EURO 2024- চ্যাম্পিয়ন হল স্পেন৷ ২-১ গোলে জিতল ইংল্যান্ডের বিরুদ্ধে৷ Photo- AP

Euro 2024: ফাঁড়া কাটল না ইংল্যান্ডের, তরুণ তুর্কিদের পারফরম্যান্সে তুফানি খেল স্পেনের, ইংলিশ রক্ষণে আর্মাডার ধাক্কা, ২-১ গোলে ইউরো জিতল স্পেন

Euro 2024: ৩ বারের ইউরো কাপ চ্যাম্পিয়ন স্পেন ২০২৪ ইউরো কাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ২০২১-র ফাইনালিস্ট ইংল্যান্ডের৷ বার্লিনে জমজমাট রবিবার ইউরোপ সেরার ফাইনাল দেখল ফুটবল দুনিয়া৷ এদিন লা রোজা বাহিনীর হয়ে ম্যচের ৪৭ মিনিটে গোল করে নায়ক উইলিয়ামস জুনিয়র৷ এরপর ইংল্যান্ড এক গোল শোধ করলেও খেলার ৮৬ মিনিটে এরজাবালের গোলে ২-১ স্কোরলাইনে ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেন৷ Photo- AP
“Euro 2024: ৩ বারের ইউরো কাপ চ্যাম্পিয়ন স্পেন ২০২৪ ইউরো কাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ২০২১-র ফাইনালিস্ট ইংল্যান্ডের৷ বার্লিনে জমজমাট রবিবার ইউরোপ সেরার ফাইনাল দেখল ফুটবল দুনিয়া৷ এদিন লা রোজা বাহিনীর হয়ে ম্যচের ৪৭ মিনিটে গোল করে নায়ক উইলিয়ামস জুনিয়র৷ এরপর ইংল্যান্ড এক গোল শোধ করলেও খেলার ৮৬ মিনিটে এরজাবালের গোলে ২-১ স্কোরলাইনে ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেন৷ Photo- AP
প্রথমার্ধের খেলায় দু পক্ষই অনেকটা মেপেজুপে ফুটবল খেলছিল৷ স্প্যানিশ বস লুই দে লা ফুয়েন্তের প্ল্যানিং বনাম গ্যারেথ সাউথগেটের মস্তিষ্কের ব্লু প্রিন্ট মাঠে ফুটিয়ে তুলছিল দুই দলই৷ প্রথমার্ধে বল দখলের হিসেবে অনেকটাই এগিয়ে ছিল স্পেন৷ বল পজেশন তাঁদের শতাংশের হিসেব ৬৬ শতাংশ৷ Photo- AP
প্রথমার্ধের খেলায় দু পক্ষই অনেকটা মেপেজুপে ফুটবল খেলছিল৷ স্প্যানিশ বস লুই দে লা ফুয়েন্তের প্ল্যানিং বনাম গ্যারেথ সাউথগেটের মস্তিষ্কের ব্লু প্রিন্ট মাঠে ফুটিয়ে তুলছিল দুই দলই৷ প্রথমার্ধে বল দখলের হিসেবে অনেকটাই এগিয়ে ছিল স্পেন৷ বল পজেশন তাঁদের শতাংশের হিসেব ৬৬ শতাংশ৷ Photo- AP
তবে এদিন প্রথমার্ধে প্রায় পুরোটাই জোনাল মার্কিংয়ে খেলতে হয় তরুণ তুর্কি ইয়ামেলকে৷ গোলমুখী আক্রমণেও ইংল্যান্ডের থেকে অনেকটাই এগিয়ে ছিল স্প্যানিশ আর্মাডা৷ তবে গোল লক্ষ্য করে প্রথমার্ধে একটিই কার্যকরী শট ছিল সেটি ছিল ইংল্যান্ডের৷ Photo- AP
তবে এদিন প্রথমার্ধে প্রায় পুরোটাই জোনাল মার্কিংয়ে খেলতে হয় তরুণ তুর্কি ইয়ামেলকে৷ গোলমুখী আক্রমণেও ইংল্যান্ডের থেকে অনেকটাই এগিয়ে ছিল স্প্যানিশ আর্মাডা৷ তবে গোল লক্ষ্য করে প্রথমার্ধে একটিই কার্যকরী শট ছিল সেটি ছিল ইংল্যান্ডের৷ Photo- AP
বার্লিনের অলিম্পিয়াস্টেডিয়ানে এদিন চতুর্থ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে নামা স্পেন বনাম ১৯৬৬-র পর ফের একবার কোনও বড় খেতাব জেতার লক্ষ্যে থাকা ইংল্যান্ডের প্রথমার্ধের লড়াইতে দুপক্ষই সেভাবে মারাত্মক আক্রমণের ঝাঁঝ দেখায়নি৷ Photo- AP
বার্লিনের অলিম্পিয়াস্টেডিয়ানে এদিন চতুর্থ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে নামা স্পেন বনাম ১৯৬৬-র পর ফের একবার কোনও বড় খেতাব জেতার লক্ষ্যে থাকা ইংল্যান্ডের প্রথমার্ধের লড়াইতে দুপক্ষই সেভাবে মারাত্মক আক্রমণের ঝাঁঝ দেখায়নি৷ Photo- AP
ফ্রান্সের বিরুদ্ধে বিস্ময়কর গোল করা ইয়ামেলের দিকে নজর থাকলেও ইংলিশ ডিফেন্ডাররা প্রথমার্ধে তাঁকে বিশেষ সুবিধা করতে দেবেন না এটাই ছিল প্ল্যানিং ফলে বোতলবন্দি হয়েই থাকতে হয় তাঁকে৷ Photo- AP
ফ্রান্সের বিরুদ্ধে বিস্ময়কর গোল করা ইয়ামেলের দিকে নজর থাকলেও ইংলিশ ডিফেন্ডাররা প্রথমার্ধে তাঁকে বিশেষ সুবিধা করতে দেবেন না এটাই ছিল প্ল্যানিং ফলে বোতলবন্দি হয়েই থাকতে হয় তাঁকে৷ Photo- AP
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২-১ গোলে জয়ের অক্সিজেন নিয়েই এদিন মাঠে নেমেছিল থ্রি লায়ন্স৷ তবে বিরতির পর নামা স্পেন দল একেবারে শুরুতেই বিপক্ষের গোল দুর্গে আঘাত হেনে দেয়৷ Photo- AP
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২-১ গোলে জয়ের অক্সিজেন নিয়েই এদিন মাঠে নেমেছিল থ্রি লায়ন্স৷ তবে বিরতির পর নামা স্পেন দল একেবারে শুরুতেই বিপক্ষের গোল দুর্গে আঘাত হেনে দেয়৷ Photo- AP
তরুণ উইলিয়ামস এদিন শুরু থেকে ঝাঁঝের ঝলক দেখাচ্ছিলেন ৪৭ মিনিটে তাঁর পা থেকেই আসে প্রথম গোল৷ ২২ বছরের উইলিয়ামস এদিন লেফট উইং দিয়ে ক্ষিপ্র গতিতে উঠে এক ডিফেন্ডার ও ইংলিশ গোলরক্ষককে পরাস্ত করে স্পেনের হয়ে ফাইনালের প্রথম গোলটি করে দেন৷ এই গোলের পাসটি ছিল জোনাল মার্কিংয়ে বন্দি থাকা ইয়ামেলের৷৷ Photo- AP
তরুণ উইলিয়ামস এদিন শুরু থেকে ঝাঁঝের ঝলক দেখাচ্ছিলেন ৪৭ মিনিটে তাঁর পা থেকেই আসে প্রথম গোল৷ ২২ বছরের উইলিয়ামস এদিন লেফট উইং দিয়ে ক্ষিপ্র গতিতে উঠে এক ডিফেন্ডার ও ইংলিশ গোলরক্ষককে পরাস্ত করে স্পেনের হয়ে ফাইনালের প্রথম গোলটি করে দেন৷ এই গোলের পাসটি ছিল জোনাল মার্কিংয়ে বন্দি থাকা ইয়ামেলের৷ Photo- AP
১৯৬৪, ২০০৮, ২০১২-র পর ফের একবার ইউরো সেরা হওয়ার স্পেনের হাতছানিতে গোলের মালা পরতে পারত ইংল্যান্ড৷ কিন্তু ইংলিশ গোলরক্ষক এদিন যেন সুপারম্যান হয়ে গোলদুর্গ রক্ষার দায়িত্বে ছিলেন জর্ডন পিকম্যান৷  Photo- AP
১৯৬৪, ২০০৮, ২০১২-র পর ফের একবার ইউরো সেরা হওয়ার স্পেনের হাতছানিতে গোলের মালা পরতে পারত ইংল্যান্ড৷ কিন্তু ইংলিশ গোলরক্ষক এদিন যেন সুপারম্যান হয়ে গোলদুর্গ রক্ষার দায়িত্বে ছিলেন জর্ডন পিকম্যান৷  Photo- AP
৭৩ মিনিটে ইংলিশ সমর্থকরাও আনন্দে ভেসে যান ,  থ্রি লায়ন্সকে ফাইনালে সমতায় ফেরান তরুণ কোল পালমার৷ বেলিংহ্যামের বাড়ানো বল ডি -র বাইরে থেকে গোলে ঢুকিয়ে দেন ২২ বছরের পালমার৷ লং রেঞ্জের ওই শটের গতি আটকানো সম্ভব ছিল না  স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমনের৷ Photo- AP
৭৩ মিনিটে ইংলিশ সমর্থকরাও আনন্দে ভেসে যান ,  থ্রি লায়ন্সকে ফাইনালে সমতায় ফেরান তরুণ কোল পালমার৷ বেলিংহ্যামের বাড়ানো বল ডি -র বাইরে থেকে গোলে ঢুকিয়ে দেন ২২ বছরের পালমার৷ লং রেঞ্জের ওই শটের গতি আটকানো সম্ভব ছিল না  স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমনের৷ Photo- AP
এদিকে ইংলিশদের সঙ্গে ১-১ স্কোরলাইন হওয়ার পর জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠা স্পেন ফের গোলমুখ খুলে ফেলে৷ ওয়েরজাবাল ম্যাচের ৮৬ মিনিটে লাল-হলুদ আর্মাডার হয়ে দ্বিতীয় গোলটি দেগে দেন৷ Photo- AP
Spain’s Mikel Oyarzabal celebrates with Nico Williams, left, after scoring his side’s second goal during the final match between Spain and England at the Euro 2024 soccer tournament in Berlin, Germany, Sunday, July 14, 2024. (AP Photo/Manu Fernandez)