Donald Trump Shotout Updates: ‘মেধাবী থমাসকে ওঁরা উত্ত্যক্ত করত রোজ, ও হাসত’, ট্রাম্প গুলিকাণ্ডে ইনিই সংবাদ শিরোনামে, কী বলছে সহপাঠীরা…

পেনসেলভেনিয়াঃ প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টায় সন্দেহভাজন হিসেবে পেনসিলভানিয়ার বেথেল পার্কের বাসিন্দা ২০ বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকসকে চিহ্নিত করেছে মার্কিন নিরাপত্তা সংস্থাগুলি। পেনসিলভেনিয়ার বাটলারে ট্রাম্পের বক্তব্য রাখার মঞ্চ লক্ষ্য করে গুলি ছোড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই মার্কিন সিক্রেট সার্ভিসের আধিকারিকরা ক্রুকসকে গুলি করে হত্যা করে। এফবিআই জানিয়েছে, গুলি এবং পাল্টা গুলিকাণ্ডে সমাবেশে অংশগ্রহণকারী একজন নিহত ও অপর দু’জন গুরুতর আহত হয়েছেন। ট্রাম্পের কানে গুলি লাগে।

এফবিআইয়ের তদন্তে উঠে এসেছে, ক্রুকস রিপাবলিকান এবং ট্রাম্প বিরোধী। ২০ বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকস ২০২২ সালে বেথেল পার্ক হাই স্কুল থেকে স্নাতক হন। মেধাবী ছাত্র হিসেবে পরিচিত থমাস ন্যাশনাল ম্যাথ অ্যান্ড সায়েন্স ইনিশিয়েটিভ থেকে ৫০০ ডলারের ‘স্টার অ্যাওয়ার্ড’ পান। থমাসের সহপাঠীরা এই ঘটনা জানার পরে রীতিমতো অবাক! কারণ সে অত্যন্ত শান্ত স্বভাবের বলেই পরিচিত ছিল বরাবরই। মুখে হাসি লেগে থাকত। স্কুল শেষ করে একটি নার্সিংহোমে কাজও শুরু করে। সংবাদ মাধ্যমে এক সহপাঠী জানিয়েছেন, “সে যখন স্কুলে পড়ত কখনও তাকে রাজনীতি বা ট্রাম্প নিয়ে আলোচনা করতে দেখিনি আমরা। তবে স্কুলে তাকে ভীষণভাবে বুলি করা হত। থমাস চুপচাপ থাকত, কিন্তু অন্যান্যরা তাকে উত্যক্ত করত। তাকে খুবই হেনস্তা করা হত বারে বারে।

আরও পড়ুনঃ আঘাত লাগা-আমোদ উল্লাস, বরফ চাই-ই-চাই…! ভারতে প্রথম কীভাবে, কোথা থেকে এল বরফ? ইতিহাস জানুন

৫ নভেম্বরের নির্বাচনে ক্রুকসের প্রথমবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার কথা ছিল। বাটলারে যেখানে এই গুলি চালানো হয়, সেখান থেকে প্রায় এক ঘণ্টা দূরে থাকতেন ক্রুকস। ২০২১ সালের ফেডারেল ইলেকশন কমিশনের ফাইলিং অনুসারে, ক্রুকসের যখন ১৭ বছর বয়স ছিল, তিনি বামপন্থী এবং ডেমোক্র্যাটিক রাজনীতিবিদদের জন্য অর্থ সংগ্রহকারী রাজনৈতিক অ্যাকশন কমিটিতে ১৫ ডলার অনুদান দেন। ক্রুকসের বাবা ম্যাথিউ ক্রুকস (৫৩) সিএনএন-কে জানিয়েছেন, কী ঘটেছে তা জানার চেষ্টা করছেন এবং তার ছেলের বিষয়ে কথা বলার আগে পুলিশ এবং প্রশাসনের সঙ্গে কথা বলা পর্যন্ত অপেক্ষা করবেন।

জানা গিয়েছে, শনিবার ক্রুকস যখন মিশনে যায়, তখন নিজের কোনও পরিচয় বহন করেনি। ফলে অন্যান্য পদ্ধতি ব্যবহার করে তাকে শনাক্ত করতে হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সমাবেশ মঞ্চের কাছে একটি ছাদে হালকা রঙের সামরিক পোশাকে এক ব্যক্তিকে দেখেছিলেন তারা। অনুষ্ঠানের বাইরে থাকা বেশ কয়েকজন ট্রাম্প সমর্থক বিবিসিকে বলেছেন, গোলাগুলি শুরু হওয়ার আগে তারা ওই ব্যক্তিকে কাছের একটি বহুতলের ছাদে ‘হামাগুড়ি’ দিয়ে উঠতে দেখেছেন।

এক প্রত্যক্ষদর্শীর দাবি, তিনি নিকটবর্তী পুলিশকে সতর্ক করার চেষ্টা করেছিল কিন্তু তারা গুরুত্ব দিতে চাননি। গুলি চালানোর আগে বন্দুকধারী ‘৩-৪ মিনিট’ একই জায়গায় অপেক্ষা করে, তারপরেই গুলি চালায়।