Tag Archives: Raiganj

West Bengal Bypolls 2024: দুই ফুলের মুখোমুখি লড়াইয়ে কাঁটা ‘হাত’

উত্তর দিনাজপুর: লোকসভা ভোট শেষ হতে না হতেই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের দামামা বেজে গেছে। এই কেন্দ্রের আগামী ১০ জুলাই ভোট গ্রহণ হবে। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে রায়গঞ্জ থেকে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। যদিও তখন বিধায়ক পদে ইস্তফা দেননি‌। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কৃষ্ণ কল্যানীকে রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থী করলে তিনি বিধায়ক পদে ইস্তফা দিয়ে ভোটে লড়াই করেন। যদিও নির্বাচনে বিজেপির কার্তিক পালের কাছে পরাজিত হন। সেই সূত্রেই এখানে উপনির্বাচন হচ্ছে।

এই উপনির্বাচনে মূলত ত্রিমুখী লড়াই হচ্ছে রায়গঞ্জ কেন্দ্রে। বিজেপি আসনটি ধরে রাখার জন্য প্রার্থী করেছে মানস ঘোষকে। অপরদিকে তৃণমূলের টিকিটে এই উপনির্বাচনে লড়াই করছেন সদ্য প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যানী। বাম-কংগ্রেস জোটের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত।

আর‌ও পড়ুন: অস্থায়ী শিক্ষকের কাণ্ড! ফেলে দেওয়া জিনিসে সাজছে স্কুল

বিজেপি প্রার্থী মানস ঘোষ তাঁর প্রচারে মূলত হাতিয়ার করেছেন কেন্দ্রের মোদি সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পকে। পাশাপাশি রাজ্যের রাজনৈতিক সন্ত্রাস এবং ব্যাপক দুর্নীতিকে তিনি প্রচারে টেনে আনছেন। কৃষ্ণ কল্যাণী আবার রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প ও উন্নয়নমূলক কাজগুলিকে প্রচারে হাতিয়ার করছেন। অপরদিকে জোটের পক্ষ থেকে কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত প্রচারে একযোগে তৃণমূল ও বিজেপিকে আক্রমণ করছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন, রায়গঞ্জের প্রকৃত উন্নয়ন কংগ্রেসের যতদিন বিধায়ক ছিল ততদিন হয়েছে। তৃণমূল ও বিজেপি কিছুই করেনি। তারা রায়গঞ্জে এইমস হতে দেয়নি বলে মোহিতবাবু অভিযোগ করছেন।

সব মিলিয়ে জমজমাট রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচার পর্ব। আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই কেন্দ্রের উপনির্বাচনে ভোট কাটাকাটির অঙ্ক যিনি মেলাতে পারবেন তিনিই জয়ী হবেন।

পিয়া গুপ্তা

North Dinajpur News: পর্যটকদের জন্য নতুন সাজে কুলিক পাখিরালয়! রয়েছে বিরাট চমক! কী কী থাকছে জানুন

উত্তর দিনাজপুর: পর্যটকদের আকর্ষণ করতে নতুন করে সাজানো হচ্ছে রায়গঞ্জের কুলিক পক্ষী নিবাস। কুলিক পক্ষী নিবাসে পাখি দেখতে দেখতে একদিকে যেমন চা কফির মজা নিতে পারবেন তেমনি পেয়ে যাবেন আপনার মন পছন্দের স্নাক্স। শুধু তাই নয় কুলিক পক্ষী নিবাসে পশু পাখিদের চিকিৎসা করার জন্য এবার কুলিকের মধ্যেই চালু করা হল একটি পশু চিকিৎসা কেন্দ্রও । কুলিকে আগত পশুপাখিদের চিকিৎসা করতে আগে বাইরে যেতে হত এবার কুলিকের মধ্যেই সেই সুবিধা পাওয়া যাবে।
এর পাশাপাশি সেলফি প্রেমীদের জন্য কুলিক পক্ষী নিবাসী থাকছে দুর্দান্ত সেলফি পয়েন্ট। সব মিলিয়ে মোট তিনটি প্রকল্পের উদ্বোধন করা হল কুলিক পক্ষী নিবাসী। এই প্রকল্প গুলি চালু হওয়ায় খুশি পর্যটকরা।

বহু আগেই থেকে কুলিকের ভিতরে পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্য বিভিন্নভাবে পরিকল্পনা করা হচ্ছিল। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন প্রকল্পের উদ্বোধন করেন আইএসএস প্রিন্সিপাল কনসারভেটর অফ ফরেস্ট নীরদ সিঙ্গল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় বন ও আধিকারিক দাউদ শিরপা । প্রসঙ্গত পাখিদের কলতানে মুখরিত কুলিক পক্ষী নিবাসে দিনে দিনে পর্যটকদের সংখ্যা বাড়ছে। পর্যটক ও পশু পাখিদের সুবিধার্থে এ প্রকল্প চালু করা হল।

আরও পড়ুন-    বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

কুলিক পক্ষী নিবাসের ভিতরেই আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের স্ন্যাকস আইটেম যার মধ্যে থাকছে কেক, বিস্কুট, চা ,কফি , লস্যি,এছাড়া বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম। বহু দূর দূরান্ত থেকে পর্যটকরা কুলিক পক্ষীনিবাসী ছুটে আসেন । কোনওরকম টিফিনের ব্যবস্থা না থাকায় এতদিন জাতীয় সড়কের আশেপাশে বিভিন্ন ছোট দোকানগুলোতে পর্যটকদের জলখাবারের ব্যবস্থা করতে হত। তবে এবার কুলিকের ভিতরে পাখি দেখতে দেখতে সময় চলে গেলেও কোনও ব্যাপার না কুলিকের মধ্যেই থাকবে পেটভরে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন। আর পাশাপাশি আই লাভ কুলিক লেখা একটি সেলফি স্পটও তৈরি করা হয়েছে কুলিকে আসা পর্যটকদের আনন্দ দিতে।

আরও পড়ুন-    গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

উল্লেখ্য, কুলিকে সুন্দর করে সাজানোর জন্য এর আগেই কুলিকের ৪০ টাকা টিকিটের দাম বাড়িয়ে ১২০ টাকা করা হয়েছে । এবার এই ১২০ টাকার টিকিট কেটে পর্যটকরা এসে যাতে কুলিকে নানানভাবে আনন্দ উপভোগ করতে পারে সেই ব্যবস্থাও করা হচ্ছে। দিন দিন পর্যটকদের টানতে কুলিকে সাজসজ্জা ও বিভিন্ন ধরনের পরিবর্তন আনায় খুশি সাধারণ মানুষ-সহ পর্যটকরাও।

পিয়া গুপ্তা

Bouma Sasthi: বউমারা কেন বাদ যাবে, জামাইষষ্ঠীর একদিন আগে অন্য ‘ষষ্ঠী’!

উত্তর দিনাজপুর: জামাইষষ্ঠীর একদিন আগে বউমা ষষ্ঠীতে মাতল রায়গঞ্জবাসী! প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে পালন করা হয় জামাইষষ্ঠী। বিবাহিত মেয়ে ও জামাইদের বাড়িতে আমন্ত্রণ করে ওই বিশেষ দিনে খাওয়ানো ও উপহার তুলে দেওয়ার রীতি রয়েছে।

জামাইদের মঙ্গল কামনা করে জামাইষষ্ঠীর প্রাচীন রীতির পাশাপাশি গত কয়েক বছর ধরে বিভিন্ন জায়গায় চালু হয়েছে বউমা ষষ্ঠী। এক্ষেত্রে মেয়েদের অর্থাৎ বউমাদের মঙ্গল কামনা করে বউমা ষষ্ঠী করা হয়। জামাইষষ্ঠীর একদিন আগে পালন করা হল এই বিশেষ বউমা ষষ্ঠী। বাড়ির বৌমাদের নিয়ে ষষ্ঠীর আয়োজন করলেন রায়গঞ্জের কিছু শাশুড়ি ও বৌমারা।

আর‌ও পড়ুন: বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী? ট্রেন্ডিং কোন পোশাক বাজার মাতাচ্ছে জানেন

মূলত সন্তানের বিশেষ করে পুত্র সন্তানের মঙ্গল কামনায় এই জামাই ষষ্ঠী বা অরণ্যষষ্ঠী পালন করা হয়। যদিও প্রাচীন বাংলায় ষষ্ঠীতে মেয়েকে জামাই সহযোগে বাপের বাড়িতে নিয়ে এসে আদর আপ্যায়নের প্রথা থেকেই অরণ্যষষ্ঠীর জামাইষষ্ঠীতে রূপান্তর। কিন্তু এই প্রথায় কোথাও যেন মেয়েরা ব্রাত্য হয়ে থেকে যায়। এই কারণেই প্রথা ভেঙে বউমা ষষ্ঠীর আয়োজন করলেন রায়গঞ্জের একদল মহিলা। রায়গঞ্জের একটি রেস্তোরাঁয় জমায়েত হয়ে ষষ্ঠীর সমস্ত লোকাচার মেনে বরণ করা হল বাড়ির বৌদের।এদিন বউমাদের জন্য পাখার বাতাস দিয়ে মিষ্টি মুখ এমনকি কেক কাটা থেকে হরেকরকম পদের আয়োজন করা হয়েছিল। দিন দিন জনপ্রিয়তা লাভ করছে এই বউমা ষষ্ঠী।

পিয়া গুপ্তা

Lok Sabha Elections 2024: তুলাইপাঞ্জির সুবাস নাকি অশান্তির ঘনঘটা, দলবদলের এই কেন্দ্রই দ্বিতীয় দফায় বড় আকর্ষণ

উত্তর দিনাজপুর: রাত পোহালেই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট। আর এই ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে শেষ মুহূর্তের ব্যস্ততা। জেলার রায়গঞ্জ পলিটেকনিক কলেজ থেকে সকাল থেকে দেখা যায় ভোট কর্মীরা তাঁদের নিজস্ব সরঞ্জাম নিয়ে ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিতে।

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪

এবার ১৭ লক্ষ ৯০ হাজার ২৪৫ ভোটার মোট ২০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে। এর মধ্যে মহিলা ভোটার ৮ লক্ষ ৬৫ হাজার ৩২০ জন ও পুরুষ ভোটার নয় লক্ষ চব্বিশ হাজার ৮৩৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৮৮ জন।

আরও পড়ুন: মোদি ও রাহুলের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, ৪ দিনের মধ্যে জবাব তলব নির্বাচন কমিশনের

এবার মোট বুথ ১৭৩০টি এছাড়া মডেল বুথ ১১টি। মোট ভোটকর্মীর সংখ্যা আট হাজার ৮৪ জন। এবার স্পর্শকাতর বুথ ২১০-এর মধ্যে ইসলামপুর মহকুমা ১১১টি,  ৯৯ টি স্পর্শকাতর বুথ রায়গঞ্জ মহকুমায়।

আরও পড়ুন: ‘ক্যাপ্টেন কুল’ থেকে হঠাৎ রুদ্ররূপ! ধোনিকে এভাবে কেউ দেখেনি, ভয়ঙ্কর ভিডিও এল সামনে

এবার মোট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে ১১১ কোম্পানি। রাজ্য পুলিশ চার হাজার। প্রতি বুথে চারজন কেন্দ্রীয় জওয়ান। সব বুথেই ক্যামেরা ও ওয়েবকাস্টিং করার ব্যবস্থা রয়েছে।

পিয়া গুপ্তা

Abhishek Banerjee: প্রথম দফার ভোটেই উল্টে যাবে হিসেব! রায়গঞ্জে তোলপাড় করা দাবি অভিষেকের

রায়গঞ্জ: এনডিএ চারশো আসন পার করে ফেলবে বলে হুঙ্কার ছেড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কিন্তু উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে তৃণমূল শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা কটাক্ষ করে বললেন, ৪ জুন চারশো ভোল্টের ধাক্কা খাবে বিজেপি৷ একই সঙ্গে অভিষেকের দাবি, শুক্রবারের প্রথম দফায় উত্তরবঙ্গের যে তিনটি কেন্দ্রে ভোট হয়েছে, সেই তিনটি আসনেই জয়ী হবেন তৃণমূল প্রার্থীরা৷

এ দিন রায়গঞ্জে দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এর পর বালুরঘাটের প্রার্থী বিপ্লব মৈত্রের হয়েও রোড শোতে অংশ নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷

আরও পড়ুন: টানা তাপপ্রবাহে পুড়বে দক্ষিণবঙ্গ, ছয় জেলায় চরম সতর্কতা! কবে বৃষ্টি, জানাল হাওয়া অফিস

রায়গঞ্জের সভা থেকে অভিষেক বলেন, ‘নরেন্দ্র মোদি বলেছেন আগামী বার ৪০০ পার। শুনে রাখুন বিজেপি আগামী ৪ তারিখ ৪৪০ ভোল্টের শক খাবে। রাজ্যের প্রথম দফার ভোটে সাধারণ মানুষ তাঁদের আশীর্বাদ দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে। কোচবিহার, আলিপুরদুয়ার ,জলপাইগুড়ি- তিন আসনেই জয়লাভ করবে তৃণমূল৷’

একই সঙ্গে বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, ফের কেন্দ্রে ক্ষমতায় এলে বিজেপি আর ভোট করতে দেবে না৷ প্রচারে বেরিয়ে এই একই অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷

আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং কেন্দ্রে নির্বাচন রয়েছে৷ এই তিনটি লোকসভা কেন্দ্রই বর্তমানে বিজেপি-র দখলে রয়েছে৷ রায়গঞ্জ থেকে ৩ লক্ষ ভোটে কৃষ্ণ কল্যাণীকে জয়ী করার জন্য দলীয় কর্মীদের লক্ষ্যমাত্রা বেঁধে দেন অভিষেক৷

Lok Sabha Election 2024: ভোটের বায়না পেয়ে হাসি ফুটেছে ওঁদের মুখে

উত্তর দিনাজপুর: ভোটে বায়না পেয়ে হাসি ফুটেছে ঢাকি ও মাদল শিল্পীদের মুখে। পুজোর মরশুম না হওয়া সত্ত্বেও এই অকাল বায়না যেন হাতে চাঁদ পাওয়ার সমান। মিছিলে ঢাক বাজিয়ে, মাদলের তালে নৃত্য পরিবেশন করে এখন ভালই আয় হচ্ছে বধু বৈশ্য, বিপ্লব বৈশ্য, গদা বৈশ্য, মন্টু বৈশ্যদের।

ওঁরা রাজনীতির রং দেখেন না। যে দলের বরাত মেলে তাঁদের জন্য‌ই ঢাক বাজাতে হাজির হয়ে যান। আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা কোমর বেঁধে নেমে পড়েছেন ভোট প্রচারে। এই ভোটকে কেন্দ্র করে মনোনয়নপত্র জমা করানোর মিছিল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রচারেও দেখা যাচ্ছে ঢাকিদের। বেশিরভাগই হেমতাবাদ থেকে এসেছেন।

আর‌ও পড়ুন: ভয়ঙ্কর দর্শন প্রাচীন দেবতা মাশান বাবার পুজোয় উপচে পড়ে ভিড়

উত্তর দিনাজপুর জেলার বেশিরভাগ ঢাকির বাড়ি হেমতাবাদ ব্লক ও কালিয়াগঞ্জ ব্লকের মধ্যে। সারা বছর পুজো পার্বণেই মূলত বায়না নিয়ে ঢাক বাজান তাঁরা। তবে ভোটের মরশুম এলে ছবিটা বদলে যায়। আর তাতেই হয় উপড়ি ইনকাম। এক একটা মিছিলে ঢাক বাজালে মেলে প্রায় ৫০০ টাকা করে। এই গরমকালে তেমন একটা পুজো কোথাও হয় না। ফলে বেকার বসে থাকতে হয়। ঠিক সেই সময় ভোটের বাদ্যি বেজে ওঠায় আয় হচ্ছে ঢাকিদের। ফলে সংসারটাও একটু ভালভাবে চলবে।

পিয়া গুপ্তা

North Dinajpur News: ঝাঁটা হাতে এবার দেখা গেল রায়গঞ্জের সাংসদ তথা বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরীকে! করলেন মন্দির পরিষ্কার

উত্তর দিনাজপুর: আগামীকাল অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা। আর সেই উপলক্ষে সাজো সাজো রব সারাদেশ জুড়ে। প্রধানমন্ত্রী এই রাম মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে কয়েকদিন আগে দেশবাসীর কাছে আহ্বান করেছিলেন প্রতিটি মন্দির পরিষ্কার করার জন্য। আর সেই আহ্বানে সাড়া দিয়ে ঝাঁটা হাতে এবার দেখা গেল রায়গঞ্জের সাংসদ তথা বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরীকে।

আরও পড়ুনঃ মেখে রাখা আটা তাজা থাকবেই! দেখুন দারুণ ৫ টোটকা! অবাক করা ফল পাবেন হাতেনাতে

এদিন ঝাঁটা হাতে প্রাচীন বিভিন্ন মন্দিরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে দেখা গেল বিজেপি নেত্রীকে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের প্রাচীন ৫০০ বছরেরও বেশি পুরনো বন্দর কালী মন্দির কে এদিন নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন সংসদ দেবশ্রী চৌধুরী।

রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে ১৪ থেকে ২২ জানুয়ারি মন্দির ও তীর্থস্থান পরিচ্ছন্ন করার জন‍্য সকলকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিভিন্ন জায়গার সঙ্গে তাল মিলিয়ে এই স্বচ্ছতা অভিযানে অংশ নেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। সাংসদের পাশাপশি মন্দির পরিষ্কার করতে এদিন বিজেপি নেতা কর্মীদের ও দেখা যায়।

সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন ‘ভগবান শ্রী রামচন্দ্র প্রতিষ্ঠিত হচ্ছেন নিজের ঘরে।  সেই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে আমরা বিভিন্ন মন্দির পরিষ্কার করার কাজে নেমেছি।’

পিয়া গুপ্তা