আয়ুর্বেদকে বলা হয় সোনার খনি৷ আয়ুর্বেদশাস্ত্রে এমন অনেক খাবারের হদিশ আছে, যাদের গুণভান্ডারের জন্য ‘অমৃত’ পরিচয় দেওয়া হয়৷

Amrit Food: দীর্ঘায়ু দেয় ‘সোনার খনি’! আপনার হাতের কাছে থাকা এই ৯ খাবারই আয়ুর্বেদে ‘অমৃত’

আয়ুর্বেদকে বলা হয় সোনার খনি৷ আয়ুর্বেদশাস্ত্রে এমন অনেক খাবারের হদিশ আছে, যাদের গুণভান্ডারের জন্য ‘অমৃত’ পরিচয় দেওয়া হয়৷
আয়ুর্বেদকে বলা হয় সোনার খনি৷ আয়ুর্বেদশাস্ত্রে এমন অনেক খাবারের হদিশ আছে, যাদের গুণভান্ডারের জন্য ‘অমৃত’ পরিচয় দেওয়া হয়৷

 

কোন কোন খাবারকে সর্বগুণের আকর বলা হয়, দেখে নিন৷ বলছেন পুষ্টিবিদ অবনী কৌল৷
কোন কোন খাবারকে সর্বগুণের আকর বলা হয়, দেখে নিন৷ বলছেন পুষ্টিবিদ অবনী কৌল৷

 

কাঁচা হলুদকে বলা হয় স্বর্ণালী মশলা৷ এই আয়ুর্বেদিক মশলার অন্যতম বৈশিষ্ট্য এর কারকিউমিন যৌগ৷ এর অ্যান্টি ইনফ্লেম্যাটরি ও অ্যান্টি অক্সিড্যান্ট বৈশিষ্ট্য রোগ প্রতিরোধ শক্তি, হজমশক্তি, ত্বকের ঔজ্বল্য মজবুত করে৷
কাঁচা হলুদকে বলা হয় স্বর্ণালী মশলা৷ এই আয়ুর্বেদিক মশলার অন্যতম বৈশিষ্ট্য এর কারকিউমিন যৌগ৷ এর অ্যান্টি ইনফ্লেম্যাটরি ও অ্যান্টি অক্সিড্যান্ট বৈশিষ্ট্য রোগ প্রতিরোধ শক্তি, হজমশক্তি, ত্বকের ঔজ্বল্য মজবুত করে৷

 

স্ট্রেস কমায় এবং কর্মশক্তি বাড়ায় অশ্বগন্ধা৷ মস্তিষ্কের তীক্ষ্ণতা বজায় থাকে৷ চেহারায় বয়সের ছাপ পড়তে দেয় না৷
স্ট্রেস কমায় এবং কর্মশক্তি বাড়ায় অশ্বগন্ধা৷ মস্তিষ্কের তীক্ষ্ণতা বজায় থাকে৷ চেহারায় বয়সের ছাপ পড়তে দেয় না৷

 

স্বাস্থ্যকর ফ্যাটে পরিপূর্ণ ঘি সাহায্য করে হজমে৷ গাঁটের ব্যথা উপশম করে৷ মস্তিষ্কের সুস্থতা বজায় রাখে৷
স্বাস্থ্যকর ফ্যাটে পরিপূর্ণ ঘি সাহায্য করে হজমে৷ গাঁটের ব্যথা উপশম করে৷ মস্তিষ্কের সুস্থতা বজায় রাখে৷

 

আমলকির অ্যান্টিঅক্সিড্যান্ট রোগ প্রতিরোধ বাড়িয়ে তোলে৷ ত্বকের উজ্বলতা ও হজমের সুস্থতা বজায় রাখে৷ চুলের স্বাস্থ্য ধরে রাখে৷ লিভারের রোগ প্রশমিত করে৷
আমলকির অ্যান্টিঅক্সিড্যান্ট রোগ প্রতিরোধ বাড়িয়ে তোলে৷ ত্বকের উজ্বলতা ও হজমের সুস্থতা বজায় রাখে৷ চুলের স্বাস্থ্য ধরে রাখে৷ লিভারের রোগ প্রশমিত করে৷

 

এনার্জি বাড়িয়ে রোগ প্রতিরোধ করে মধু৷ মধুতে অ্যান্টিমাইক্রোবিয়াল গুম সর্দিকাশি থেকে রক্ষাকবচ দেয়৷
এনার্জি বাড়িয়ে রোগ প্রতিরোধ করে মধু৷ মধুতে অ্যান্টিমাইক্রোবিয়াল গুম সর্দিকাশি থেকে রক্ষাকবচ দেয়৷

 

কালোজাম রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে৷ হজমের জন্যেও উপকারী এই ফল৷ এর অ্যান্টি অক্সিড্যান্ট হার্টের সুস্থতা বজায় রাখে৷ ত্বকের উজ্জ্বলতা এবং ওরাল হেল্থ নির্ধারিত হয় এর অ্যাস্ট্রিঞ্জেন্টের গুণে৷
কালোজাম রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে৷ হজমের জন্যেও উপকারী এই ফল৷ এর অ্যান্টি অক্সিড্যান্ট হার্টের সুস্থতা বজায় রাখে৷ ত্বকের উজ্জ্বলতা এবং ওরাল হেল্থ নির্ধারিত হয় এর অ্যাস্ট্রিঞ্জেন্টের গুণে৷

 

তুলসির গুণে স্ট্রেস দূর হয়৷ রেসপিরেটরি হেল্থ এবং রোগ প্রতিরোধ শক্তি বজায় থাকে৷ তুলসির অ্যান্টি ইনফ্লেম্যাটরি এবং অ্যান্টি অক্সিড্যান্ট গুণ সার্বিক সুস্থতা ধরে রাখে৷
তুলসির গুণে স্ট্রেস দূর হয়৷ রেসপিরেটরি হেল্থ এবং রোগ প্রতিরোধ শক্তি বজায় থাকে৷ তুলসির অ্যান্টি ইনফ্লেম্যাটরি এবং অ্যান্টি অক্সিড্যান্ট গুণ সার্বিক সুস্থতা ধরে রাখে৷

 

গুলঞ্চ রক্ত শোধন করে৷ হজমশক্তি উন্নত করে৷ ক্রনিক ফিভার প্রশমিত হয়৷ স্ট্রেস ও অ্যাংজাইটি দূর হয়৷ একাধিক রোগের ওষুধ এই ভেষজ৷
গুলঞ্চ রক্ত শোধন করে৷ হজমশক্তি উন্নত করে৷ ক্রনিক ফিভার প্রশমিত হয়৷ স্ট্রেস ও অ্যাংজাইটি দূর হয়৷ একাধিক রোগের ওষুধ এই ভেষজ৷
আদার রসে গা বমি ভাব, বদহজম, মাসল পেইন কমে৷ আদার অ্যান্টিঅক্সিড্যান্ট গুণ রোগ প্রতিরোধ শক্তি মজবুত করে৷ ঠান্ডা লাগার সমস্যা দূর করতে আদার রস খুবই উপকারী৷
আদার রসে গা বমি ভাব, বদহজম, মাসল পেইন কমে৷ আদার অ্যান্টিঅক্সিড্যান্ট গুণ রোগ প্রতিরোধ শক্তি মজবুত করে৷ ঠান্ডা লাগার সমস্যা দূর করতে আদার রস খুবই উপকারী৷