাস্তায় চলাচল করছে।
লাভা হয়ে সিকিম ও কালিম্পংগামী রাস্তাটিতেও একাধিক জায়গা ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সড়কের ধস সরানোর কাজ শুরু করেছে প্রশাসন। তবে ওই রাস্তা দিয়েও ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ১৪ই জুলাই পর্যন্ত।যদিও ছোট গাড়ি ওই রাস্তায় চলাচল করছে।