Tag Archives: EURO 2024

Cristiano Ronaldo:’শিষ্য’-র কাছে হেরে ইউরো সফর শেষ রোনাল্ডোর! ছলছল চোখে হাঁটলেন জীবনের সবথেকে কঠিন ও দীর্ঘপথ

একজনের বয়স ৪১। অপরজনের বয়স ৩৯। পেপে ইউরো খেলছেন ২০০৮ থেকে। ২০০৪ সালে যখন প্রথম ইউরো কাপের মঞ্চে খেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই সময় কিলিয়ান এমবাপের বয়স মাত্র ৫ বছর। ফরাসী তারকাও গুরু মানেন সিআরসেভেনকে। সেই শিষ্যর কাছেই হেরে নিজের ইউরো কাপের কেরিয়ারে শেষ ম্যচটা খেলে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরো ২০২৪-এর টানটান কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে পৌছে গেল ফ্রান্স।

নিজের ফর্ম নিয়ে বেশ কিছুদিন ধরেই সমালোচতি হচ্ছিলেন রোনাল্ডো। কোয়ার্টার ফাইনালেও সেই সাদামাটা ফুটবলই খেললেন সিআরসেভেন। এক্সট্রা টাইমে বক্সের ভিতর সহজ সুযোগ পেয়েও নষ্ট করেন রোনাল্ডো। আগের রোনাল্ডো হলে বক্সের ভিতর এমন সুযোগ পেলে একশো শতাংশ নেট করতেন। শুধু রোনাল্ডোই নয়, নির্বিষ ফুটবল খেলেন কিলিয়ান এমবাপ্পেও। গুরু-শিষ্যর যে লড়াই দেখার অপেক্ষায় ছিল ফুটবল বিশ্ব, তা মন ভরাতে পারল না কারও।

১২০ মিনিটের নিষ্ফলা লড়াইয়ের শেষে খেবা গড়ায় টাই ব্রেকারে। সেখানে দিয়াগো কস্টার উপর নির্ভর করছিল ইউরোতে রোনাল্ডোর ভাগ্য। রোনাল্ডো পেনাল্টি শুটআউটে গোল করলেও আগের ম্যাচে তিনটি পেনাল্টি বাঁচানো কস্টা একটি শটও এদিন আটকাতে পারলেন না। উল্টো দিকে পোস্টে বল মেরে খলনায়ক হলেন পর্তুগালের জোয়াও ফেলিক্স। ৫-৩ ব্যবধানে টাইব্রেকারে জিতে সেমিতে পৌছে গেল ফ্রান্স।

আরও পড়ুনঃ Euro 2024: ৯০ বছরে যা হয়নি তাই ঘটল এবার, একইসঙ্গে ইউরোর ইতিহাসে প্রথম হল এমন রেকর্ড

এদিন ম্যাচ শেষে মাঠেই আবেগ প্রবণ হয়ে পড়েন পর্তুগালের দুই সবথেকে সিনিয়র প্লেয়ার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এটাই তাঁর শেষ ইউরো আগেই ঘোষণা করে দিয়েছেন রোনাল্ডো। ফলে হারের পর যেন এই প্রতিযোগিতার মাঠ ছাড়তে পারছিলেন না সিআরসেভেন। পেপে কেঁদে ফেলেন ম্যাচ শেষে। তাঁকে সান্তনা দিতে দেখা যায় রোনাল্ডোকে। অনেক কষ্টে নিজেকে সামলে ছলছল চোখে ড্রেসিং রুমের টানেলের দিকে জীবনের সবথেকে কঠিন ও দীর্ঘপথটা হাঁটলেন রোনাল্ডো।

Euro 2024: ৯০ বছরে যা হয়নি তাই ঘটল এবার, একইসঙ্গে ইউরোর ইতিহাসে প্রথম হল এমন রেকর্ড

স্টুটগার্ট: ইতিহাসের সাক্ষী থাকল ইউরো ২০২৪-এর স্পেন বনাম জার্মানির কোয়ার্টার ফাইনাল ম্যাচ। রুদ্ধশ্বাস ম্যাচে ১২০ মিনিটের লড়াইয়ে আয়োজক জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল স্প্যানিশ আর্মাডারা। ম্যাচ জিতে শুধু সেমিফাইনালের টিকিট পাকা করা নয়, ইউরো কাপের ইতিহাসে একাধিক রেকর্ড তৈরি করল স্পেন।

স্টুটগার্টে ম্যাচের প্রথম থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হয় স্পেন ও জার্মানির। ম্যাচের প্রথমার্ধে দুই দলই একাধিক গোলের সুযোগ তৈরি করলেও জালে বল জড়ায়নি। প্রথমার্ধে স্পেনের দাপট যদিও বেশি ছিল। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে গোল করে এগিয়ে যায় স্প্যনিশ আর্মাডারা। ইয়ামালের পাস থেকে গোল করে দলকে এগিয়ে ড্যানি ওলমো।

গোল হজম করার পর খোলস ছেড়ে বেরোয় জার্মানরা। তারপর ৯০ মিনিট পর্যন্ত চলে জার্মান ঝড়। একটা সময় জার্মান অ্যাটাকে নড়বড়ে দেখাচ্ছিল স্প্যানিশ রক্ষণকে। ম্যাচের ৮৯ মিনিটে গোল করে জার্মানিকে সমতায় ফেরান রিটজ। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে আক্রমণ-প্রতি আক্রমণে খেলা চলে। একটি সময় মনে হচ্ছিল টাইব্রেকার নিশ্চিত। কিন্তু ১১৯ মিনিটে মাইকেল মেরিনো হেড থেকে গোল করে স্পেনের জয় নিশ্চিত করে দেন।

আরও পড়ুনঃ Rohit Sharma: টিম ইন্ডিয়া পেয়ে গেল দ্বিতীয় রোহিত শর্মা! কে সেই ক্রিকেটার? জানলে অবাক হবেন

এই জয়ের ফলে তিনটি বড় রেকর্ড গড়ল স্পেন। স্পেনের কাছে হেরে প্রথমবার ইউরো কাপের ইতিহাসে কোনও আয়োজক দেশ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল। একই সঙ্গে ১৯৩৫ সালের পর প্রথমবার জার্মানির মাটিতে জার্মানকে হারাল স্পেন। এর পাশাপাশি ২০১৬ থেকে টানা এখনও পর্যন্ত ২৬ ম্যাচ প্রথমে গোল করলে ম্যাচ না হারার রেকর্ডও গড়ল স্প্যানিশ আর্মাডারা।

Euro 2024: ইউরো খেলতে খেলতে দিয়েছেন স্কুলের পরীক্ষা, আগামীর মহাতারকা এই ‘ছোট্ট’ ফুটবলার

গ্রুপ পর্ব ও শেষ ষোলর পর এবার কোয়ার্টার ফাইনালে চলে এসেছে ইউরো ২০২৪। টানটান ম্যাচ দেখার পাশাপাশি প্লেয়ারদের ব্যক্তিগত জীবনের নানা তথ্য নিয়েও জানার কৌতুহল কম নয় ফ্যানেদের।
গ্রুপ পর্ব ও শেষ ষোলর পর এবার কোয়ার্টার ফাইনালে চলে এসেছে ইউরো ২০২৪। টানটান ম্যাচ দেখার পাশাপাশি প্লেয়ারদের ব্যক্তিগত জীবনের নানা তথ্য নিয়েও জানার কৌতুহল কম নয় ফ্যানেদের।
এই ইউরোতে এমন একজন ফুটবলার রয়েছে যিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবল প্রতিযোগিতায় যেমন খেলছেন, তার পাাশাপাশি দিয়েছেন স্কুলের পরীক্ষা। নিজের ফুটবল দক্ষতা দিয়েও সকলের নজর কেড়েছেন ১৬  বছরের এই ফুটবলার।
এই ইউরোতে এমন একজন ফুটবলার রয়েছে যিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবল প্রতিযোগিতায় যেমন খেলছেন, তার পাাশাপাশি দিয়েছেন স্কুলের পরীক্ষা। নিজের ফুটবল দক্ষতা দিয়েও সকলের নজর কেড়েছেন ১৬ বছরের এই ফুটবলার।
সেই ফুটবলার হল স্পেনের তরুণ তারকা লেমিনে ইয়ামল। চলতি মরসুমে বার্সেলোনা এবং স্পেনের দলে সুযোগ পেয়েছেন ১৬ বছরের ইয়ামাল। ইউরোতে স্পেনের এখনও পর্যন্ত অনবদ্য ফুটবল খেলার অন্যতম কারিগর তিনি।
সেই ফুটবলার হল স্পেনের তরুণ তারকা লেমিনে ইয়ামল। চলতি মরসুমে বার্সেলোনা এবং স্পেনের দলে সুযোগ পেয়েছেন ১৬ বছরের ইয়ামাল। ইউরোতে স্পেনের এখনও পর্যন্ত অনবদ্য ফুটবল খেলার অন্যতম কারিগর তিনি।
ইউরোতে খেলতে খেলতে নিজের স্কুলের পরীক্ষাও দিয়েছেন ইয়ামাল। সেই ছবি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সামনে এসেছে। ছবিতে দেখা গিয়েছে স্কুলের কাজ করতে ব্যস্ত ছিলেন স্পেনের এই ফুটবলারকে।
ইউরোতে খেলতে খেলতে নিজের স্কুলের পরীক্ষাও দিয়েছেন ইয়ামাল। সেই ছবি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সামনে এসেছে। ছবিতে দেখা গিয়েছে স্কুলের কাজ করতে ব্যস্ত ছিলেন স্পেনের এই ফুটবলারকে।
ইউরোর মাঝে পরীক্ষা দিয়ে রেজাল্টও বেরিয়ে গিয়েছে ইয়ামালের। পাশও করেছেন তিনি। একটি রেডিয়ো চ্যানেলে ইয়ামাল পরীক্ষার ফল নিয়ে বলেছেন,"আমি পরীক্ষায় পাশ করে গিয়েছি। এখন আমার কাছে ইএসও খেতাব রয়েছে।"
ইউরোর মাঝে পরীক্ষা দিয়ে রেজাল্টও বেরিয়ে গিয়েছে ইয়ামালের। পাশও করেছেন তিনি। একটি রেডিয়ো চ্যানেলে ইয়ামাল পরীক্ষার ফল নিয়ে বলেছেন,”আমি পরীক্ষায় পাশ করে গিয়েছি। এখন আমার কাছে ইএসও খেতাব রয়েছে।”
এছাডাও ইয়ামাল জানিয়েছেন,"শুধু জেনেছি পাশ করেছি। কত নাম্বার পেয়েছি দেখার সাহস হয়নি।" ইউরোর ফাইনালের দিনই ইয়ামালের জন্মদিন। নিজেকে বড় উপহার দেওয়াটাই প্রধান লক্ষ্য স্প্যানিশ তারকার।
এছাডাও ইয়ামাল জানিয়েছেন,”শুধু জেনেছি পাশ করেছি। কত নাম্বার পেয়েছি দেখার সাহস হয়নি।” ইউরোর ফাইনালের দিনই ইয়ামালের জন্মদিন। নিজেকে বড় উপহার দেওয়াটাই প্রধান লক্ষ্য স্প্যানিশ তারকার।

Euro 2024 Quarter Finals: ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে কবে-কখন-কোন দলের খেলা? রইল সম্পূর্ণ সূচি

গ্রুপ পর্বের পর শেষ হয়ে গিয়েছে ইউরো ২০২৪-এর প্রি কোয়ার্টার ফাইনাল পর্ব। মোট ৮ দল পৌছে গিয়েছে কোয়ার্টার ফাইনালে। রইল শেষ আটের সম্পূর্ণ সূচি।
গ্রুপ পর্বের পর শেষ হয়ে গিয়েছে ইউরো ২০২৪-এর প্রি কোয়ার্টার ফাইনাল পর্ব। মোট ৮ দল পৌছে গিয়েছে কোয়ার্টার ফাইনালে। রইল শেষ আটের সম্পূর্ণ সূচি।
শেষ ষোল রাউন্ডের শেষে এবারের ইউরো কাপের শেষ ষোল-তে পৌছেছে স্পেন, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, নেদারল্যান্ডস, তুরস্ক, ইংল্যান্ড ও সুইজারল্যান্ড।
শেষ ষোল রাউন্ডের শেষে এবারের ইউরো কাপের শেষ ষোল-তে পৌছেছে স্পেন, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, নেদারল্যান্ডস, তুরস্ক, ইংল্যান্ড ও সুইজারল্যান্ড।
৫ জুলাই থেকে শুরু হবে ইউরোর শেষ আটের লড়াই। চলবে ৭ জুলাই পর্যন্ত। এবার দেখে নিন ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে সূচি।
৫ জুলাই থেকে শুরু হবে ইউরোর শেষ আটের লড়াই। চলবে ৭ জুলাই পর্যন্ত। এবার দেখে নিন ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে সূচি।
স্পেন বনাম জার্মানি- ৫ জুলাই- রাত ৯.৩০ মিনিট (ভারতীয় সময়) -স্টুটগার্ট, পর্তুগাল বনাম ফ্রান্স- ৬ জুলাই- রাত ১২.৩০ মিনিট (ভারতীয় সময়) -হ্যামবার্গ
স্পেন বনাম জার্মানি- ৫ জুলাই- রাত ৯.৩০ মিনিট (ভারতীয় সময়) -স্টুটগার্ট, পর্তুগাল বনাম ফ্রান্স- ৬ জুলাই- রাত ১২.৩০ মিনিট (ভারতীয় সময়) -হ্যামবার্গ
ইংল্যান্ড বনাম সুইৎজারল্যান্ড- ৬ জুলাই- রাত ৯.৩০ মিনিট (ভারতীয় সময়) -ডুসেলডর্ফ, নেদারল্যান্ডস বনাম তুরস্ক- ৭ জুলাই- রাত ১২.৩০ মিনিট (ভারতীয় সময়) -বার্লিন
ইংল্যান্ড বনাম সুইৎজারল্যান্ড- ৬ জুলাই- রাত ৯.৩০ মিনিট (ভারতীয় সময়) -ডুসেলডর্ফ, নেদারল্যান্ডস বনাম তুরস্ক- ৭ জুলাই- রাত ১২.৩০ মিনিট (ভারতীয় সময়) -বার্লিন

Cristiano Ronaldo: অবসর নিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? স্লোভেনিয়া ম্যাচের পর জানিয়ে দিলেন বড় সিদ্ধান্ত

স্লোভেনিয়ার বিরুদ্ধে টাইব্রেকারে জিতে ইউরো ২০২৪-এর শেষ আটে পৌছে গিয়েছে পর্তুগাল। ম্যাচ শেষে নিজের অবসরের পরিকল্পনা নিয়ে বড় ঘোষণা করে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
স্লোভেনিয়ার বিরুদ্ধে টাইব্রেকারে জিতে ইউরো ২০২৪-এর শেষ আটে পৌছে গিয়েছে পর্তুগাল। ম্যাচ শেষে নিজের অবসরের পরিকল্পনা নিয়ে বড় ঘোষণা করে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
ম্যাচে আরও একবার হতাশাজনক পারফরম্যান্স করে সমালোচনার শিকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শেষ পর্যন্ত টাইব্রেকারে পর্তুগাল ফ্যানেদের মুখে হাসি ফোটালেন গোলকিপার দিয়াগো কোস্টা।
ম্যাচে আরও একবার হতাশাজনক পারফরম্যান্স করে সমালোচনার শিকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শেষ পর্যন্ত টাইব্রেকারে পর্তুগাল ফ্যানেদের মুখে হাসি ফোটালেন গোলকিপার দিয়াগো কোস্টা।
ম্যাচের অতিরিক্ত সময়ে ১০৫ মিনিটে পেনাল্টি পায় পর্তুগাল। কিন্তু তা মিস করেন রোনাল্ডো। পেনাল্টি মিস করে মাঠে কাঁদতেও দেখা যায় সিআরসেভেনকে। এছাড়াও ম্যাচে একাধিক ফ্রি-কিক পেয়েও কাজে লাগাতে পারেননি রোনাল্ডো।
ম্যাচের অতিরিক্ত সময়ে ১০৫ মিনিটে পেনাল্টি পায় পর্তুগাল। কিন্তু তা মিস করেন রোনাল্ডো। পেনাল্টি মিস করে মাঠে কাঁদতেও দেখা যায় সিআরসেভেনকে। এছাড়াও ম্যাচে একাধিক ফ্রি-কিক পেয়েও কাজে লাগাতে পারেননি রোনাল্ডো।
পেনাল্টি মিস করার পর শুধু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নয়, স্টেডিয়ামে কাঁদতে দেখা যায় তাঁর মাকেও। সেই ছবি ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। রোনাল্ডোর মা ছেলের খেলা নিয়ে কতটা আবেগপ্রবণ তা সকলেরই জানা।
পেনাল্টি মিস করার পর শুধু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নয়, স্টেডিয়ামে কাঁদতে দেখা যায় তাঁর মাকেও। সেই ছবি ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। রোনাল্ডোর মা ছেলের খেলা নিয়ে কতটা আবেগপ্রবণ তা সকলেরই জানা।
ম্যাচ শেষ রোনাল্ডো জানিয়ে দিলেন এটাই তাঁর শেষ উইরো কাপ। বলেন,"এটাই আমার শেষ ইউরো। তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু তার জন্য আমি আবেগপ্রবণ হয়ে পড়ছি না। যেভাবে সমর্থক এবং পরিবার পাশে রয়েছে তা দেখে আমি আপ্লুত।"
ম্যাচ শেষ রোনাল্ডো জানিয়ে দিলেন এটাই তাঁর শেষ উইরো কাপ। বলেন,”এটাই আমার শেষ ইউরো। তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু তার জন্য আমি আবেগপ্রবণ হয়ে পড়ছি না। যেভাবে সমর্থক এবং পরিবার পাশে রয়েছে তা দেখে আমি আপ্লুত।”
পরের ইউরো কাপে রোনাল্ডোপ বয়স হবে ৪৩ বছর। ফলে সেই সময় আর রোনাল্ডোর পক্ষে খেলা সম্ভব নয়। তবে ফুটবলকে কবে বিদায় জানাবেন সেই সম্পর্কে কিছু বলেননি সিআরসেভেন। বিশ্বকাপে খেলেন কিনা সেটাই দেখার।
পরের ইউরো কাপে রোনাল্ডোপ বয়স হবে ৪৩ বছর। ফলে সেই সময় আর রোনাল্ডোর পক্ষে খেলা সম্ভব নয়। তবে ফুটবলকে কবে বিদায় জানাবেন সেই সম্পর্কে কিছু বলেননি সিআরসেভেন। বিশ্বকাপে খেলেন কিনা সেটাই দেখার।

Cristiano Ronaldo: রোনাল্ডোর কান্না-হাসি দেখল ফ্রাঙ্কফুর্ট, পর্তুগালকে শেষ আটে তুলে নায়ক দিয়াগো কস্টা

ফ্রাঙ্কফুর্ট: ইউরো ২০২৪-এর প্রি কোয়ার্টার ফাইনালে স্লোভোনিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটে পৌছে গেল পর্তুগাল। ম্যাচে আরও একবার হতাশাজনক পারফরম্যান্স করে সমালোচনার শিকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শেষ পর্যন্ত টাইব্রেকারে পর্তুগাল ফ্যানেদের মুখে হাসি ফোটালেন গোলকিপার দিয়াগো কোস্টা।

ম্যাচে পুরো ১২০ মিনিটই খেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গোটা ম্যাচে নিজের পছন্দের জায়গা থেকে একধিক ফ্রি-কিকও পেয়েছিলেন তিনি। কিন্তু তা কাজে লাগাতে পারেননি সিআরসেভেন। এমনিতেও গোলের সুযোগ নষ্ট করেন তিনি। ম্যাচের অতিরিক্ত সময়ে ১০৫ মিনিটে পেনাল্টি পায় পর্তুগাল। কিন্তু তা মিস করেন রোনাল্ডো। পেনাল্টি মিস করে মাঠে কাঁদতেও দেখা যায় সিআরসেভেনকে।

ম্যাচে একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল স্লোভেনিয়াকে। ভাগ্য সহায় থাকলে টাইব্রেকার পর্যন্ত গড়াত না ম্যাচ। ১১৫ মিনিটের মাথায় ম্যাচের সহজতম সুযোগ পেয়েছিল স্লোভেনিয়াই। দিয়াগা কোস্টাকে একা পেয়েও তা গোল করতে পারেনি স্লোভেনিয়া। দুরন্ত ক্ষিপ্রতার সঙ্গে সেই শট বাঁচিয়ে দেন পর্তুগীজ রক্ষণের শেষ প্রহরী।

আরও পড়ুনঃ Indian Cricketers Retirement: শুধু বিরাট-রোহিত-জাদেজা নয়, আরও ৫ ভারতীয় ক্রিকেটারের শীঘ্রই অবসর! জানুন বিস্তারিত

১২০ মিনিটের পর খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে তাঁর তিনটি সেভ কোয়ার্টার ফাইনালে তুলে দেন দিয়াগো কোস্টা। ম্যাচের নায়কও তিনিই। পেনাল্টি মিস করলেও টাইব্রেকারে কোনও মিস করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। টাইব্রেকারে গোল করে পেনাল্টি মিসের জন্য ক্ষমা চেয়ে নেন তিনি। ফ্রাঙ্কফুর্ট সাক্ষী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কান্না-হাসির। কোয়র্টার ফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ ফ্রান্স।

ইউরো কাপের শেষ ১৬-য় কোন কোন দেশ? জমজমাট লড়াই, রইল পুরো সূচি

বার্লিন: জমজমাট ইউরো কাপের লড়াই। একদিকে যেমন রোনাল্ডোর পর্তুগাল অখ্যাত জর্জিয়ার কাছে হারল, আরেকদিকে তেমনই ২৪ বছর পর ইউরো কাপের শেষ-১৬-য় উঠল রোমানিয়া।

ইউরোর নক আউটে কোন কোন দেশ খেলবে, তা পরিষ্কার। রাউন্ড অব সিক্সটিন-এর লড়াই হবে আরও জমজমাট। এবার ৬টি গ্রুপে ছিল ২৪টি দল। ২৯ জুন থেকে শুরু হবে ইউরো কাপের শেষ-১৬-র ম্যাচগুলি।

আরও পড়ুন- India vs England: বদলার সেমিফাইনালে দুই অধিনায়কের এত মিল! এই তথ্য অবাক করার মত

ইউরো কাপে এবার সব থেকে বড় চমক রোমানিয়া। গ্রুপ-ই-র শীর্ষে রয়েছে তারা। ২৪ বছর পর ইউরো কাপের শেষ-১৬তে উঠল তারা। রাউন্ড অব সিক্সটিনে তারা খেলবে ডাচদের বিরুদ্ধে। এক ঝলকে দেখে নেওয়া যাক সেই সূচি-

—- Polls module would be displayed here —-

আরও পড়ুন- ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী সৌরভের! কী জানালেন দাদা

ইতালি বনাম সুইজারল্যান্ড ২৯ জুন রাত ৯.৩০
জার্মানি বনাম ডেনমার্ক ২৯ জুন রাত ১২.৩০
ইংল্যান্ড বনাম স্লোভাকিয়া ৩০ জুন রাত ৯.৩০
স্পেন বনাম জর্জিয়া ৩০ জুন রাত ১২.৩০
ফ্রান্স বনাম বেলজিয়াম ১ জুলাই রাত ৯.৩০
পর্তুগাল বনাম স্লোভেনিয়া ১ জুলাই রাত ১২.৩০
রোমানিয়া বনাম নেদারল্যান্ডস ২ জুলাই রাত ৯.৩০
অস্ট্রিয়া বনাম তুরস্ক ২ জুলাই রাত ১২.৩০।

Euro 2024: জাক্কানির শেষ মুহূর্তের গোলে থামল লুকা মদ্রিচের সফর! চোখের জলে মাঠ ছাড়লেন কিংবদন্তী

শেষ মুহূর্তের গোলে মান বাঁচাল ডিফেন্ডিং ইউরো চ্যাম্পিয়ন ইতালি। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল শেষ ষোলোয় পৌছানো ক্রোয়েশিয়ার শুধু সময়ের অপেক্ষা। কিন্তু অনিশ্চয়তার খেলায় ইনজুরি টাইমে ম্যাচ শেষের বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে ফুটবল দেবতা সহায় হল আজুরিদের উত্তরসূরীদের উপর। ১-১ গোলে ম্যাচ ড্র করে গ্রুপ বি থেকে স্পেনের পর দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে গেল ইতালি।

এদিন ভাগ্য খুব একটা সহায় ছিল না লুকা মদ্রিচের উপর। হয়তো শেষবারের মত কোনও আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় ক্রোট জার্সিতে দেখা গেল মহাতারকাকে। ম্যাচের শুরুতে পেনাল্টি মিস করেম লুকা। যদিও সেই দেনা এক মিনিটের মধ্যেই গোল করে চুকিয়ে দিয়েছিলেন ক্রোট তারকা। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে অদৃষ্ট যে তাঁর জন্য চোখের জলই বরাদ্দ করেছেন তা টেরও পাননি মদ্রিচ। ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে মাথা নীচু করেই মাঠ ছাড়তে হল ক্রোয়েশিয়াকে।

এদিন ম্যাচ ড্র করে পরের রাউন্ডে গেলেও চারবারের বিশ্বজয়ীদের ফুটবল একেবারেই ছিল সাদামাটা। প্রথম থেকেই মন্থর ফুটবল খেলছিল ইতালি। বোঝাই যাচ্ছিল এক পয়েন্টই লক্ষ্য ব্লু ব্রিগেডের। গোল খাওয়ার পর একটু তেড়েফুড়ে উঠলেও ইতালির ফুটবল আভিজাত্যের ধারেকাছে নয় এই দল। গোটা ম্যাচে ইতালির প্রাপ্তি বলতে শেষ মুহূর্তে জাক্কানির গোলে শেষ ষোলোর টিকিট পাকা করা।

আরও পড়ুনঃ India vs England: সেমিফাইনাল না খেলে সরাসরি ফাইনাল খেলবে ভারত! জেনে নিন কীভাবে

গ্রুপ বি থেকে ৩ ম্যাচে ৩ জয় ৯ পয়েন্ট নিয়ে ইউরোর প্রি কোয়ার্টার ফাইনালে পৌছে গিয়েছে স্পেন। ৩ ম্যাচে ১ জয়, ১ হার, ১ ড্র, ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোর ইতালি। ৩ ম্যাচে ২ ড্র, ১ হার, ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ক্রোটরা। বিদায় কার্যত নিশ্চিত মদ্রিচদের। তবে যেহেতু ৬টি গ্রুপ থেকে সেরা ৪ তৃতীয় স্থানে থাকা দলও পরের রাউন্ডে যাবে তাই অলৌকিকের অপেক্ষায় ক্রোয়েশিয়া।

Italy vs Spain: ইতালিতে হারিয়ে ইউরোর শেষ ষোলোর স্পেন, হতাশ করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ফুটবল

বৃহস্পতিবার মধ্যরাতে এবারের ইউরোর এখনও পর্যন্ত সবথেকে উত্তেজক ম্যাচ দেখার আশায় ছিল গোটা ফুটবল বিশ্ব। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি ও ৩ বারের ইউরো চ্যাম্পিয়ন স্পেনের দ্বৈরথ অন্য মাত্রা পাবে ভেবেছিল সকলেই। কিন্তু আদতে স্পেনের বিরুদ্ধে সেভাবে লড়াই দিতে পারল না ইতালি। ১-০ গোলে ম্যাচ জিতে ইউরোর শেষ ষোলোয় পৌছে গেল স্প্যানিশ আর্মাডারা।

গোটা ম্যাচে একটি গোল হল, তাও আবার আত্মঘাতী। সেই গোলে স্পেন জিতলেও গোটা ম্যাচ জুড়ে ছিল তাদের দাপট। ম্যাচের স্কোরলাইন দেখে মনে হতেই পারে সাদামাটা একটা ম্যাচ। কিন্তু আদতে তা একদমই নয়। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ইতালিকে রীতিমত নাস্তানাবুদ করে ছাড়ে স্পেনের অ্যাটাক। শুধু ফুটবল দেবতা সহায় ছিল না বলে তা গোলে রূপান্তরিত হয়নি।

একইসঙ্গে ইতালির এমন ফুটবল দেখে হতাশ গোটা বিশ্ব। কে বলবে এই দেশটা ৪ বার বিশ্বজয় করেছে। উল্টে গত দুই বিশ্বকাপে কেন ইতালি যোগ্যতা অর্জন করতে পারেনি এই ম্যাচ তার উদাহরণ হতে পারে। ইতালির যদি একজনের কথা বলতে হয় যে গোটা ম্যাচ জুড়ে লড়াই চালিয়ে গিয়েছে সে হল গোলকিপার ডোন্নারুম্মা। গোলপোস্টের নীচে তিনি অভেদ্য না হয়ে উঠলে লজ্জার হারের সম্মুখীন হতে হত ইতালিকে।

এই জয়ের ফলে গ্রুপ বি থেকে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রাউন্ড অফ সিক্সটেনে পৌছে গেল স্পেন। ২ ম্য়াচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল ইতালি। ইতালির হারের ফলে এই গ্রুপে ১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকা আলবেনিয়া ও ৪ নম্বরে থাকা ক্রোয়েশিয়ারও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকল।

EURO 2024 Germany vs Hungary: ইউরোতে অব্যাহত জার্মান দাপট, প্রথম দল হিসেবে শেষ ষোলোয় আয়োজকরা

মিউনিখ: ইউরো ২০২৪-এ অব্যাহত আয়োজক জার্মানির দাপট। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে অভিযান শুরু করেছিল ৩ বারের চ্যাম্পিয়নরা। দ্বিতীয় ম্যাচেও অব্যাহত থাকল জার্মানির পাওয়ার ফুটবল। হাঙ্গেরিকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট পাকা করে ফেলল জুলিয়ান ন্যাগেলমানের দল। ম্যাচে জার্মানির হয়ে দুটি গোল করেন জামাল মুসিয়ালা ও ইকায় গুন্ডোগান।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে জার্মানরা। তবে হাঙ্গেরির রক্ষণ ভাঙতে একটু বেগ পেতে হয় আয়োজকদের। ম্যাচের প্রথম ২০ মিনিটে একাধিক আক্রমণ গড়লেও কোনও গোল আসেনি। প্রথম গোলের মুখ খোলে ম্যাচের ২২ মিনিটে। জার্মানির আক্রমণে হাঙ্গেরির রক্ষণে জটলা তৈরি হয়। সেখান থেকে গোল করে জার্মানিকে এগিয়ে দেন মুসিয়ালা। তারপর দুই দল একাধিক আক্রমণ গড়লেও প্রথমার্ধে আর গোল আসেনি।

আরও পড়ুনঃ India vs Afghanistan: দলে একাধিক বড় পরিবর্তন? আফগানদের বিরুদ্ধে ভারতের একাদশে মহাচমক! চ্যালেঞ্জ দিতে প্রস্তুত রাশিদরা

দ্বিতীয়ার্ধেও নিজেদের আধিপত্য বজায় রাখে জার্মানি। একের পর এক আক্রমণ আছড়ে পরে হাঙ্গেরির ডিপ ডিফেন্সে। পাল্টা চকিতে কয়েকবার কাউন্টার অ্যাটাকেও যায় হাঙ্গেরি। একটি গোল অফসাইডের কারণে বাতিলও হয় হাঙ্গেরির। ম্যাচের ৬৭ মিনিটে গুন্ডোগান গোল করে জার্মানির জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ২-০ গোলে ম্যাচ জেতে জার্মানরা। এই জয়ের ফলে ইউরো ২০২৪-এর প্রথম দল হিসেবে পরের রাউন্ডে পৌছে গেল টনি ক্রুসরা।