রায়গঞ্জে জয়ী তৃণমূল৷

Raiganj by election results: প্রথমবার রায়গঞ্জ দখল করল তৃণমূল, লোকসভার ঘাটতি মিটিয়ে প্রায় ৫০ হাজার ভোটে জয়

রায়গঞ্জ: এই প্রথমবার রায়গঞ্জ বিধানসভা দখল করে নিল তৃণমূল কংগ্রেস৷ ১৯৯৮ সালে তৃণমূল তৈরি হওয়ার পর তো বটেই, ২০১১ সালে ক্ষমতায় আসার পরেও রায়গঞ্জে জিততে পারেনি শাসকদল৷ উপনির্বাচনে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে ৪৯ হাজারেরও বেশি ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণ৷ লোকসভা নির্বাচনে এই রায়গঞ্জ কেন্দ্র থেকেই তৃণমূলের টিকিটে লড়ে পরাজিত হন কৃষ্ণ কল্যাণী৷

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে রায়গঞ্জ থেকে জয়ী হন কৃষ্ণ কল্যাণী৷ এর পর তিনি দলবদল করে তৃণমূলে যোগ দেন৷ ফলে খাতায় কলমে রায়গঞ্জ বিজেপির দখলেই ছিল৷ এমন কি, ২০২৪-এর লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলেও রায়গঞ্জে অনেকটা এগিয়ে ছিল বিজেপি৷ সেই ঘাটতি পূরণ করে প্রথম বার রায়গঞ্জ দখল করে নিল তৃণমূল৷

আরও পড়ুন: লরি-অ্যাম্বুল্যান্স মুখোমুখি সংঘর্ষ, কেশপুরে নিহত ৬! বিয়ের একমাসের মধ্যেই শেষ সংসার

রায়গঞ্জ বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল৷ প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সির নিজের শহর রায়গঞ্জ থেকে সাংসদ হয়েছেন তাঁর স্ত্রী দীপা দাসমুন্সিও৷ তৃণমূল ক্ষমতায় আসার পরেও বিধানসভা, লোকসভায় রায়গঞ্জ জিতেছে কংগ্রেস এবং বামেরা৷ ২০১৯-এ রায়গঞ্জ লোকসভা দখল করে নেয় বিজেপি৷ ২০২১-এও রায়গঞ্জ থেকে জয় পায় বিজেপি৷

ফলে লোকসভা ভোটে যেভাবে তৃণমূল বহরমপুরকে পাখির চোখ করেছিল, সেভাবেই উপনির্বাচনে যে কোনও মূল্যে রায়গঞ্জে জিততে মরিয়া ছিল শাসক দল৷ সেই লক্ষ্যে শাসক দল পুরোপুরি সফল!