শুভেন্দুর মুখে ফের নবান্ন অভিযান, ২১ জুলাই-সহ একগুচ্ছ কর্মসূচি ঘোষণা বিরোধী দলনেতার

Suvendu Adhikari: শুভেন্দুর মুখে ফের নবান্ন অভিযান, ২১ জুলাই-সহ একগুচ্ছ কর্মসূচি ঘোষণা বিরোধী দলনেতার

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ফের নবান্ন অভিযান করার পক্ষে জোর সওয়াল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‌ তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় নিশানা করে শুভেন্দু বলেন, ‘‘গণতন্ত্র রক্ষায় গণ আন্দোলনে পথে থাকলেও বনধ, হরতাল কিংবা ভাঙচুর নয়, কিন্তু রাস্তায় নেমে গণ প্রতিবাদ হবে।’’

কলকাতা হাইকোর্টের অনুমতিক্রমে রবিবার রাজভবনের সামনে ভোট পরবর্তী অশান্তির অভিযোগে ধর্না অবস্থান কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী এও বলেন, ‘‘রাজ্য জুড়ে সর্বস্তরের মানুষকে গণআন্দোলন গড়ে তুলতে হবে। ‌ফের নবান্ন অভিযানের প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। আমি আমার দলের সঙ্গেও কথা বলব, আগামী ১৭ জুলাই আমাদের দলের যে বৈঠক রয়েছে সেখানে আমি নবান্ন অভিযান করার বিষয়ে দলীয় নেতৃত্বকে প্রস্তাব দেব।’’

আরও পড়ুন– উল্টোরথে বৃষ্টির সম্ভাবনা কম, উত্তরবঙ্গে তিন জেলায় ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হবে

সাম্প্রতিক একাধিক ভোট পরবর্তী অশান্তির ঘটনা তুলে ধরে এদিন শাসক দল তৃণমূল কংগ্রেস‌ ও রাজ্য সরকারকে নিশানা করে শুভেন্দু অধিকারী একের পর এক কর্মসূচি এদিন ঘোষণা করেন। বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলা, ভোট লুট থেকে লাগাতার সন্ত্রাস, আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে এদিন সরব হন বিরোধী দলনেতা। নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম‌ থেকে আগামী ১৮ জুলাই রাজনৈতিক কর্মসূচির সূচনা করে রাজ্যের বিভিন্ন প্রান্তে লাগাতার জেলায় জেলায় ঘুরে মূল্যবৃদ্ধি ইস্যু সহ যাদের ভোট দানে ‘বাধা’ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- রাশিফল ১৫ জুলাই; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

ভোট পরবর্তী অশান্তির ঘটনায় যারা ‘আক্রান্ত’-সহ নানান বিষয়কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথাও নিজে মুখে এদিন ঘোষণা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।‌ এ ছাড়াও একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ সমাবেশের দিনেই রাজ্যজুড়ে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করার কথা ঘোষণা করা ছাড়াও ২২ জুলাই সিইএসসি এলাকায় অস্বাভাবিক হারে বিদ্যুতের মাশুল বৃদ্ধি করা হয়েছে বলে দাবি করে আগামী ২২ জুলাই সিইএসসি অফিস ঘেরাও অভিযান কর্মসূচির কথাও এদিন ঘোষণা করেন শুভেন্দু।