Category Archives: শিলিগুড়ি

Charkhole-Travel: গরমের ছুটিতে যান চারখোল! খাওয়া-থাকা খুব সস্তা! কীভাবে যাবেন? কোথায় থাকবেন? জানুন বিস্তারিত

গরমের ছুটিতে এবার প্রকৃতির কোলে এসির মজা উপভোগ করতে হলে ছুটে যেতেই হবে পাহাড়ি এই গ্রামে। গরমে একটু স্বস্তির খোঁজে প্রত্যেকেই। তীব্র গরমে আর ব্যস্ততম, কোলাহলপূর্ন জীবন থেকে একটু বিরতি নিতে হলে যেতে হবে কালিম্পংয়ের এই পাহাড়ি গ্রাম চারখোল'য়ে।
গরমের ছুটিতে এবার প্রকৃতির কোলে এসির মজা উপভোগ করতে হলে ছুটে যেতেই হবে পাহাড়ি এই গ্রামে। গরমে একটু স্বস্তির খোঁজে প্রত্যেকেই। তীব্র গরমে আর ব্যস্ততম, কোলাহলপূর্ন জীবন থেকে একটু বিরতি নিতে হলে যেতে হবে কালিম্পংয়ের এই পাহাড়ি গ্রাম চারখোল-এ।
চারখোল। মানে চারদিক দিয়ে খোলা। এখানে প্রকৃতি যেন আপনার হাতের মুঠোয় । শুধু আপনার যে কোনো দিকে হাতটা বাড়ানোর অপেক্ষা, প্রকৃতি যেন গদগদ হয়ে উঠবে আপনার হাতের স্পর্শে । এ এক অদ্ভুত ভালবাসা ।
চারখোল। মানে চারদিক দিয়ে খোলা। এখানে প্রকৃতি যেন আপনার হাতের মুঠোয় । শুধু আপনার যে কোনো দিকে হাতটা বাড়ানোর অপেক্ষা, প্রকৃতি যেন গদগদ হয়ে উঠবে আপনার হাতের স্পর্শে । এ এক অদ্ভুত ভালবাসা ।
নিজেদের পছন্দমফিক খাবার অর্ডারের ব্যবস্থাও আছে, প্রয়োজন মতো পনির, দেশি মুরগির মাংস, খাসির মাংস ও পেয়ে যাবেন। তিন'চারদিন সময় কাটানোর জন্য জাস্ট দারুণ।আর যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ায় বয়স্ক নাগরিকদের জন্য বিষয়টা একদমই কষ্টকর নয় বরং উপভোগ্য। খাবারের সঙ্গে রাতে থাকছে বারবিকিউ ও ক্যাম্প ফায়ারের ব্যবস্থাও।
নিজেদের পছন্দমফিক খাবার অর্ডারের ব্যবস্থাও আছে, প্রয়োজন মতো পনির, দেশি মুরগির মাংস, খাসির মাংস ও পেয়ে যাবেন। তিন’চারদিন সময় কাটানোর জন্য জাস্ট দারুণ।আর যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ায় বয়স্ক নাগরিকদের জন্য বিষয়টা একদমই কষ্টকর নয় বরং উপভোগ্য। খাবারের সঙ্গে রাতে থাকছে বারবিকিউ ও ক্যাম্প ফায়ারের ব্যবস্থাও।
শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেল স্টেশন কিংবা বাগডোগরা বিমানবন্দর থেকে ৭২ কিলোমিটার দুরে সুন্দর মনোরম পাহাড়ি গ্রামের মধ্যে অনবদ্য সুন্দর, পরিষ্কার ও নতুন ভাবে সাজিয়েছে প্রকৃতি। পরিবার ও বন্ধুবান্ধদের সঙ্গে নিয়ে উপভোগ করুন গরমের ছুটির দিনগুলোকে।
শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেল স্টেশন কিংবা বাগডোগরা বিমানবন্দর থেকে ৭২ কিলোমিটার দুরে সুন্দর মনোরম পাহাড়ি গ্রামের মধ্যে অনবদ্য সুন্দর, পরিষ্কার ও নতুন ভাবে সাজিয়েছে প্রকৃতি। পরিবার ও বন্ধুবান্ধদের সঙ্গে নিয়ে উপভোগ করুন গরমের ছুটির দিনগুলোকে।
এনজেপি রেল স্টেশন কিংবা বাগডোগরা বিমানবন্দর থেকে কালিঝোড়া হয়ে সামথার ফরেস্ট পেরিয়েই পৌছে যাবেন চারখোল। রাস্তা বেশ সুন্দর। সময় লাগে মাত্র ২ ঘন্টার মতো। কালিম্পং বাজার থেকে শেয়ার গাড়ির ব্যবস্থা আছে। এনজেপি থেকে রিজার্ভ গাড়ি করলে খরচ হনে ৩৫০০ টাকা ।
এনজেপি রেল স্টেশন কিংবা বাগডোগরা বিমানবন্দর থেকে কালিঝোড়া হয়ে সামথার ফরেস্ট পেরিয়েই পৌছে যাবেন চারখোল। রাস্তা বেশ সুন্দর। সময় লাগে মাত্র ২ ঘন্টার মতো। কালিম্পং বাজার থেকে শেয়ার গাড়ির ব্যবস্থা আছে। এনজেপি থেকে রিজার্ভ গাড়ি করলে খরচ হনে ৩৫০০ টাকা ।
চারখোলে রয়েছে অনক হোম স্টে। বেশিরভাগই ডিলাক্স রুম। মাথাপিছু খরচ হবে ১২০০ টাকা, সঙ্গে প্রতিদিন খাওয়াদাওয়া নিয়ে। একটা ঘরে সর্বনিম্ন তিন জনের থাকার ব্যবস্থা রয়েছে। থাকবে সকালে চা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাকস্ আর ডিনার।
চারখোলে রয়েছে অনক হোম স্টে। বেশিরভাগই ডিলাক্স রুম। মাথাপিছু খরচ হবে ১২০০ টাকা, সঙ্গে প্রতিদিন খাওয়াদাওয়া নিয়ে। একটা ঘরে সর্বনিম্ন তিন জনের থাকার ব্যবস্থা রয়েছে। থাকবে সকালে চা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাকস্ আর ডিনার।

Weather Updates: দক্ষিণ ও উত্তর দুই বঙ্গেই টানা চলবে তুমুল ঝড়-বৃষ্টি! কোথায় জারি হল কমলা সতর্কতা? জানুন

উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার। উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা।
পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার। উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা।
আগামী কয়েকদিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়ের পূর্বাভাস রয়েছে। তবে ঝড়ের তীব্রতা স্থানভেদে আলাদা হতে পারে।
আগামী কয়েকদিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়ের পূর্বাভাস রয়েছে। তবে ঝড়ের তীব্রতা স্থানভেদে আলাদা হতে পারে।
হওয়া অফিস সূত্রে জানা গিয়েছে,আগামী সাতদিন পশ্চিমবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ সর্বোচ্চ তাপমাত্রার বড় কোনও পরিবর্তন নেই ৷ সব জেলাতে বৃষ্টি হবে ৷
হওয়া অফিস সূত্রে জানা গিয়েছে,আগামী সাতদিন পশ্চিমবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ সর্বোচ্চ তাপমাত্রার বড় কোনও পরিবর্তন নেই ৷ সব জেলাতে বৃষ্টি হবে ৷
শুক্রবার সবক'টি জেলায় বৃষ্টির পরিস্থিতির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে ৷উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টি এবং দমকা হাওয়া বইবে ৷
শুক্রবার সবকটি জেলায় বৃষ্টির পরিস্থিতির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে ৷উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টি এবং দমকা হাওয়া বইবে ৷

Summer Travel: পাহাড়ের কোলে এক টুকরো স্বর্গ! গরমের ছুটিতে যান এই ৫ অচেনা পাহাড়ি গ্রামে! খুব সস্তা! জানুন

সিটং: সিটং আরেকটি ছোট পাহাড়ি জায়গা কার্শিয়াং এর কাছাকাছি ৪ হাজার হাজার ফুট উচ্চতায় আছে সমুদ্রপৃষ্ঠ থেকে। ইউক্যালিপটাস গাছের এবং জঙ্গলের মধ্যে দিয়ে সূর্যের রশ্মি নিজের পথ খুঁজে নিয়েছে। পাথরের গায়ে সচ্ছ ও সাদা ঝরনা কেটে বেরিয়ে যাচ্ছে যা দেখলে মনে হবে আপনি একটি স্বর্গে এসে পৌঁছেছেন।
সিটং আরেকটি ছোট পাহাড়ি জায়গা কার্শিয়াং এর কাছাকাছি ৪ হাজার হাজার ফুট উচ্চতায় আছে সমুদ্রপৃষ্ঠ থেকে। ইউক্যালিপটাস গাছের এবং জঙ্গলের মধ্যে দিয়ে সূর্যের রশ্মি নিজের পথ খুঁজে নিয়েছে। পাথরের গায়ে সচ্ছ ও সাদা ঝরনা কেটে বেরিয়ে যাচ্ছে যা দেখলে মনে হবে আপনি একটি স্বর্গে এসে পৌঁছেছেন।
জোড়পোখরি: পাহাড়ে ঘেরা ছোট্ট শৈল শহর। দার্জিলিং থেকে ১৯ কিলোমিটার দূরে অবস্থিত! জোড় কথার অর্থ দুই এবং পোখরি মানে হ্রদ। জোড়া সরোবর রয়েছে বলেই এই জায়গার নাম রাখা হয়েছে জোড়পোখরি। আপনি যদি জঙ্গল ভালবাসেন তাহলে ঘুরে আসতে পারেন এই জায়গা।
জোড়পোখরি: পাহাড়ে ঘেরা ছোট্ট শৈল শহর। দার্জিলিং থেকে ১৯ কিলোমিটার দূরে অবস্থিত! জোড় কথার অর্থ দুই এবং পোখরি মানে হ্রদ। জোড়া সরোবর রয়েছে বলেই এই জায়গার নাম রাখা হয়েছে জোড়পোখরি। আপনি যদি জঙ্গল ভালবাসেন তাহলে ঘুরে আসতে পারেন এই জায়গা।
চটকপুর: নিউ জলপাইগুড়ি থেকে ৬৪ কিলোমিটার দূরে আছে পাহাড়ি গ্রাম চটক। উচ্চতা হবে ৭৪০০ ফিট। ওইখানে পৌঁছতে গেলে আপনাকে অথরিটি থেকে একটি পাস বানিয়ে নিতে হবে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে সরু পথ বেয়ে চলে যাচ্ছে চটকপুর গ্রাম অবধি । ব্যালকনিতে বসে আপনি হোমস্টে থেকে দেখতে পাবেন অপূর্ব সুন্দর মেঘে ঢাকা পর্বত এবং বরফাবৃত কাঞ্চনজঙ্ঘার চূড়া।
চটকপুর: নিউ জলপাইগুড়ি থেকে ৬৪ কিলোমিটার দূরে আছে পাহাড়ি গ্রাম চটক। উচ্চতা হবে ৭৪০০ ফিট।ওইখানে পৌঁছাতে গেলে আপনাকে অথরিটি থেকে একটি পাস বানিয়ে নিতে হবে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে সরু পথ বেয়ে চলে যাচ্ছে চটকপুর গ্রাম অবধি । ব্যালকনিতে বসে আপনি হোমস্টে থেকে দেখতে পাবেন অপূর্ব সুন্দর মেঘে ঢাকা পর্বত এবং বরফাবৃত কাঞ্চনজঙ্ঘার চূড়া।
লেপচাজগৎ: লেপচাজগৎ-এ সূর্যোদয় একটি স্বর্গীয় দৃশ্য। এটি আরেকটি অফবিট গন্তব্য যা দার্জিলিং থেকে মাত্র ১৯ কিলোমিটার দূর অবস্থিত। আপনি দার্জিলিং থেকে লেপচাজগৎ যেতে পারেন ঘুম স্টেশন হয়ে!রাত্রিবেলায় এই জায়গা থেকে দার্জিলিংয়ের আলোক মন্ডিত রূপ দেখে মুগ্ধ হবেন আপনি।
লেপচাজগৎ: লেপচাজগৎ-এ সূর্যোদয় একটি স্বর্গীয় দৃশ্য। এটি আরেকটি অফবিট গন্তব্য যা দার্জিলিং থেকে মাত্র ১৯ কিলোমিটার দূর অবস্থিত। আপনি দার্জিলিং থেকে লেপচাজগৎ যেতে পারেন ঘুম স্টেশন হয়ে!রাত্রিবেলায় এই জায়গা থেকে দার্জিলিংয়ের আলোক মন্ডিত রূপ দেখে মুগ্ধ হবেন আপনি।
রামধুরা: দু’দিকে সারি সারি পাইন গাছ। তার মাঝখান দিয়ে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কালিম্পং থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত রামধুরা! প্যারাগ্লাইডিং, বার্ডওয়াচিংও কিন্তু করতে পারেন এখান থেকে। নিউ জলপাইগুড়ি থেকে খাতায় কলমে ৮৬ কিমি আর বাগডোগরা থেকে ৮৯ কিমি এর মতো।
রামধুরা: দু’দিকে সারি সারি পাইন গাছ। তার মাঝখান দিয়ে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কালিম্পং থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত রামধুরা! প্যারাগ্লাইডিং, বার্ডওয়াচিংও কিন্তু করতে পারেন এখান থেকে। নিউ জলপাইগুড়ি থেকে খাতায় কলমে ৮৬ কিমি আর বাগডোগরা থেকে ৮৯ কিমি এর মতো।

Darjeeling Paragliding Service: পর্যটকদের জন্য সুখবর! সাত বছর পর দার্জিলিংয়ে চালু হল দারুণ এক পরিষেবা

অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের জন্য দারুণ খবর। দীর্ঘ সাত বছর বন্ধ থাকার পর পুনরায় দার্জিলিংয়ে চালু হল প্যারাগ্লাইডিং। দার্জিলিংয়ের সেন্ট পলস থেকে লেবং পর্যন্ত আকাশে আড়াই কিলোমিটার পথ পরিক্রমা করতে পর্যটকদের খরচ পড়ছে ৩৫০০ টাকা। আগাম বুকিং করে তবেই প্যারাগ্লাইডিংয়ের আনন্দ নেওয়ার সুযোগ মিলছে। (অনির্বাণ রায়)
অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের জন্য দারুণ খবর। দীর্ঘ সাত বছর বন্ধ থাকার পর পুনরায় দার্জিলিংয়ে চালু হল প্যারাগ্লাইডিং। দার্জিলিংয়ের সেন্ট পলস থেকে লেবং পর্যন্ত আকাশে আড়াই কিলোমিটার পথ পরিক্রমা করতে পর্যটকদের খরচ পড়ছে ৩৫০০ টাকা। আগাম বুকিং করে তবেই প্যারাগ্লাইডিংয়ের আনন্দ নেওয়ার সুযোগ মিলছে। (অনির্বাণ রায়)
দার্জিলিংয়ের প্যারাগ্লাইডিংয়ের পরিচালক কর্মা শেরপা জানিয়েছেন, প্রশিক্ষণপ্রাপ্ত দু’জন গ্লাইডার এবং দুজন পাইলট প্যারাগ্লাইডিং পরিচালনা করছেন। রোজ ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত এই পরিষেবা চালু থাকছে। কারণ, সকাল ১০টার পরে পশ্চিমী হাওয়া বইতে শুরু করায় প্যারাগ্লাইডিং করা সম্ভব হয় না। রোজ মাত্র ছ’জন পর্যটক এই প্যারাগ্লাইডিং এর সুযোগ পাবেন।
দার্জিলিংয়ের প্যারাগ্লাইডিংয়ের পরিচালক কর্মা শেরপা জানিয়েছেন, প্রশিক্ষণপ্রাপ্ত দু’জন গ্লাইডার এবং দুজন পাইলট প্যারাগ্লাইডিং পরিচালনা করছেন। রোজ ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত এই পরিষেবা চালু থাকছে। কারণ, সকাল ১০টার পরে পশ্চিমী হাওয়া বইতে শুরু করায় প্যারাগ্লাইডিং করা সম্ভব হয় না। রোজ মাত্র ছ’জন পর্যটক এই প্যারাগ্লাইডিং এর সুযোগ পাবেন।
শূন্যে ভাসতে ভাসতে পর্যটকদের কাছে আরও সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করার সুযোগও থাকছে। তবে এই অ্যাডভেঞ্চারের আনন্দ নিতে পর্যটকদের ৫০০ টাকা দিয়ে আগাম বুকিং করতে হবে। বাকি টাকা দিতে হবে প্যারাগ্লাইডিংয়ের সময়। হোটেল থেকে পর্যটককে তুলে সেন্ট পলসে নিয়ে যাওয়া এবং লেবংয়ে নামার পর সেখান থেকে গাড়িতে পর্যটককে হোটেলে পৌঁছে দেওয়া হবে।
শূন্যে ভাসতে ভাসতে পর্যটকদের কাছে আরও সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করার সুযোগও থাকছে। তবে এই অ্যাডভেঞ্চারের আনন্দ নিতে পর্যটকদের ৫০০ টাকা দিয়ে আগাম বুকিং করতে হবে। বাকি টাকা দিতে হবে প্যারাগ্লাইডিংয়ের সময়। হোটেল থেকে পর্যটককে তুলে সেন্ট পলসে নিয়ে যাওয়া এবং লেবংয়ে নামার পর সেখান থেকে গাড়িতে পর্যটককে হোটেলে পৌঁছে দেওয়া হবে।
আবহাওয়া খারাপ থাকার কারণে প্যারাগ্লাইডিং করতে না পারলে সংশ্লিষ্ট অগ্রিম দেওয়া টাকা ফেরত দেওয়া হবে পর্যটককে। কর্মা এ দিন বলেন, 'আমরা পর্যটকদের কাছ থেকে খুব ভাল সাড়া পাচ্ছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে ফোন করে স্লট বুকিং-সহ অন্যান্য খোঁজখবর করছেন। কিন্তু আপাতত রোজ আমরা মাত্র ছ’জনকে পরিষেবা দিতে পারছি।'
আবহাওয়া খারাপ থাকার কারণে প্যারাগ্লাইডিং করতে না পারলে সংশ্লিষ্ট অগ্রিম দেওয়া টাকা ফেরত দেওয়া হবে পর্যটককে। কর্মা এ দিন বলেন, ‘আমরা পর্যটকদের কাছ থেকে খুব ভাল সাড়া পাচ্ছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে ফোন করে স্লট বুকিং-সহ অন্যান্য খোঁজখবর করছেন। কিন্তু আপাতত রোজ আমরা মাত্র ছ’জনকে পরিষেবা দিতে পারছি।’
জিটিএর অ্যাডভেঞ্চার ট্যুরিজম বিভাগের মুখ্য আহ্বায়ক দাওয়া শেরপার বক্তব্য, 'অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে উৎসাহ দিতেই জিটিএ এই পরিষেবা চালু করেছে। আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন অফিশিয়ালি সকলের সামনে আনা হবে। শুধুমাত্র রেজিস্টার্ড অ্যাডভেঞ্চার সংস্থাগুলোকেই পরিষেবা দেওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে।'
জিটিএর অ্যাডভেঞ্চার ট্যুরিজম বিভাগের মুখ্য আহ্বায়ক দাওয়া শেরপার বক্তব্য, ‘অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে উৎসাহ দিতেই জিটিএ এই পরিষেবা চালু করেছে। আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন অফিশিয়ালি সকলের সামনে আনা হবে। শুধুমাত্র রেজিস্টার্ড অ্যাডভেঞ্চার সংস্থাগুলোকেই পরিষেবা দেওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, 'কালিম্পং, দার্জিলিংয়ের পর এবার কার্সিয়াংয়েও প্যারাগ্লাইডিং পরিষেবা চালু করার চিন্তাভাবনা শুরু হয়েছে। ইতিমধ্যে একটি ট্রায়াল ফ্লাইট হয়ে গিয়েছে। বিভিন্ন বিষয়ে ইতিমধ্যে সমীক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, গিদ্দাপাহাড় থেকে শুরু হয়ে রোহিণীতে গিয়ে নামানো হবে।'  খুব তাড়াতাড়ি এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, ‘কালিম্পং, দার্জিলিংয়ের পর এবার কার্সিয়াংয়েও প্যারাগ্লাইডিং পরিষেবা চালু করার চিন্তাভাবনা শুরু হয়েছে। ইতিমধ্যে একটি ট্রায়াল ফ্লাইট হয়ে গিয়েছে। বিভিন্ন বিষয়ে ইতিমধ্যে সমীক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, গিদ্দাপাহাড় থেকে শুরু হয়ে রোহিণীতে গিয়ে নামানো হবে।’  খুব তাড়াতাড়ি এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Bangla Video: পর্যটকদের জন্য দারুণ খবর! এবার ঘুরতে গিয়ে আর‌ও সুবিধা

শিলিগুড়ি: পর্যটকদের জন্য দারুন খবর। এবার উত্তরবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র গাজলডোবা যাওয়া যাবে আরও তাড়াতাড়ি। ভোরের আলো’র পথে ক্যানাল রোডে সেতু সংস্কারের কাজ প্রায় শেষের পথে। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ভোরের আলো। এতদিন সেই ‘ভোরের আলো’য় পৌঁছতে নাজেহাল হতে হচ্ছিল পর্যটক সহ গ্রামবাসীদেরও।

প্রায় ২ বছর আগে, সাহুডাঙি থেকে গাজোলডোবা যাওয়ার পথে করতোয়া সেতু ক্ষতিগ্রস্থ হয়। আর সেই সেতু সংস্কারের কাজ দীর্ঘদিন থমকে ছিল। বিকল্প পথ হিসেবে সকলে আমবাড়ি হয়ে গাজোলডোবায় যাচ্ছিলেন। কেউবা নদী পার করে জঙ্গল হয়ে শহরে যাতায়াত করতেন। তবে সেই পথে যাওয়াটাও নিরাপদ নয়।

আরও পড়ুন: নেতাজিকে প্রণাম করে সুভাষগ্রামে প্রচারে সৃজন

আমবাড়ি স্টেশন সংলগ্ন রেলগেট থাকায়, সেখানে দীর্ঘক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকতে হয় বলে অভিযোগ। এবিষয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা মিলছিল না বলেও অভিযোগ উঠেছিল। তবে অবশেষে করতোয়া সেতুর পাশে ডাইভারশন তৈরির কাজ প্রায় শেষের দিকে। ডাইভারশন খুলে দিলেই এই রাস্তা দিয়ে ‘ভোরের আলো’ আরও তাড়াতাড়ি যাওয়া যাবে। স্থানীয় বাসিন্দা ভগবান সিংহ জানান, এই সেতু সংস্কারের কাজ বহুদিন ধরে আটকে ছিল। ফলে যাতায়াতে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়। যেহেতু কোন‌ও বড় গাড়ি বা অ্যাম্বুলেন্স এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে না, তাই শুধুমাত্র বাইক নিয়েই পারাপার করা যায়। তবে গ্রামে কেউ অসুস্থ হলে এই রাস্তা দিয়ে যাওয়া সম্ভব হয় না। তবে এই রাস্তা তৈরি হলে অনেকটাই সুবিধা হবে।

ব্রিজের কর্মরত সুপারভাইজার শরৎ চৌধুরি বলেন, বিগত এক বছর ধরে আমরা এই ব্রিজ মেরামতির কাজের সঙ্গে যুক্ত রয়েছি। গজলডোবা যাওয়ার পথে করোতোয়া এবং নিম দুটি সেতু পরে। এই দুইটি সেতুর অবস্থাই খুব একটা ভাল নয়। তাই ডাইভারশন তৈরির কাজ চলছে। আগামী সাত দিনের মধ্যেই এটি খুলে দেওয়া যাবে। ডাইভারশন দিয়ে গাড়ি যাতায়াত করা শুরু হলে পাশ দিয়ে নতুন ব্রিজ তৈরি করা হবে। অন্যদিকে গাজলডোবা ঘুরতে যাচ্ছিলেন শঙ্কর মাহাত। তিনি বলেন, এই ব্রিজটা তৈরি হয়ে গেলে সত্যিই আমাদের খুব সুবিধা হবে। নয়ত আমবাড়ি দিয়ে ঘুরে যেতে অনেকটাই সময় লাগে, মাঝে রেল ব্রিজ পড়ায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। এই ডাইভারশন দিয়ে যাতায়াতটা শুরু হলে অন্তত আধা ঘন্টা সময় বাঁচবে।

অনির্বাণ রায়

Rabindranath Tagore Birth Anniversary: আরাধ্য দেবতার আসনে বিশ্বকবির বিগ্রহ, এই মন্দিরে পূজিত রবীন্দ্রনাথ ঠাকুর

অনির্বাণ রায়, শিলিগুড়ি : শিলিগুড়িতে অবস্থিত ‘উত্তরের শান্তিনিকেতন’-এর মন্দিরে ঈশ্বর রূপে পূজিত হন রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বাস না হলেও এটাই সত্যি। শিলিগুড়ি শহরের অদূরে ঠাকুরনগর এলাকায় অবস্থান মন্দিরের। লোকমুখে “উত্তরের শান্তিনিকেতন” বলেই পরিচিত এই জায়গাটি।শুধু ভারত নয়, গোটা বিশ্বের এটি একমাত্র মন্দির যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ঈশ্বর রূপে পূজা করা হয়ে থাকে। শিলিগুড়ির বাসিন্দা শংকর ঘোষ ২০০২ সালে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন।

শংকর বাবুর কথায়, তাঁর গুরু শরৎচন্দ্র দাস মহাশয়ের ইচ্ছায় “শ্রী শ্রী গৌড় ভবামিত বিশ্ব কল্যাণকামী হরিগুরু সংঘ” শুরু করেছিলেন। এই সংঘের নামটিও রবি ঠাকুরের দেওয়া বলে তাঁদের দাবি। শংকর বাবুর গুরুদেব ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পরম ভক্ত। গুরুর আদেশ মতোই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বের দরবারে পূজিত করার লক্ষ্যে মন্দির স্থাপনা করেছিলেন তিনি এবং পুজোও শুরু করেছিলেন এই মন্দিরে। মৃত্যুবার্ষিকী এবং জন্মবার্ষিকীতে সকলে বিশ্বকবি রবীন্দ্রনাথকে মনে করলেও, আজও তিন বেলা রবি ঠাকুরের পুজো করা হয়ে থাকে এই মন্দিরে। জন্মবার্ষিকীতে ভোগ দিয়ে, রীতিমতো ঈশ্বর রূপে পূজা করা হয়ে থাকে এখানে।

তিন বিঘা জমির উপর ঠাকুরনগরের “উত্তরের শান্তিনিকেতন” তৈরির মূল উদ্দেশ্য ছিল অসহায় অনাথ শিশুদের আশ্রয় দেওয়ার কথা চিন্তা করে। তবে সাহায্যের অভাবে পরিকাঠামোগত অভাবে আজও সেই স্বপ্ন অধরাই থেকে গেছে শংকরবাবুর।

আরও পড়ুন : গরমে বিউলির ডাল খাচ্ছেন? এঁরা ভুলেও কলাইয়ের ডাল খাবেন না! এই ডাল খেলেই চরম বিপদ এঁদের

মন্দিরের পূজো দিতে এসে শংকরবাবু বলেন, ” গোটা ভারতবর্ষ তথা বিশ্বের এটি একমাত্র মন্দির যে মন্দিরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা দিয়ে থাকি আমরা। প্রতিদিন তিন বেলা পুজো দেওয়া হয়। এবং বাৎসরিক অনুষ্ঠানে নিজের হতে পায়েস রান্না করে ভোগ দিই।” করোনা কালের পর থেকে যদিও সাড়ম্বরে অনুষ্ঠান পালন করা বন্ধ হয়েছে।

শংকর বাবু আরও জানান, “আমি আজও দুয়ারে দুয়ারে ছুটছি সাহায্যের জন্য, সাহায্যের জন্য কেউ এগিয়ে এলেই এখানে গরিব অসহায় অনাথ শিশুদের আশ্রয়ের জায়গা তৈরি করব।” বর্তমানে শংকর বাবু এবং মন্দিরের এক পূজারী রয়েছেন। তাঁরাই মন্দিরের তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন।

IMD Weather Update: ৩০-৪০ কিমি বেগে ঝড়ের দাপট, আকাশ কালো করে বৃষ্টি! সপ্তাহ জুড়ে কোথায় হবে তাণ্ডব

গরমের ছুটিতে অনেকেই রয়েছেন যারা উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন অথবা ঘুরতে গিয়েছেন।ঘুরতে যাওয়ার আগে দেখে নিন শুক্রবার পর্যন্ত কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া।
গরমের ছুটিতে অনেকেই রয়েছেন যারা উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন অথবা ঘুরতে গিয়েছেন।ঘুরতে যাওয়ার আগে দেখে নিন শুক্রবার পর্যন্ত কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া।
মঙ্গলবার বিকেলে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টি না হলেও শিলিগুড়িতে এক পশলা বৃষ্টি হয়েছে। বুধবার সকাল থেকে সূর্যের দেখা মেলেনি।
মঙ্গলবার বিকেলে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টি না হলেও শিলিগুড়িতে এক পশলা বৃষ্টি হয়েছে। বুধবার সকাল থেকে সূর্যের দেখা মেলেনি।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকায় সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হওয়ার কারণে বিপুল পরিমাণে জলীয়বাষ্প রাজ্যের পরিমণ্ডলে ঢুকছে। আর এর ফলে দক্ষিণবঙ্গ তো বটেই উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকায় সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হওয়ার কারণে বিপুল পরিমাণে জলীয়বাষ্প রাজ্যের পরিমণ্ডলে ঢুকছে। আর এর ফলে দক্ষিণবঙ্গ তো বটেই উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতি বেগে ঝড় বইতে পারে। দু'দিন উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।
বৃহস্পতিবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতি বেগে ঝড় বইতে পারে। দু’দিন উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।

Dotara Making: দোতারাকে সঙ্গী করে দিব্যি আছেন শিলিগুড়ির সুভাষ

শিলিগুড়ি: “ভাল কইরা বাজাও গো দোতারা / সুন্দরী কমলা নাচে…”
এই গান সকলেই শুনেছেন। দোতারার সুরে কমলারা আজকাল নাচে না। বর্তমানে দোতারার জায়গা করে নিয়েছে উকুলেলে। কালের বিবর্তনে আধুনিক সংস্কৃতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে হারিয়ে গেছে এমন‌ই অনেক বাদ্যযন্ত্র। এসবের জায়গায় দখল করে আছে আধুনিক ঘরানার নানান বাদ্যযন্ত্র। বর্তমানে সঙ্গীতে পাশ্চাত্য যন্ত্রের বেশি ব্যবহার এবং দেশীয় বাদ্যযন্ত্রের প্রতি অনান্তরিকতা ও উদাসীন মনোভাবের কারণে হারিয়ে যেতে বসেছে বাংলার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র দোতারা। শুধু তাই নয়, এর সঙ্গে যুক্ত যন্ত্রশিল্পীরা দীর্ঘদিন চর্চা করেও বাদ্যযন্ত্র পরিবেশনার সুযোগ, পরিবেশের অভাবে চর্চার আগ্রহ হারাচ্ছেন।

এমনি পরিস্থিতিতে দোতারা চর্চার ধারাকে অব্যাহত রাখতে বিগত কয়েক বছর ধরে নিজের হাতে দোতারা তৈরি করছেন শিলিগুড়ির ক্ষুদিরাম কলোনির বাসিন্দা সুভাষ কর্মকার। ছোটবেলার বাবার কাছে দোতারায় গান শেখেন। দোতারা বাদক হিসেবে প্রচুর জায়গায় অনুষ্ঠান করেছেন। তবে মাঝে পেটের টানে অন্য পেশায় যুক্ত হয়েছিলেন। কিন্তু দোতারাকে তিনি ভুলতে পারেননি সুভাষ। নিজের হাতে দোতারা বানিয়ে এখন তাঁর দিব্যি কাটছে। নাতিদের নিয়ে মাঝে মাঝে দোতারার পাঠও দিচ্ছেন। তাঁর কথায়, এই দোতারাকে সম্বল করেই আমার বেঁচে থাকা। এখন সবাই দেশী বাদ্যযন্ত্র ভুলে পাশ্চাত্য বাদ্যের প্রেমে পড়েছে। তবে আমি আমার মাটির জিনিসকে আঁকড়ে ধরে রাখতে চাই।

আরও পড়ুন: সুন্দরবনে লবণ সহনশীল বিকল্প চাষ! প্রশিক্ষণ বাসন্তী ও কুলতলিতে

সুভাষবাবু আরও জানান, এখন ক্রেতাও সঠিকমূল্য না পাওয়ায় বাদ্যযন্ত্রের প্রস্তুতকারক ও মেরামতকারীরা পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। ধীরে ধীরে এসব বাদ্যযন্ত্রের ক্রেতা কমে যাওয়ায় কারিগরদেরও এখন আর সেভাবে খুঁজে পাওয়া যায় না। অনেকেই পেটের দায়ে পাড়ি জমিয়েছেন অন্য পেশায়। তবে তিনি কিন্তু হাল ছাড়েননি। শিলিগুড়িতে সুভাষবাবু একমাত্র দোতারা প্রস্তুতকারক হিসেবে পরিচিত। অর্ডার অনুযায়ী তিনি দোতারা তৈরি করে থাকেন। এক একটা দোতারা তৈরি করতে তাঁর তিন থেকে চার দিন সময় লাগে। সকাল থেকেই ছেনি, হাতুড়ি, বাটালি নিয়ে বসে পড়েন দোতারা তৈরিতে। এর মাঝেই নাতি এসে গান শোনাতে বললে তাদের আবদার মেটাতে কিন্তু ভোলেন না সুভাষ

অনির্বাণ রায়

Tourism: সিকিম-কালিম্পং যাচ্ছেন? খরচ চারগুণ বেড়েছে, নাজেহাল পর্যটকরা, কারণ…

পর্যটনের ভরা মরশুমে এখন সকলেই শীতলতার খোঁজে পাহাড়ে ছুটছেন। তবে পাহাড়ে যেতেও কালঘাম ছুটছে এখন পর্যটকদের। কারণ মেরামতির জন্য সোমবার সকাল থেকে কালিম্পং এবং সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ করা হয়েছে। ফলে ঘুরপথে যেতে হচ্ছে সিকিম বা কালিম্পং। পর্যটকদের অভিযোগ,রাস্তা বন্ধ থাকার সুযোগকে কাজে লাগাচ্ছেন গাড়ি চালকরা। (অনির্বাণ রায়)
পর্যটনের ভরা মরশুমে এখন সকলেই শীতলতার খোঁজে পাহাড়ে ছুটছেন। তবে পাহাড়ে যেতেও কালঘাম ছুটছে এখন পর্যটকদের। কারণ মেরামতির জন্য সোমবার সকাল থেকে কালিম্পং এবং সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ করা হয়েছে। ফলে ঘুরপথে যেতে হচ্ছে সিকিম বা কালিম্পং। পর্যটকদের অভিযোগ,রাস্তা বন্ধ থাকার সুযোগকে কাজে লাগাচ্ছেন গাড়ি চালকরা। (অনির্বাণ রায়)
রাস্তা মেরামতির কারণে, ১০ নম্বর জাতীয় সড়কের একটা অংশ বন্ধ রাখা হয়েছে। ফলে গাড়িগুলি চলাচল করবে গরুবাথান-আলগাড়া হয়ে। গাড়ি ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রায় দ্বিগুণ ভাড়া চেয়ে বসছেন চালকরা। ঠিক সেই কারণেই হয়রানির শিকার হতে হচ্ছে কালিম্পং সিকিমগামী পর্যটকদের।
রাস্তা মেরামতির কারণে, ১০ নম্বর জাতীয় সড়কের একটা অংশ বন্ধ রাখা হয়েছে। ফলে গাড়িগুলি চলাচল করবে গরুবাথান-আলগাড়া হয়ে। গাড়ি ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রায় দ্বিগুণ ভাড়া চেয়ে বসছেন চালকরা। ঠিক সেই কারণেই হয়রানির শিকার হতে হচ্ছে কালিম্পং সিকিমগামী পর্যটকদের।
প্রসঙ্গত, রবিঝোরা থেকে গেইলখোলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তায় নতুন করে পিচের প্রলেপ দিতে সোমবার সকাল ৬ টা থেকে ৭২ ঘণ্টার জন্য যান চলাচল পুরোপুরি বন্ধ করা হয়েছে। তবে কাজ হওয়ার পর বৃহস্পতিবার সকালে ফের রাস্তায় যান চলাচল স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, রবিঝোরা থেকে গেইলখোলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তায় নতুন করে পিচের প্রলেপ দিতে সোমবার সকাল ৬ টা থেকে ৭২ ঘণ্টার জন্য যান চলাচল পুরোপুরি বন্ধ করা হয়েছে। তবে কাজ হওয়ার পর বৃহস্পতিবার সকালে ফের রাস্তায় যান চলাচল স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।
যতদিন না রাস্তার ঠিক হচ্ছে ততদিন ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। যার ফলে দ্বিগুণ তিনগুণ ভাড়া চাইছে গাড়ি চালকরা।সবাধ্য হয়ে বেশি ভাড়া দিয়েই পাহাড়ে যাচ্ছেন পর্যটকরা।পর্যটনের ভরা মরশুমে এখন ঠাসা ভিড় দার্জিলিং ও নিকটবর্তী ভ্রমণস্থানগুলিতে। তার মধ্যে গাড়ি ভাড়া নিয়ে দ্বিগুণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পর্যকটকদের।
যতদিন না রাস্তার ঠিক হচ্ছে ততদিন ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। যার ফলে দ্বিগুণ তিনগুণ ভাড়া চাইছে গাড়ি চালকরা।সবাধ্য হয়ে বেশি ভাড়া দিয়েই পাহাড়ে যাচ্ছেন পর্যটকরা।পর্যটনের ভরা মরশুমে এখন ঠাসা ভিড় দার্জিলিং ও নিকটবর্তী ভ্রমণস্থানগুলিতে। তার মধ্যে গাড়ি ভাড়া নিয়ে দ্বিগুণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পর্যকটকদের।
কলকাতা থেকে আগত এক পর্যটক জানান, " পাহাড়ের রাস্তায় যে বন্ধ থাকবে সেটা জানতাম না। এখানে এসে জানতে পারি যে রাস্তা বন্ধ খানিকটা ঘুরে যেতে হবে সিকিম। তাই দ্বিগুণ ভাড়া। বাধ্য হয়ে যেতেই হচ্ছে। অন্যদিকে সিকিমগামী গাড়ির চালক জানান, "যেহেতু ঘুরপথে যেতে হচ্ছে তাই তেল খরচটা অনেকটাই বেশি । সেই জন্য স্বাভাবিক ভাড়ার থেকে একটু বেশি ভাড়া নেওয়া হচ্ছে। তবে জাতীয় সড়ক চালু হয়ে গেলে ভাড়া পুনরায় কমে আসবে বলেই জানাচ্ছেন চালকরা। তবে, এই কদিনের জন্য বাড়তি টাকা ভাড়া নেওয়ায় যথেষ্ট ক্ষুব্ধ পর্যটকরা।
কলকাতা থেকে আগত এক পর্যটক জানান, ” পাহাড়ের রাস্তায় যে বন্ধ থাকবে সেটা জানতাম না। এখানে এসে জানতে পারি যে রাস্তা বন্ধ খানিকটা ঘুরে যেতে হবে সিকিম। তাই দ্বিগুণ ভাড়া। বাধ্য হয়ে যেতেই হচ্ছে। অন্যদিকে সিকিমগামী গাড়ির চালক জানান, “যেহেতু ঘুরপথে যেতে হচ্ছে তাই তেল খরচটা অনেকটাই বেশি । সেই জন্য স্বাভাবিক ভাড়ার থেকে একটু বেশি ভাড়া নেওয়া হচ্ছে। তবে জাতীয় সড়ক চালু হয়ে গেলে ভাড়া পুনরায় কমে আসবে বলেই জানাচ্ছেন চালকরা। তবে, এই কদিনের জন্য বাড়তি টাকা ভাড়া নেওয়ায় যথেষ্ট ক্ষুব্ধ পর্যটকরা।

Weather: উত্তরের ৮ জেলায় আজও বহাল ঝড়বৃষ্টি, আগামী ৭২ ঘণ্টা কেমন থাকবে আবহাওয়া? জানুন

*আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজও বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে। পাশাপাশি উত্তুরে হাওয়ার দাপট থাকবে। ফলে তাপমাত্রা থাকবে নিয়ন্ত্রণে।
*আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজও বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে। পাশাপাশি উত্তুরে হাওয়ার দাপট থাকবে। ফলে তাপমাত্রা থাকবে নিয়ন্ত্রণে।
*শিলিগুড়িতে বৃষ্টি না হলেও শীতল হাওয়া বইছে। শিলিগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস থাকবে।
*শিলিগুড়িতে বৃষ্টি না হলেও শীতল হাওয়া বইছে। শিলিগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস থাকবে।
*আজ উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ কয়েক বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
*আজ উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ কয়েক বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
*একইসঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার।
*একইসঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার।
*অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে।
*অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে।